113 |
বাংলার পাল বংশের ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর। Pala rule in Bengal |
114 |
ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর।
প্রাচীন যুগের বাংলার পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপালের শাসনকাল |
115 |
ত্রিপক্ষীয় সংঘর্ষে ধর্মপালের কৃতিত্ব আলোচনা কর ।
তিনি কি সমগ্র উত্তর ভারত জয় করেছিলেন?
|
116 |
, প্রাচীন যুগের পাল বংশের অন্যতম শাসক দেনপালের কৃতিত্ব পর্যালোচনা কর। উত্তরা |
117 |
পাল রাজাগণের শাসনামলের বাংলার শিক্ষা ও সংস্কৃতির বিবরণ দাও ।
|
118 |
বাংলার প্রাগৈতিহাসিক সময়কালের/যুগের বিবরণ দাও। পাণ্ডুরাজার ঢিবিতে প্রাপ্ত প্রামাণিক এ যুগকাল সম্পর্কে আলোকপাত কর। |
119 |
দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্র বংশের ইতিহাস বর্ণনা কর।
|
120 |
দক্ষিণ ও দক্ষিণপূর্ব বঙ্গীয় চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্রের সাথে গৌড় দেশ ও কামরূপ দেশের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক
আলোচনা কর। |
121 |
বাংলার গুপ্ত শাসনব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর । অথবা, বাংলায় গুপ্ত শাসনের ইতিহাস আলোচনা কর । |
122 |
বাংলায় গুপ্ত শাসনের উত্থান, বিকাশ ও পতনের ইতিহাস নির্ণয় কর। ,
গুপ্ত শাসনের অধীনে প্রাচীন বাংলার ইতিহাস নির্ণয় কর। |
123 |
প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? |
124 |
বাংলার গুপ্ত শাসন সম্পর্কে আলোচনা কর ।
|
125 |
সমুদ্র গুপ্তের চরিত্র বা রাজ্য বিস্তারের বিবরণ দাও। তাকে কি
ভারতীয় নেপোলিয়ন বলা যায়? |
126 |
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । তাকে
প্রাচীন ভারতের বিক্রমাদিত্য বলা হয় কেন?
|
127 |
শশাঙ্কের কৃতিত্ব মূল্যায়ন কর। তাকে কি বাংলার প্রথম গুরুত্বপূর্ণ
রাজা হিসেবে গণ্য করা যায়?
কালের বিবরণ দাও । |
128 |
মুসলিম বিজয়ের প্রাকালে বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক,
ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা কর ।
। |
129 |
সুলতানি বাংলার ইতিহাসের উৎসসমূহের বিবরণ দাও ।
|
130 |
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি কর্তৃক বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার বিবরণ দাও। বখতিয়ার খলজির সহজ বাংলা বিজয়ের কারণ কি?
কর। |
131 |
বখতিয়ার খলজির উত্থান ও পতনের সংক্ষিপ্ত বিবরণ দাও । |
132 |
স্বাধীন সুলতানের উত্থান ও পতনের কাহিনী বর্ণনা কর।
|
133 |
বাংলার স্বাধীন সুলতান হিসেবে সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহের
কৃতিত্ব বিচার কর ।
হাজী ইলিয়াস শাহকে
'শাহে বাংলা' বলা হয় কেনা
উত্তরঃ |
134 |
সুলতান আলাউদ্দিন হোসেন শাহির কৃতিত্ব মূল্যায়ন কর।
আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ
বলা হয় কেন |
135 |
সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে হোসেন শাহি বংশের অবদান আলোচনা কর।
|
136 |
হোসেন শাহি বংশের উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা হোসেন শাহি যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন? |
137 |
বাংলার বারভূঁইয়া কারা ছিলেন? কিভাবে তাদেরকে দমন করা হয়।
|
138 |
বাংলার বারভূঁইয়া কারা ছিলেন? ইসলাম খান কিভাবে তাদের পদানত
করেন?
