মানব সম্পদ উন্নয়ন কেন প্রয়োজন? মানব উন্নয়ন দ্বারা কি বুঝায়?

জনসংখ্যা ও উন্নয়ন
কোন দেশের জনসংখ্যা এবং উন্নয়নের মধ্যে একাধারে ইতিবাচক এবং নেতিবাচক সম্পর্ক বিদ্যমান।
প্রথমে জনসংখ্যা এবং উন্নয়নের মধ্যে ইতিবাচক সম্পর্কগুলো আলোচনা করা প্রয়োজন। আমরা জানি,
উৎপাদনের জন্য মূলধন এবং শ্রম আবশ্যক। প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর মাধ্যমেই মানুষ নতুন
সম্পদ সৃষ্টি করে। শ্রম ছাড়া কোন সম্পদ সৃষ্টি হওয়া সম্ভব নয়। এজন্যই প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা
সত্তে¡ও উপযুক্ত জনসম্পদ না থাকলে উন্নয়ন বাস্তবায়ন করা যায় না। একটি দক্ষ জনশক্তিই তাদের
কর্মশক্তি ও মেধা কাজে লাগিয়ে বস্তুগত মূলধন সদ্ব্যবহার করতে পারে। কাম্য জনসংখ্যা তত্ত¡ অনুযায়ী
বৃদ্ধি ততক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় যতক্ষণ সম্পদের তুলনায় কোন দেশের জনসংখ্যা কম থাকে। এ
পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমের যোগান বৃদ্ধি পায় এছাড়াও শ্রমবিভাগ এবং বৃহদায়তন উৎপাদন
ব্যবস্থা চালু করা যায়। ফলে দেশের উৎপাদন বৃদ্ধি পায়। একই সাথে অধিক কর্মসংস্থান ঘটে যা
দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তাহলে আমরা বলতে পারি, জনসংখ্যাকে সবসময়
সমস্যা হিসাবে চিহ্নিত করা উচিৎ নয়।
এবার জনসংখ্যা এবং উন্নয়নের মধ্যে নেতিবাচক সম্পর্ক আলোচনা করা হলো। কোন দেশে
অপরিকল্পিত ভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে তা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। এর
ফলে খাদ্য ঘাটতি, বেকারত্ব, স্বাস্থ্য সংকট, নিরক্ষরতার মত সমস্যা তৈরি হয়ে গণদারিদ্র সৃষ্টি করে।
এছাড়াও অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির ফলে সরকারের পক্ষে জনগণের মৌলিক চাহিদাসমূহ
যথাযথভাবে পূরণ করা সম্ভব হয় না। দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের জন্য অধিক অর্থ বরাদ্দ করা যায়
না। জনসংখ্যা বৃদ্ধির হার এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ভারসাম্য না থাকলে মাথাপিছু আয় কমতে
থাকে। ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং জীবন যাত্রার মান নেমে যায়। অপরিকল্পিত জনসংখ্যার
ফলে অদক্ষ শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পায় এবং শ্রমের মূল্য কমতে থাকে। এদের কোনটিই উন্নয়নের জন্য
সুফল আনয়ন করে না। প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্তে¡ও উপযুক্ত জনসম্পদ না থাকলে উন্নয়ন
বাস্তবায়ন করা যায় না।
বাংলাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার (১৯০১-১৯৯১)
সন জনসংখ্যা(মিলিয়ন) গড় বাৎসরিক বৃদ্ধির হার(%)
১৯০১ ২৮.৯২৭ -
১৯২১ ৩৩.২৫৪ ০.৫
১৯৪১ ৪১.৯৯৯ ১.৭
১৯৬১ ৫০.৮৪০ ২.০
১৯৮১ ৮৭.১২০ ২.৯
১৯৯১ ১০৬.৩১৫ ২.০
সূত্র: বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা; ১৩ খন্ড; ১৪০২ বাংলা, পৃষ্ঠা:১০২
