মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়?

মিশ্র অর্থনীতি
অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে দু’টি মতাদর্শ পৃথিবীতে সর্বাধিক প্রচলিত-পুঁজিবাদ এবং সমাজতন্ত্র।
দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাষ্ট্রসমূহের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয় যে, অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে
পুঁজিবাদ অথবা সমাজতন্ত্র উভয়ের কোনটিই এককভাবে শ্রেষ্ঠত্ব দাবী করতে পারে না। উভয় ব্যবস্থার
মধ্যেই গুরুতর অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। রাষ্ট্রীয় মালিকানায় এবং রাষ্ট্রীয় নির্দেশনায় অর্থনৈতিক
উন্নয়নের প্রচেষ্টা পৃথিবীর অধিকাংশ সমাজতান্ত্রিক রাষ্ট্রেই সফল হয় নি। ৯০‘র দশকে সমাজতান্ত্রিক
রাষ্ট্রগুলোর পতনের কারণ হিসাবে জনগণের অর্থনৈতিক দুর্দশাকে চিহ্নিত করা যায়। অন্যদিকে
পুজিঁবাদী অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থায় শুধুমাত্র মুনাফালাভের প্রবণতার ফলে সাধারণ
জনগণের জীবন যাপনের সমস্যা বাড়তে থাকে। এমতাবস্থায় প্রকৃত উন্নয়ন বাস্তবায়িত হয় না।
পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতাগুলো থেকে মুক্ত হবার জন্য যে অর্থনীতিতে সরকারী
উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগকেও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তাকেই মিশ্র
অর্থনীতি নামে অভিহিত করা যায়। বর্তমানকালে বহু রাষ্ট্রেই বিশেষত: উন্নয়নশীল রাষ্ট্রগুলো দ্রুত
উন্নয়নের জন্য মিশ্র অর্থনীতি ব্যবস্থা অনুসরণ করে। এতে যদিও পরিকল্পনাসমূহ সরকারী উদ্যোগেই
প্রণীত হয় তবে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়খাত একে অপরের সহায়ক হিসাবে কাজ করে।
মিশ্র অর্থনীতিতে, উৎপাদনের যে সব ক্ষেত্রে অধিক ম‚লধন ও দীর্ঘ সময় প্রয়োজন এবং মুনাফার হার
কম থাকে সে সব ক্ষেত্রে রাষ্ট্রীয় বা সরকারী উদ্যোগ গ্রহণ করা হয়। অন্যদিকে যে সব খাতে স্বল্প
মুলধন ও স্বল্প সময় প্রয়োজন এবং অধিক মুনাফার আশা করা হয়- সে গুলোর ক্ষেত্রে বেসরকারী
উদ্যোগের জন্য উপযুক্ত হিসাবে বিবেচনা করা হয়।
মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য
রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত খাতের সহাবস্থান;
মুনাফা এবং সেবা প্রদান-উভয় ব্যবস্থার স্বীকৃতি;
মূল্য ব্যবস্থার হ্রাস-বৃদ্ধিতে সরকারের ভূমিকা;
ভোগকারীর স্বাধীনতা।
মুক্তবাজার অর্থনীতি
মুক্তবাজার অর্থনীতি এবং উদার গণতান্ত্রিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে অঙ্গাঙ্গীঁ সম্পর্ক রয়েছে।
মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি যেখানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে স্বীকার
করা হয়। মুক্ত বাজারের ধারণা একদিনে গড়ে উঠে নি। বিভিন্ন দার্শনিক এবং অর্থনীতিবিদের চিন্তা
ভাবনার মধ্য দিয়েই এই ধারণা পরিপুষ্টি লাভ করেছে। এগুলোর মধ্যে রয়েছে- দার্শনিক জনলকের
ব্যক্তিগত সম্পত্তি বিষয়ক তত্ত¡, সমাজ বিজ্ঞানী হারবার্ট স্পেনসারের ব্যক্তি স্বাতন্ত্রবাদ দর্শন, গণতন্ত্রী
জন স্টুয়ার্ট মিলের অর্থনীতি ক্ষেত্রে ব্যক্তির ভুমিকাই প্রধান শীর্ষক দর্শন এবং এড্যাম স্মিথের অবাধ বাণিজ্য নীতি। যে অর্থনীতিতে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগকেও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তাকেই মিশ্র অর্থনীতি নামে অভিহিত করা যায়। মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে স্বীকার করা হয়।
