ক্ষমতার সংজ্ঞা দিন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক আলোচনা করুন।

রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব এক বিশিষ্ট স্থান দখল করে আছে। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম
মৌল বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা। কোন রাজনৈতিক ব্যবস্থার স্বরূপ
বিশ্লেষণের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের ব্যাখ্যা একান্তঅপরিহার্য। কোন একটি রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা
ও ক্ষমতা নির্ভর করে ঐ ব্যবস্থার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগকারীর প্রকৃতির উপর। ক্ষমতার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর
রাজনৈতিক ক্রিয়াকলাপের পরিবর্তন, স্থায়িত্ব ও রাজনৈতিক বিরোধ ও নিষ্পত্তিকরণ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো
নির্ভরশীল। রাজনৈতিক আনুগত্য হল রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আনুগত্যের বন্ধন। আইনের মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রকাশ ঘটে।
আইন হচ্ছে কর্তৃত্ব ও আনুগত্যের বন্ধন। রাষ্ট্র সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হিসেবে নাগরিকদের উপর কর্তৃত্ব আরোপ
করে। রাষ্ট্রীয় আইন ও আদেশ নিষেধকে যথাযথভাবে পালন করার নাম রাজনৈতিক আনুগত্য। সাধারণ অর্থে ক্ষমতা হল শক্তি বা প্রভাব। এটা এমন এক দক্ষতা যার সাহায্যে একজন মানুষ অন্য মানুষের আচরণ
নিয়ন্ত্রণ করতে পারে। এ শক্তি বা দক্ষতার সাহায্যে রাষ্ট্র ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তাকে কাজে বাধ্য করতে পারে।
আলফ্রেড ডি গ্রেজিয়া ক্ষমতার সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। তাঁর মতে, ‘‘ ক্ষমতা হল মানুষের আচরণকে প্রভাবিত
করার জন্য সিদ্ধান্তগ্রহণের সামর্থ’’।হ্যারল্ড ল্যাসওয়েল ও আব্রাহাম ক্যাপলান বলেন, ‘‘ সিদ্ধান্তগ্রহণে অংশ নেবার অর্থ হচ্ছে ক্ষমতা।
রাজনৈতিক ক্ষমতা বলতে সাধারণত রাষ্ট্রীয় পর্যায়ে
নীতি নির্ধারণে অংশগ্রহণকে বুঝায়। রবার্ট ডাল উল্লেখ করেন যে, রাষ্ট্র চরম ক্ষমতার উৎস এবং ব্যক্তি রাষ্ট্রের সাহায্যে
ক্ষমতা প্রয়োগ করতে পারে। বল প্রয়োগকে তিনি ক্ষমতার এক বিশিষ্ট অঙ্গ বলে বর্ণনা করেছেন।
অ্যালান বল উল্লেখ করেন যে, বেশির ভাগ ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক অনুমোদনের মিলনে রাজনৈতিক ক্ষমতার
প্রয়োগ হয়ে থাকে। যেমন কোন রাজনৈতিক নেতা সম্পদ ও সম্মানের প্রলোভনে সাধারণ মানুষকে তাঁর মতের সপক্ষে
নিয়ে আসতে পারেন। অপরদিকে তার স্বার্থেই বিরোধী ভিন্ন মতাবলম্বীদের অত্যাচার বা শাস্তির ভয় দেখাতে পারেন।
আমরা প্রথম পন্থাটিকে ইতিবাচক এবং দ্বিতীয় পন্থাটিকে নেতিবাচক বলতে পারি। একজন মানুষের ব্যক্তিত্ব ও যোগ্যতার
উপর ক্ষমতার প্রয়োগ ও বাস্তবায়ন অনেকাংশে নির্ভরশীল। রাজনৈতিক ক্ষমতাকে তিনি এক বিশেষ সম্পর্ক হিসেবে
অভিহিত করেছেন। তবে এই সম্পর্ক সব সময় স্পষ্টভাবে প্রকাশ পায় না। তুলনামূলক বিচারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের
ক্ষমতা, অন্যকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষমতার চেয়ে কম বা বেশি হতে পারে। যেমন বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের
সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ। আইন প্রণয়ন এবং অর্থসংক্রান্তব্যাপারে সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতা
তুলনামূলকভাবে অন্যান্য দেশের আইনসভার দ্বিতীয় কক্ষের তুলনায় অনেক বেশি।
রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্রীয় ক্ষমতার মূল ভিত্তি। সার্বভৌমত্বকে কেন্দ্র করে রাষ্ট্র ক্ষমতাবান ও শক্তিশালী হয়ে উঠে। রাষ্ট্রের
বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্তগ্রহণে সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করা হয়। মর্গানথু, হ্যারল্ড ল্যাসওয়েল, জর্জ ক্যাটলিন, চার্লস
মেরিয়াম প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ এভাবে ক্ষমতার ব্যাখ্যা করেছেন।
ক্ষমতা পরিমাপের পন্থা
রবার্ট গ্রন্থে ক্ষমতার পরিমাপ ও অনুসন্ধানের যে আলোচনা করেছেন তা নি¤œরূপ:
 প্রথমত: কোন ব্যক্তির ক্ষমতা সরকারী বা আধাসরকারী কাঠামোতে তার পদমর্যাদার উপর নির্ভরশীল।
 দ্বিতীয়ত: সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতার সম্পর্ক নির্ধারণ করা যায়। যে ব্যক্তি