জনসংখ্যা বিস্ফোরণ বর্তমান বাংলাদেশে একটি গুরুতর সমস্যা হিসাবে চিহ্নিত। সংখ্যার দিক থেকে
বিশাল অথচ দক্ষতার অভাবের ফলে এই জনসংখ্যা সম্পদের পরিবর্তে সমস্যায় পরিণত হয়েছে।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি জনবহুল দেশ। লোকসংখ্যা বর্তমানে প্রায় বারো কোটি ৪০ লাখ।
আয়তন প্রায় ছাপান্ন হাজার বর্গমাইল। আয়তনের দিক থেকে বিবেচনা করলে, বাংলাদেশ পৃথিবীর
সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বছর এখানে ৩৬ লক্ষ শিশু জন্মগ্রহণ করে এবং ১৩ লক্ষ শিশু
মারা যায়। ফলে প্রতি বছরে প্রায় ২৩ লক্ষ বাড়তি জনসংখ্যা যোগ হচ্ছে। এ হারে চলতে থাকলে
২০১০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ১৬ কোটি। গত চার দশকে(১৯৫১-৯১)
বাংলাদেশের লোক সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার
১.৬%। গত প্রায় দুই দশকে (১৯৯১-৯৪) বাংলাদেশে উর্বরতার হার হ্রাস পেলেও (৬.৩ থেকে ৩.৪)
জনসংখ্যা বৃদ্ধির হার এখনো অনেক বেশী।
বাংলাদেশের জনবিস্ফোরণের পেছনে যে সব কারন বিদ্যমান, সেগুলো নি¤œরূপ :
সামাজিক ও ধর্মীয় কুসংস্কার
দারিদ্র্য
বাল্যবিবাহ ও বহুবিবাহ
জীবন যাত্রার নি¤œমান
যথাযথ শিক্ষা ও সচেতনতার অভাব
মৃত্যু হার হ্রাস ও জন্মহার বৃদ্ধি
সরকারী নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের অভাব
মানব সম্পদ উন্নয়ন
আধুনিক ধারণায় জনসম্পদকে যে কোন দেশের সর্বাধিক মূল্যবান সম্পদ হিসাবে বিবেচনা করা হয়।
বাংলাদেশের জন্য একই বক্তব্য প্রযোজ্য। মানুষ হলো অর্থনৈতিক উন্নয়নের উপায় ও উদ্দেশ্য। মানব
সম্পদের দক্ষতা এবং সামর্থের পার্থক্যের কারণে অন্যান্য প্রাপ্ত সম্পদের অভিন্নতা থাকা সত্তে¡ও বিভিন্ন
দেশের উন্নয়ন বিভিন্ন রকম হয়ে থাকে। মানব সম্পদের যৌক্তিক এবং দক্ষ ব্যবহারের মাধ্যমে
স্বনির্ভর অব্যাহত উন্নয়ন সাধন সম্ভব। মানব সম্পদ খাতে ব্যয় যত বাড়বে শ্রমশক্তির দক্ষতা ও
কুশলতা ততই বৃদ্ধি পাবে যা অর্থনৈতিক উন্নয়নে প্রধান ভূমিকা রাখে। প্রত্যেক সমাজেই আনুষ্ঠানিক
শিক্ষা, স্বাস্থ্য প্রকল্পে বিনিয়োগ, কর্ম-প্রশিক্ষণ ইত্যাদির দ্বারা মানব সম্পদ সৃষ্টি করা হয়। যে সমাজে
মানব সম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগ বেশী সেই সমাজের উন্নয়নের ধারাও শক্তিশালী। মানব সম্পদ
উন্নয়ন, মানব উন্নয়নের একটি অংশ। মানব উন্নয়ন ধারণা সম্পর্কে নীচে আলোচনা করা হলো। মানব উন্নয়ন
মানব উন্নয়ন একটি বিকাশমান ধারণা। ১৯৯০ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউ.এন.ডি.পি) সর্ব
প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য মানব
জাতিকে শোষণের সম্পদ বা মাধ্যম হিসাবে বিবেচনা করা হয় নি বরং মানব জাতিকে উন্নয়নের চ‚ড়ান্ত
লক্ষ্য মনে করা হয়েছে। মানব উন্নয়ন ধারণার লক্ষ্য উন্নয়নের জন্য শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন
নয়। এর উদ্দেশ্য হলো সকলের জন্য মৌলিক শিক্ষা, অপুষ্টি থেকে মুক্তি, বিশুদ্ধ পানির প্রাপ্যতা,