মুক্তবাজার অর্থনীতির ধারণায়, মনে করা হয়- সামাজিক কল্যাণের জন্য রাষ্ট্র নয় বরং মুক্ত মানুষই
অধিক উপযুক্ত। বাজার অর্থনীতিতে জিনিষের মূল্য, উৎপাদনের পরিমাণ এবং ব্যক্তির উপার্জন
নির্ধারিত হয় এমনভাবে যাতে ব্যক্তি বিশেষের একক ভ‚মিকা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে না বরং বাজার
ব্যবস্থাই মূল ভ‚মিকা পালন করে। চাহিদা এবং যোগান এ দুটি শক্তির মাধ্যমে বাজার প্রভাবিত হয়।
মুক্ত বাজার অর্থনীতিতে ব্যক্তির উপযোগ বা সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। ১৯৮০’র দশক
থেকে মূলত: বিশ্বব্যাংক এবং আই.এম.এফ.-এর উদ্যোগে তৃতীয় বিশ্বজুড়ে অবাধ বাজার অর্থনীতি
প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব লাভ করে । ৯০’র দশকে সমাজতান্ত্রিক মতাদর্শের পতন তথা রাষ্ট্র নিয়ন্ত্রিত
অর্থনীতির ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কয়েকটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যতীত সমগ্র বিশ্বব্যাপী মুক্ত বাজার
অর্থনীতির প্রসার ঘটেছে।
মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য
লেন-দেনের জন্য স্বাধীনতা ও বাজার এর গুরুত্ব;
ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি;
মুক্তবাজার অর্থনীতি ব্যক্তিস্বার্থ নির্ভর বিধায় এ অর্থনীতিতে প্রতিযোগিতার উৎপত্তি হয় এবং
প্রতিযোগিতার ফলে সর্বনি¤œ দরে দ্রব্য ও সেবার উৎপাদনে নিশ্চয়তা আসে;
ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়। তারা নিজেদের পছন্দ মোতাবেক দ্রব্য সামগ্রী ক্রয় করতে
পারে;
মুক্তবাজার অর্থনীতির ফলে আমদানী ব্যয় এবং রপ্তানী আয় বৃদ্ধি পায়;
ভুর্তুকি, কর-রেয়াত ইত্যাদি না থাকার ফলে রাষ্ট্রের অর্থ-সাশ্রয় হয়।
বাংলাদেশ এবং মুক্তবাজার অর্থনীতি
১৯৮০’র দশক থেকে বিশ্বব্যাংক এবং আই. এম.এফ. তৃতীয় বিশ্বের ৭৬ টি দেশে কাঠামো পুর্নবিন্যাস
সংস্কার কর্মসুচী চালু করে। এই কর্মসূচীর আওতায় এ সব দেশকে অবাধ বাজারমুখী সংস্কার কর্মসূচী
বাস্তবায়নের জন্য ১৯৮০ থেকে ১৯৯১ সময়কালে ৪১০০ কোটি ডলারের ২৫৮টি ঋন প্রদান করা
হয়। বাংলাদেশও এই কর্মসূচীর অন্তর্ভুক্ত। স্বাধীনতা পরবর্তী কালে প্রথম সরকারের সময়ে
পরিকল্পিত অর্থনীতির আওতায় অর্থনৈতিক রাষ্ট্র পরিচালিত হতে থাকে। পরবর্তী সরকারগুলো রাষ্ট্রীয়
খাতের পরিবর্তে বেসরকারী খাতকে গুরুত্ব প্রদান করে এবং বেসরকারী খাতকে বিকশিত করার
কার্যক্রম গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে মুক্তবাজার মতাদর্শকে বাংলাদেশের
অর্থনীতি পরিচালনায় প্রাধান্য দেয়া হতে থাকে। এছাড়াও বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোও
বাজার অর্থনীতির পক্ষে অবস্থান নিয়েছে। ৯০‘র দশকে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পতনও বাজার
অর্থনীতি কেন্দ্রিক ব্যবস্থা গ্রহণকে শক্তিশালী সমর্থন যোগায়। বর্তমানে বাংলাদেশে যে সব কারণে মুক্ত
বাজার অর্থনীতি চর্চা করা হচ্ছে তার কারণগুলো নিæরূপ:
মুক্ত বাজার অর্থনীতির ফলে রাষ্ট্রীয় খাতের ক্রমাগত লোকসান বন্ধ হবে;
কাঠামোগত সংস্কার সাধনের ফলে প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে এবং সরকারের ব্যয়
কমবে;
প্রতিযোগিতামূলক ব্যবস্থার কারণে পণ্যের ব্যয় কমবে;
প্রতিযোগিতামূলক ব্যবস্থার কারণে পণ্যের মান বাড়বে এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে;
খোলাবাজার অর্থনীতি অনুসরণ করার ফলে রপ্তানীমুখী বিভিন্ন শিল্প স্থাপিত হওয়ার ফলে
বৈদেশিক আয় বৃদ্ধি করবে হবে;
