মৃগনাভি কস্তুরি সম্পর্কে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী বক্তব্য হাদীস শরীফে লিপিবদ্ধ আছে?

মৃগনাভি কস্তুরি বা মিসকের ব্যবহার সম্পর্কে ৮টিরও অধিক সহীহ্ হাদীস রয়েছে। প্রথম হাদীসটি বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি বেহেশতে পাথরের মালা (অলংকার) এবং মিসকের ন্যায় মাটি দেখেছি।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৩৮০
দ্বিতীয় হাদীসটি বর্ণনা করেন মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, “আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুগন্ধি লাগাতেন?” তিনি বললেন, “নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য উপযোগী সুগন্ধি হিসেবে মিস্ক ও আম্বর ব্যবহার করতেন।” (আন-নাসাঈ) ৩৮১
তৃতীয় হাদীসটি বর্ণনা করেন হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যাকে আল্লাহর রাস্তায় যখম করা হয়েছে কিয়ামতের দিন সে যখমী অবস্থায় আসবে। আর রক্তের বর্ণ হবে লাল এবং ঘ্রাণ হবে মিসকের ।” (সহীহ মুসলিম) ৩৮২
"The smell of the blood of the martyr would be like musk on the Day of Judgement." (Sahih Muslim) 382
চতুর্থ হাদীসটিও বর্ণনা করেন হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু । তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয়, সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এমন অবস্থায় আসবে যে তার আহত স্থান থেকে রক্ত ঝড়ে পরতে থাকবে। এবং (সে রক্তের) রং হবে লাল টকটকে এবং গন্ধ হবে কস্তুরির (মিসক) ন্যায় সুগন্ধিময়।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৩৮৩ "Whoever gets injury for the cause of Allah his blood would smell like musk." (Sahih Al Bukhari and Muslim) 383
পঞ্চম হাদীসটি বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের তুলনায় বেশি সুঘ্রাণময় কোনো আম্বর, মিস্ক বা অন্য কোনো বস্তু আমি দেখিনি এবং তাঁর দেহের কমনীয়তা থেকে অধিক স্নিগ্ধ ও কোমল কোনো রেশম বা মোলায়েম কাপড় আমি কখনো স্পর্শ করিনি।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৩৮৪
"The smell of the Prophet's (SAWS) body was better than amber and musk. " (Sahih Al Bukhari and Muslim) 384
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পথ বা গলি দিয়ে যেতেন তখন সমস্ত রাস্তায় সুগন্ধি ছড়িয়ে যেতো। ঐ সুগন্ধির কারণে যাতায়াতকারী যে কেউ বুঝতে পারতো যে একটু আগেই রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাস্তা দিয়ে গমন করেছেন।” (মুসনাদে আবি ইয়ালা আল মাওছিলী) ৩৮৫ হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা থেকে মুসলিম শরীফে এ বিষয়ে একটি হাদীস বর্ণিত হয়েছে যে, “একবার নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর সময় তাঁর পবিত্র শরীর থেকে ঘাম ঝরছিলো । তখন তিনি ঐ ঘাম একটি ছোট বোতলে জমা করতে শুরু করলেন । নিদ্রাভঙ্গের পর নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, একি করছো? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, এ ঘাম আমি আমার খুশবুর সাথে মিশাবো। কারণ এ ঘাম সর্বাপেক্ষা খুশবুযুক্ত।”(সহীহ আল বুখারী ও মুসলিম) ৩৮৬
আবূ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যেনো বরফ হতেও অধিক শীতল এবং মিস্ক হতেও বেশি সুঘ্রাণযুক্ত।” (সহীহ আল বুখারী) ৩৮৭
মিসক সম্পর্কে ৬ষ্ঠ হাদীসটি বর্ণনা করেছেন হযরত আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, "রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাঈল গোত্রের এক মহিলা একটি সোনার আংটি বানালো এবং তাতে কস্তুরি-আম্বর ভরে দিলো । নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিস্ক হলো সর্বশ্রেষ্ঠ সুগন্ধি ।” (সহীহ মুসলিম ও আন-নাসাঈ) ৩৮৮
"The best type of perfume is musk. " (Sahih Muslim and An-Nasai ) 388
সপ্তম হাদীসটি বর্ণনা করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, “কুরবানীর দিনে, কা'বাঘরের চারদিকে তাওয়াফ শুরু করার পূর্বে ও ইহরাম পরিধান করার আগে ও ইহরাম খোলার সময় আমি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (মিসকের সাহায্যে) সুগন্ধিযুক্ত করতাম।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৩৮৯
অষ্টম হাদীসটিও বর্ণনা করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, "আমি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ও ইহরামের পোশাকে সহজলভ্য ও সর্বাপেক্ষা উত্তম খুশবু (মিসক) লাগাতাম।" (সহীহ আল বুখারী) ৩৯০
"I used to apply the best available perfume (musk-based) on the body and ihram dress of the Prophet (SAWS)." (Sahih Al Bukhari) 390
হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "পুরুষের সুগন্ধি হলো যার গন্ধ স্পষ্ট, কিন্তু রং চাপা আর মহিলাদের সুগন্ধি হলো যার রং স্পষ্ট কিন্তু গন্ধ চাপা ।" (আত-তিরমিযী ও আন-নাসাঈ) ৩৯১
এ হাদীস থেকে এটি প্রমাণিত হয় যে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও পুরুষদের জন্য পৃথক ধরনের সুগন্ধি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তিনি নারীদের সুগন্ধি লাগিয়ে ইশার নামাযের জামায়াতে অংশ গ্রহণ নিষেধ করেছেন। এ বিষয়ে ইমাম আন-নাসাঈ রহমাতুল্লাহি আলাইহি সাতটি হাদীস উদ্ধৃত করেছেন যার প্রথমটি বর্ণনা করেছেন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর বাকীগুলো বর্ণনা করেছেন ইবনে মাসউদের স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু আনহা । ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮ এবং ৩৯৯
হযরত আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোক সমাজে গমন করে যে তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যাভিচারিণী ।” (আন-নাসাঈ) ৪০

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]