প্রাথমিক স্বাস্থ্য সেবার মত বিষয়গুলো নিশ্চিত করা, মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় হলো-শিক্ষিত
হওয়া, একটি সুন্দর জীবন উপভোগ এবং দীর্ঘ ও সুস্থ জীবন যাপন। অতিরিক্ত চাহিদা হিসাবে থাকে
মানবাধিকার, আত্বসম্মান ও মানব স্বাধীনতা নিশ্চিত করা।
মানব উন্নয়নের প্রধান তিনটি নিদের্শক জন্মের সময় প্রত্যাশিত আয়ূ, সাক্ষরতা এবং (গড়) আয়।
পক্ষান্তরে মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা বুঝবো জনসমষ্টির দক্ষতার উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন, মানব উন্নয়নের একটি অংশ। আধুনিক ধারণায় জনসম্পদ যে কোন দেশের সর্বাধিক মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত।
বিভিন্ন দেশের মানব উন্নয়ন পরিস্থিতি.১৯৯৬ দেশ জন্মকালে প্রত্যাশিত আয়ু বয়স্ক স্বাক্ষরতার হার প্রকৃত মাথাপিছু দেশজ উৎপাদন ক্রয়ক্ষমতা সামাজিক (মার্কিন ডলার), ১৯৯৩ মানব উন্নয়ন অবস্থান
১৯৯৬
কানাডা ৭৭.৫ ৯৯.০ ২০.৯৫০ ১
জাপান ৭৯.৬ ৯৯.০ ২০.৬৬০ ৩
যুক্তরাষ্ট্র ৭৬.১ ৯৯.০ ২৪.৬৮০ ২
ভারত ৬০.৭ ৫০.৬ ১২.৪০ ১৩৫
পাকিস্তান ৬১.৮ ৩৬.৪ ২.১৬০ ১৩৪
বাংলাদেশ ৫৫.৪ ৩৭.০ ১.২৯০ ১৪৩
সূত্র: মানব উন্নয়ন প্রতিবেদন, ১৯৯৬
সারকথা: জনসংখ্যা এবং উন্নয়নের মধ্যে ইতিবাচক অথবা নেতিবাচক সম্পর্ক বিদ্যমান থাকতে
পারে। একটি দক্ষ জনশক্তি বস্তুগত মূলধন সদ্বব্যবহার করে উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে পারে।
অন্যদিকে অপরিকল্পিত এবং অদক্ষ জনসংখ্যা খাদ্য ঘাটতি, বেকারত্ব, স্বাস্থ্য সমস্যা প্রকট করে
তোলে। মানব সম্পদ ও মানব উন্নয়নে জোর দিয়ে উপরোক্ত সমস্যাগুলো নিরসন করে প্রকৃত
উন্নয়নের পথে ধাবিত হওয়া যায়। বাংলাদেশে ও জনবিস্ফোরণ গুরুতর সমস্যা হিসেবে বিরাজ করছে। এ জনগোষ্ঠী সংখ্যার দিক থেকে বিশাল অথচ দক্ষতাহীন।
সঠিক উত্তরটি লিখুন।
১. ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবেক. ১৫ কোটি;
খ. ৭ কোটি;
গ. ৮০ কোটি;
ঘ. ১১ কোটি।
২. বাংলাদেশে জনবিস্ফোরণের অন্যতম কারণক. প্রগতিশীল সমাজ ব্যবস্থা;
খ. সামরিক শাসন;
গ. বিদেশী সাহায্য;
ঘ. সামাজিক ও ধর্মীয় কুসংস্কার।
৩. মানব সম্পদ সৃষ্টির জন্যে প্রয়োজনক. আনুষ্ঠানিক শিক্ষা, স্বাস্থ্য প্রকল্পে, কর্ম-প্রশিক্ষণে বিনিয়োগ;
খ. বিদেশী বিশেষজ্ঞ;
গ. রাষ্ট্রীয় আইন কানুন;
ঘ. খাদ্য সাহায্য।
৪. মানব উন্নয়নের সূচকক. উচ্চতা, দৃষ্টিশক্তি, শরীরের জোর;
খ. নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাওয়া;
গ. ভোটের সময় ভোট প্রদান;
ঘ. প্রত্যাশিত আয়ু, সাক্ষরতা এবং (গড়) আয়।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১. মানব সম্পদ উন্নয়ন কেন প্রয়োজন?
২. মানব উন্নয়ন দ্বারা কি বুঝায়?
রচনামূলক প্রশ্ন
১. জনসংখ্যা ও উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করুন।
উত্তরমালা: ১.ক, ২.ঘ, ৩. ক, ৪.ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]