|
139 |
মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো বিশ্লেষণ কর।
|
140 |
মুঘল যুগে বাংলার রপ্তানি বাণিজ্যের বিবরণ দাও ।
|
141 |
মুঘল আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বিবরণ দাও ।
|
142 |
বাংলার সুবাদার হিসেবে শায়েস্তা খানের কৃতিত্বসমূহ আলোচনা কর । |
143 |
রাজস্ব সংস্কার উল্লেখপূর্বক বাংলার দেওয়ান বা সুবাদার হিসেবে
মুর্শিদকুলি খানের শাসনামলের কৃতিত্ব আলোচনা কর।
|
144 |
সুবেদার শায়েস্তা খানের আমলে বাংলার আর্থ-সামাজিক অবস্থার
একটি বিবরণ দাও ।
|
145 |
মুর্শিদকুলী খানের রাজস্বব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
|
146 |
পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
|
147 |
নবাব সিরাজ উদ-দৌলার সাথে কোম্পানির বিরোধের কারণ কি ছিল? পলাশীর যুদ্ধ
কি অবশ্যম্ভাবী ছিল?
উত্তরা |
148 |
পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। এ যুদ্ধে সিরাজ উদ-দৌলার পরাজয়ের কারণ কি ছিল? নবাব সিরাজ কি এ যুদ্ধে পরাজয়ের জন্য দায়ী?
|
149 |
“১৭৫৭ সালের ২৩ জুন ভারতবর্ষে মধ্যযুগের অবসান এবং আধুনিক
যুগের সূচনা”- তুমি কি এ মতকে সমর্থন কর?
|
150 |
রাজা রামমোহন রায়ের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাধারা
বিশ্লেষণ কর। তাঁকে বাংলার প্রথম আধুনিক পুরুষ বলা হয় কেন?
|
151 |
হাজী শরীয়তুল্লাহর অবদান বিশেষ উল্লেখপূর্বক ফরায়েজি আন্দোলনের বিবরণ দাও । |
152 |
তিতুমীরের আন্দোলন আলোচনা কর। এই আন্দোলনের প্রকৃতি কি ছিল?
|
153 |
মুসলমান সম্প্রদায়ের জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের অবদান আলোচনা কর ।
|
154 |
ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উন্নয়নে নওয়াব আব্দুল লতিফের ভূমিকার
মূল্যায়ন কর।
|
155 |
সভ্যতা কি? সভ্যতা বিকাশে নদী ও সম্পদের ভূমিকা আলোচনা কর ।
|
156 |
সিন্ধু সভ্যতা কি? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। |
157 |
সিন্ধু সভ্যতা কখন, কোথায় গড়ে উঠেছিল? এ সভ্যতার স্রষ্টা কারা?
সিন্ধু সভ্যতার কাল নির্ণয় কর।
|
158 |
সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার উপর একটি নিবন্ধ লিখ।
|
159 |
সিন্ধু সভ্যতার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থার
বিবরণ দাও ।
|
160 |
অর্থনীতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা ও বিজ্ঞানের ক্ষেত্রে সিন্ধু
সভ্যতার অবদান আলোচনা কর ।
|
161 |
সিন্ধু সভ্যতার পতনের কারণসমূহ লিখ।
|
162 |
প্রাথমিক বৈদিক যুগে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অব বর্ণনা দাও। পরবর্তী বৈদিক যুগে এ সকল ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ করা যায়?