অদক্ষ এবং অযোগ্য রুগ্ন শিল্পগুলোর দায়দায়িত্ব সরকারের হাতে থাকবে না। ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া হলে মালিক পক্ষ ব্যক্তিগত স্বার্থেই এসব শিল্পসমূহকে পুনরুজ্জীবিত করবে। ১৯৮০’র দশক থেকে মূলত: বিশ্বব্যাংক এবং আই.এম.এফ.-এর উদ্যোগে তৃতীয় বিশ্বজুড়ে অবাধ বাজার অর্থনীতি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব লাভ করে । অনেকে মনে করেন মুক্তবাজার অর্থনীতির নামে বাংলাদেশের পুঁজি দেশের বাইরে চলে যাচ্ছে, এদেশে বিদেশী পণ্যের বাজারে পরিণত হচ্ছে।
মুক্তবাজার অর্থনীতির পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হলেও বিভিন্ন গবেষণা থেকে দেখা যাচ্ছে
বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশেই মুক্ত বাজার অর্থনীতি চর্চার দ্বারা তেমন উন্নয়ন সাধিত
হয়নি। বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান এক গবেষণায় প্রমাণ করেছেন, মুক্তবাজার অর্থনীতির
দ্বারা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে সামগ্রিকভাবে স্থায়ী বিনিয়োগ এবং রপ্তানী প্রবৃদ্ধি অর্জিত হয় নি এবং
মুদ্রাস্ফীতি রোধ করা যায় নি। এছাড়াও অনেকে মনে করেন মুক্তবাজার অর্থনীতির নামে বাংলাদেশের
পুঁজি দেশের বাইরে চলে যাচ্ছে, এদেশে বিদেশী পণ্যের বাজারে পরিণত হচ্ছে।
সারকথা: ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে অবলম্বন করে মুক্ত বাজার অর্থনীতির ধারণা
গড়ে উঠেছে। এ অর্থনীতিতে রাষ্ট্র নয় বাজারই মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। বাজারের গতি
প্রকৃতি নির্ধারিত হয় চাহিদা এবং যোগান এ দু’টি শক্তি দ্বারা। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশের মত
বাংলাদেশেও বাজার অর্থনীতির চর্চা চলছে। ধরে নেয়া হয়েছে এর ফলে রাষ্ট্রীয় খাতের লোকসান বন্ধ
হবে, পণ্যের মান ও শ্রমিকের দক্ষতা বাড়বে। রপ্তানীমুখী শিল্প স্থাপনা হবে এবং বৈদেশিক আয়
বাড়বে। কিন্তু, দু:খজনক হলেও সত্য তৃতীয় বিশ্বের অন্য অনেক দেশের মত বাংলাদেশেও বাজার অর্থনীতির তেমন কোন সুফল অর্জিত হয় নি।
সঠিক উত্তরটি লিখুন।
১. মুক্ত বাজার অর্থনীতিতে মনে করা হয়ক) অর্থনীতিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সর্বোত্তম;
খ) ব্যক্তির উপযোগ বা সন্তুষ্টি প্রাধান্য দেওয়ার বিষয় নয়;
গ) ব্যক্তিমালিকানা এবং ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ অপকারী;
ঘ) সামাজিক কল্যাণের জন্য রাষ্ট্র নয় বরং মানুষই অধিক উপযুক্ত
২। মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য-
ক) ভোক্তার সার্বভৌমত্ব;
খ) ব্যক্তির স্বেচ্ছাচারিতা;
গ) অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌমত্ব;
ঘ) রাষ্ট্রের স্বেচ্ছাাচারিতা।
৩. মুক্তবাজার অর্থনীতির ফলেক) পণ্যের মান বাড়বে এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে;
খ) বাংলাদেশ পাঁচ বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে;
গ) রাষ্ট্রীয় খাতে ব্যয় বাড়তে থাকবে;
ঘ) অর্থনীতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বাড়বে।
৪. রেহমান সোবাহানের মতে, মুক্ত বাজার অর্থনীতি দ্বারাক) তৃতীয় বিশ্বের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে;
খ) ধনী রাষ্ট্রগুলো ঋণগ্রস্ত হয়ে পড়েছে;
গ) অর্থনৈতিক স্থায়ী বিনিয়োগ এবং রপ্তানী প্রবৃদ্ধি অর্জিত হয় নি;
ঘ) বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন।
২. মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়?
রচনামুলক প্রশ্ন
১. বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন।
উত্তরমালা: ১.ঘ, ২.ক, ৩.ক, ৪.গ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]