সিদ্ধান্তগ্রহণে বেশী অংশগ্রহণ করেছে সে বেশী প্রভাবশালী।
 তৃতীয়ত: সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণকারীদের কার্যকলাপ বিশ্লেষণ করে ক্ষমতার পরিমাণ নির্ধারণ করা যায়।
 চতুর্থত: পরিস্থিতির উপর পর্যবেক্ষকদের প্রদত্ত তথ্যগুলো বিচার-বিশ্লেষণ করে ক্ষমতার পরিমাণ সম্পর্কে সিদ্ধান্ত নেয়া যায়।
ক্ষমতার প্রকৃতি
ক্ষমতা হল মানুষের পারস্পরিক ক্রিয়ার ফল। ক্ষমতা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন
রূপ ধারণ করতে পারে। ক্ষমতা কখনো সমভাবে বন্টিত হয় না। কারণ ক্ষমতাকে সকলেই সমানভাবে নিয়ন্ত্রণ বা অর্জন
করতে পারে না। ক্ষমতা স্তর বিন্যাসের উপর নির্ভরশীল।
ক্ষমতাকে এলিট তত্তে¡র আলোকে বিশ্লেষণ করা যায়। উচ্চপদে অধিষ্ঠিত ক্ষমতা সম্পন্ন মুষ্টিমেয় ব্যক্তিবর্গই হচ্ছে এলিট।
সাধারণ জনগণ হচ্ছে ক্ষমতাহীন অসংখ্য ব্যক্তি। উচ্চ মর্যদার এলিট গ্রæপ সকল সমাজে শাসন কার্য পরিচালনা করে।
সি, ডবিøউ মিলস তাঁর গ্রন্থে বলেন, যারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ করে তারাই এলিট।
এটা অবধারিত যে, কিছুসংখ্যক লোকের দ্বারা অধিকাংশ লোক শাসিত হয়। উল্লেখ্য যে, উন্নত সমাজে রাজনৈতিক
এলিটরা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। উন্নয়ণশীল দেশে সামরিক ও বেসামরিক আমলারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে থাকে।
ক্ষমতা এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর হাতে হস্তান্তরিত হয়। এটিই ইতিহাসের নিয়ম।
ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা প্রতিষ্ঠিত করে কোন ব্যক্তি রাষ্ট্রের সাহায্যে
ক্ষমতা প্রয়োগ করতে সচেষ্ট হতে পারে। রাজনৈতিক ক্ষমতা বন্টনের উপর রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব নির্ভর করে।
রাজনৈতিক কর্মকান্ড বিশ্লেষণের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা বিশেষ তাৎপর্যপূর্ণ। কোন সমাজ ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা
কিভাবে বন্টিত হবে তা নির্ভর করে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের উপর। রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতা পরস্পর
নির্ভরশীল। সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক ক্ষমতা সমভাবে বন্টিত হলে রাজনৈতিক ক্ষমতাও অনুরূপভাবে বন্টিত হয়ে
থাকে। সমাজে ক্ষমতার অসম বন্টন ব্যবস্থা বিদ্যমান থাকলে নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে।
এর ফলে রাষ্ট্রব্যবস্থায় স্থিতিশীলতার অভাব দেখা দেয়।
সারকথা
ক্ষমতা অনেক ধরনের হয়ে থাকে। যেমন রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বৈপ্লবিক ক্ষমতা, আইনগত ক্ষমতা,
আমলাতান্ত্রিক ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা ইত্যাদি। এগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে রাজনৈতিক ও
অর্থনৈতিক ক্ষমতা। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক
ক্ষমতার গতি ও সীমা নির্ধারণ করে দিতে পারে। রাজনৈতিক ক্ষমতার প্রভাব সমগ্র সমাজের উপর কার্যকরী হয়। এ দিক দিয়ে রাজনৈতিক ক্ষমতা শ্রেষ্ঠতর।
সঠিক উত্তর লিখুন।
১. "চড়বিৎ রং ঃযব ধনরষরঃু ঃড় সধশব ফবপরংরড়ং রহভষঁবহপরহম ঃযব নবযধারড়ঁৎ ড়ভ সবহ."এই বক্তব্যটি কে
দিয়েছেন ?
ক. ক্যাপলান;
খ. ল্যাসওয়েল;
গ. গ্রেজিয়া;
ঘ. রবাট ডাল।
২. পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় পরিষদের নাম কি ?
ক. কংগ্রেস;
খ. সিনেট;
গ. কমন সভা;
ঘ. লর্ড সভা।
৩. 'ডযড় এড়াবৎহং ' গ্রন্থের লেখক কে ?
ক. হ্যারল্ড ল্যাসওয়েল;
খ. রবার্ট ডাল;
গ. মরগানথু;
ঘ. ক্যাটলিন।
৪.‘ যারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ করে তারাই এলিট’এই উক্তিটি কে করেছেন ?
ক. সি, ডবিøউ মিলস্;
খ. গ্রেজিয়া;
গ. চার্লস মেরিয়াম;
ঘ. অ্যালান বল।
সঠিক উত্তর: ১.গ; ২.খ; ৩.খ; ৪.ক ।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১. ক্ষমতার সংজ্ঞা দিন।
২. ক্ষমতা পরিমাপের পন্থা কি ?
৩. এলিট তত্তে¡র আলোকে ক্ষমতার ব্যাখ্যা করুন ।
রচনামূলক প্রশ্ন
১. ক্ষমতার সংজ্ঞা দিন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক আলোচনা করুন।
২. ক্ষমতা রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু -উক্তিটি ব্যাখ্যা করুন।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]