রাষ্ট্রতত্ত¡ কি? আদর্শবাদী রাষ্ট্রতত্ত¡ কি? পরীক্ষণলব্ধ রাষ্ট্রতত্ত¡ কি?

সাধারণভাবে রাষ্ট্রতত্ত¡ বা রাষ্ট্রীয় মতবাদ বলতে কোন নির্দিষ্ট বা বিশেষ চিন্তাবিদের রাজনৈতিক ধ্যান ধারণাকে বুঝায়।
বিজ্ঞান সম্মত পদ্ধতিতে গৃহীত বহু রাষ্ট্রতত্ত¡ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। রাষ্ট্রতত্ত¡ (চড়ষরঃরপধষ ঃযবড়ৎু) রাষ্ট্র,
ক্ষমতা, রাষ্ট্রের আদর্শ শাসন পদ্ধতি প্রভৃতি বিষয়ে নতুন নতুন তত্তে¡র জন্মের ফলে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্র উর্বর হয়েছে।
রাষ্ট্রীয় আদর্শ, রাষ্ট্রের ক্ষমতা, আইন ও শাসন পদ্ধতি প্রভৃতির উন্নতি সাধন কল্পে উদ্ভাবিত মতবাদকে রাষ্ট্রতত্ত¡ বলা হয়।
গ্রীক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিষ্টটলের ধ্যান ধারণা ও চিন্তা ভাবনার ফসল হিসেবে রাষ্ট্রীয় মতবাদ গড়ে উঠে।
খ্রীষ্টপূর্ব চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে গ্রীকদের মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রীয় মতবাদ প্রতিষ্ঠা লাভ করে। প্রত্যেক রাষ্ট্রতত্তে¡ সমকালীন
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশের বিশেষ যোগসূত্র লক্ষ্য করা যায়। অধ্যাপক লাস্কি উল্লেখ করেন যে,
“কোন রাষ্ট্রতত্ত¡ই সামাজিক অবস্থার প্রেক্ষিত ছাড়া বোধগম্য নয়।” রাজনৈতিক দার্শনিক তাঁর সমকালীন রাজনৈতিক
অবস্থার দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। সমকালীন রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বকে ব্যাখ্যা এবং এর প্রতি সমর্থন দান বা
প্রত্যাখান কিংবা একে উন্নত করার জন্য বেশীর ভাগ রাষ্ট্রীয় মতবাদের সৃষ্টি হয়েছে। উদাহরণস্বরূপ ইতালীর দার্শনিক
ম্যাকিয়াভেলীর রাজনৈতিক দর্শন বা মতবাদ সমকালীন ইতালীর রাজনৈতিক অবস্থার প্রতিফলন মাত্র।
রাষ্ট্রতত্ত¡ মূলত রাজনৈতিক ঘটনবলীর ব্যাপক, সুবিন্যস্তও সাধারণ সিদ্ধান্তেউপনীত হওয়ার এক প্রচেষ্টা বিশেষ
রাজনৈতিক সংগঠনের বিবর্তনের ন্যায় রাষ্ট্রতত্তে¡ এক ধারাবাহিক ক্রমবিকাশ পরিলক্ষিত হয়। ইতিহাসের গতিধারার সঙ্গে
রাজনৈতিক চিন্তাধারা বিবর্তিত হয়। রাষ্ট্রতত্ত¡ রাজনৈতিক ইতিহাস, অর্থনীতি, দর্শন, সংস্কৃতি ইত্যাদি থেকে বিচ্ছিন্ন
নয়। বিজ্ঞান, কৃষ্টি, প্রথা, ধর্ম, সাহিত্য, ঐতিহ্য রাষ্ট্রীয় মতবাদকে প্রভাবিত করে থাকে।
হবস, লক ও রুশোর সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করলে দেখা যায় যে, সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা
তাঁদের চিন্তা-চেতনাকে প্রভাবিত করেছে। আবার একথাও সত্য যে, রাজনৈতিক মতবাদও অনেক সময় রাজনৈতিক
ঘটনাবলীকে প্রভাবিত করে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে উন্নত করে। জন লকের মতবাদ ১৬৮৮ সালে ইংল্যান্ডের
গৌরবময় বিপ্লব এবং ১৭৮৯ সালে ফরাসী বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছে রুশোর মতবাদ।
সভ্যতার অগ্রগতির ফলে মানুষের চিন্তাধারা যখন যুক্তিবাদের পর্যায়ে উন্নীত হয় তখন থেকে রাষ্ট্রতত্তে¡র বিজ্ঞানসম্মত
আলোচনার দ্বার উম্মুক্ত হয়। গ্রীক দার্শনিক প্লেটো ও এরিষ্টটলের যুগ থেকেই রাষ্ট্রতত্তে¡র সুসংঘবদ্ধ ইতিহাস শুরু হয়।
তবে এ কথা সত্য, কোন রাষ্ট্রীয় মতবাদ সর্বকালের ও সর্বযুগের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে। রাষ্ট্রবিজ্ঞান একটি
গতিশীল বিজ্ঞান। সুতরাং এ বিজ্ঞানের কোন মতবাদই পরিবর্তন এবং সংশোধনের উর্ধ্বে নয়। সমাজ বিজ্ঞানী বা
রাষ্ট্রবিজ্ঞানীরা খুব কম ক্ষেত্রেই একমত হতে পারেন। কেননা অবস্থা, পরিবেশ ও রাজনৈতিক সমস্যার ভিন্নতার কারণে
মত পার্থক্য হওয়াই স্বাভাবিক। তাই রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী, গণতন্ত্র, সার্বভৌমত্ব প্রশ্নে বিভিন্ন দার্শনিক বিভিন্ন
মতামত ব্যক্ত করেছেন। এর ফলে রাষ্ট্রবিজ্ঞান ক্রমশঃই বিকশিত হচ্ছে।
রাষ্ট্রতত্ত¡ রাষ্ট্রের উন্নয়নকে প্রভাবিত করে। আমাদের চিন্তা ও যুক্তিকে সুচিন্তিত ও সুবিন্যস্তভাবে প্রকাশের প্রশ্নেও সঠিক
সমাধান নির্ণয়ের ক্ষেত্রে রাষ্ট্রতত্ত¡ আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী হেনরী সিজউইক বলেছেন,
“রাষ্ট্রতত্তে¡র লক্ষ্য রাষ্ট্রীয় প্রশ্নগুলোর যুক্তিপূর্ণ সমাধান নিয়ে আসার ক্ষেত্রে নতুন নতুন কলাকৌশল উপস্থাপন করা নয়
বরং যে সকল চিন্তা ধারা ও যুক্তির সাথে আমরা সুপরিচিত সেগুলোকে সুচিন্তিত উপায়ে ও সুবিন্যস্তভাবে পরিবেশন করা।” আদর্শবাদী রাষ্ট্রতত্ত¡
আদর্শবাদী রাষ্ট্রতত্ত¡ মূলত কতিপয় আদর্শ, মূল্যবোধ ও রাজনৈতিক আচার- আচরণের উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রবিজ্ঞানের
বিরাট অংশ জুড়ে রয়েছে আদর্শবাদী রাষ্ট্রতত্ত¡। অনেকে রাষ্ট্রবিজ্ঞানের এ অংশটিকে রাষ্ট্রীয় দর্শন (চড়ষরঃরপধষ
চযরষড়ংড়ঢ়যু) বলেও আখ্যায়িত করেছেন। প্রাচীন গ্রীসে আদর্শবাদী রাষ্ট্রতত্তে¡র আলোচনা প্রথমে শুরু হয়। প্লেটোর
আদর্শ- রাষ্ট্রতত্ত¡, টমাস একুইনাসের আইন তত্ত¡ আদর্শবাদী রাষ্ট্রতত্তে¡র ফসল। আধুনিককালেও ম্যাকিয়াভেলী, লক,
রুশো, হেগেল প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদদের দর্শনে আদর্শবাদী রাষ্ট্রতত্তে¡র সন্ধান মিলে।
মানুষ কিভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবে, রাষ্ট্রনায়কের কি কি গুনাবলী থাকা উচিত, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য
কি হবে, কোন পদ্ধতিতে নাগরিকগণ তাদের অধিকার সংরক্ষণ করতে পারে ইত্যাদি আদর্শবাদী রাষ্ট্রতত্তে¡র প্রধান
আালোচ্য বিষয়।
প্রয়োগিক বা পরীক্ষালব্ধ রাষ্ট্রতত্ত¡
প্রায়োগিক বা পরীক্ষালব্ধ রাষ্ট্রতত্তে¡র ভিত্তি হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা। বাস্তব ঘটনাবলী এবং
পর্যবেক্ষণযোগ্য বিষয়াদি হচ্ছে এই ধরণের রাষ্ট্রতত্তে¡র মূল বিষয়বস্তু। এ তত্তে¡র বিভিন্ন পর্যায় রয়েছে। পর্যায়গুলো পরস্পর
সম্পর্কযুক্ত। উল্লেখযোগ্য পর্যায়গুলো হলো:
 সমস্যা নির্ধারণ;
 পর্যবেক্ষণ;
 সাধারণ সূত্র আবিস্কার;
সাধারণ সূত্রসমূহের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োগক এরিষ্টটলের বাস্তববাদী দৃষ্টি ভঙ্গি এর প্রকৃত উদাহরণ। বলাবাহুল্য,
রাষ্ট্রতত্তে¡র পরীক্ষালব্ধ অংশ নিয়েই ‘রাষ্ট্রবিজ্ঞান’ গড়ে উঠেছে। এভাবে বলা যায় ভাববাদী বা আদর্শ নির্ভর রাষ্ট্রতত্ত¡
রাজনৈতিক দর্শনের অংশ।
সারকথা
মানব সভ্যতার অগ্রগতির ফলে মানুষের চিন্তাধারা যখন যুক্তিবাদের পর্যায় উন্নীত হয় তখন থেকে রাষ্ট্রতত্তে¡র আলোচনার
দ্বার উন্মুক্ত হয়। দার্শনিক প্লেটো ও এরিষ্টটলের যুগ থেকেই রাষ্ট্রতত্তে¡র সুসংঘবদ্ধ ইতিহাস শুরু হয়। আদর্শবাদী রাষ্ট্রতত্ত¡
আদর্শ ও মূল্যবোধ নির্ভর। পক্ষান্তরে প্রায়োগিক বা বাস্তব রাষ্ট্রতত্ত¡ পর্যবেক্ষণ ও বিজ্ঞান সম্মত গবেষণার ফসল।
সঠিক উত্তর লিখুন।
(১) সর্বপ্রথম রাষ্ট্রীয় মতবাদ প্রতিষ্ঠা লাভ করে-
(ক) রোমানদের মধ্যে;
(খ) ভারতীয়দের মধ্যে;
(গ) গ্রীকদের মধ্যে;
(ঘ) ইংরেজদের মধ্যে।
(২) কত শতাব্দীতে গ্রীকদের মধ্যে রাষ্ট্রীয় মতবাদ প্রতিষ্ঠা লাভ করে?
(ক) চতুর্থ ও ষষ্ঠ শতাব্দীতে;
(খ) চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে;
(গ) দি¦তীয় ও তৃতীয় শতাব্দীতে;
(ঘ) ষষ্ঠ ও অষ্টম শতাব্দীতে।
৩। ইতালীর রাজনৈতিক অবস্থা কাকে রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করেছিল?
(ক) ম্যাকিয়াভেলী;
(খ) হবস;
(গ) লক;
(ঘ) রুশো।
৪। কতসালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল ?
(ক) ১৬৮৮;
(খ) ১৫৮৮;
(গ) ১৭৮৮;
(ঘ) ১৭৮৯।
৫। ১৭৮৯ সালে কোন্বিপ্লব সংঘটিত হয়েছিল?
(ক) রুশ বিপ্লব;
(খ) চীনা বিপ্লব;
(গ) ফরাসী বিপ্লব;
(ঘ) ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব।
৬। আদর্শবাদী রাষ্ট্রতত্তে¡র আলোচনা প্রথমে কোথায় শুরু হয়?
(ক) চীনে;
(খ) রোমে;
(গ) স্পেনে;
(ঘ) গ্রীসে।
প্রশঃ ১. গ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. গ , ৬. খ.
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১. রাষ্ট্রতত্ত¡ কি?
২.আদর্শবাদী রাষ্ট্রতত্ত¡ কি?
৩. পরীক্ষণলব্ধ রাষ্ট্রতত্ত¡ কি?
৪. রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক দর্শনের মধ্যে পার্থক্য কোথায়?

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]