|
163 |
আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা কর।
|
164 |
মুঘলদের আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ
দাও।
|
165 |
পানিপথের প্রথম যুদ্ধের বিবরণ দাও। বাবরের সাফল্যের কারণ বর্ণনা
কর।
|
166 |
ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন
কর।
|
167 |
শেরশাহ কর্তৃক প্রবর্তিত বিভিন্ন সংস্কারের মূল্যায়ন কর ।
শেরশাহ কিভাবে ক্ষমতায় আসেন? |
168 |
কবুলিয়াত ও পাট্টার বিশেষ উল্লেখপূর্বক শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা কর ।
|
169 |
শেরশাহ কর্তৃক প্রবর্তিত বিভিন্ন সংস্কারের মূল্যায়ন কর।
|
170 |
, হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর এবং
হুমায়ুনের ব্যর্থতা ও শেরশাহের সফলতার কারণগুলো বিশ্লেষণ কর।
|
171 |
সম্রাট আকবরের রাজপুত নীতি পর্যালোচনা কর ।
হিন্দুদের প্রতি আকবরের গৃহীত নীতি পর্যালোচনা কর।
|
172 |
সম্রাট আকবরের মনসবদারী প্রথা সম্বন্ধে যা জান লিখ।
|
173 |
সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ।
|
174 |
আকবরের ধর্মনীতির পটভূমি বিবৃত কর এবং দ্বীন-ই-ইলাহীর উপর
মন্তব্য কর ।
|
175 |
সমাট আকবরের রাজ্য বিস্তার নীতি আলোচনা কর।
|
176 |
সম্রাট আকবরের শাসনব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা কর । অথবা, আকবরের বেসামরিক ও রাজস্ব শাসনব্যবস্থার বর্ণনা দাও।
|
177 |
সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল সংক্ষেপে পর্যালোচনাপূর্বক তাঁর উপর
নূরজাহানের প্রভাব উল্লেখ কর।
|
178 |
“শাহজাহানের রাজত্বকাল মুঘল ইতিহাসের স্বর্ণযুগ ছিল।”- ব্যাখ্যা কর ।
|
179 |
শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর। |
180 |
উতরাধিকার প্রশ্নে সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের বর্ণনা দাও।
উত্তর |
181 |
আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা কর। এটা কি মুঘল
সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল? |
182 |
আওরঙ্গজেবের ধর্মনীতি আলোচনা কর ৷
সমালোচনাসহ আওরঙ্গজেবের হিন্দুনীতি বিবৃত কর । |
183 |
“শাহজাহানের রাজত্বকাল মুঘল ইতিহাসের স্বর্ণযুগ ছিল।”- ব্যাখ্যা কর ।
|
184 |
শাহজাহানের পুত্রদের মধ্যে গৃহযুদ্ধের বিবরণ দাও। আওরঙ্গজেবের
সফলতার কারণ নির্ণয় কর।
|
185 |
আওরঙ্গজেবের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর। মুঘল সাম্রাজ্যের
পতনের জন্য তিনি কতখানি দায়ী? আলোচনা কর ।
|
186 |
মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো বিশ্লেষণ কর।
|
187 |
মুঘল আমলে রন্তানি বাণিজ্য |
188 |
মুঘল আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বিবরণ দাও ।
উত্তর |
189 |
মুঘল যুগে বাংলার প্রধান প্রধান শিল্পের বিবরণ দাও ।
|
190 |
মুঘল আমলে ভারতে ইউরোপীয় বণিকদের আগমনের উপর একটি
প্ৰেবন্ধ লিখ।
|
191 |
বক্সারের যুদ্ধের পটগুলি বর্ণনা কর এবং এর তাৎপর্য ব্যাখ্যা কর ।
|
192 |
বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। এ যুদ্ধে মীর
কাশিম ব্যর্থ হয়েছিল কেন?
|
193 |
বক্সারের যুদ্ধের কারণ কি ছিল? এ टक কাসিমের পরাজায়ের
কারণ কি।
|
194 |
বাংলার ইতিহাসে পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ তাৎপর্যময়? ব্যাখ্যা কর।.
|
195 |
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি ব্যাখ্যা কর। এ
দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর ।
|
196 |
১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি হস্তান্তরের ফলে বাংলার অর্থনীতি ও শাসনব্যবস্থার উপর কি প্রভাব পড়েছিল?
|
197 |
১৭৫৭ সাল থেকে ১৭৬৫ সালের মধ্যে কোম্পানি বাংলায় কিভাবে প্রভুত্ব স্থাপন
করেছিল?
|
198 |
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সংস্কারসমূহের বিবরণ দাও । অথবা, ওয়ারেন হেস্টিংসকে কি ভারতে ব্রিটিশ শাসনব্যবস্থার স্থপতি বলা যায়? |
199 |
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের রাজস্ব সংস্কারের বিবরণ দাও। |
200 |
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রশাসনিক সংস্কারগুলোর বিবরণ দাও ।
|
201 |
১৭৬৫-১৭৯৩ সাল পর্যন্ত ভূমি রাজস্ব শাসনের পরীক্ষা-নিরীক্ষা
সম্পর্কে আলোচনা কর।
|
202 |
পঞ্চশালা বন্দোবস্ত কি? পঞ্চশালা বন্দোবস্ত কেন প্রবর্তন করা
হয়েছিল? এর ফলাফল কি
|
203 |
চৈত সিং ও অযোধ্যার বেগমের সাথে দুর্ব্যবহারের জন্য কি ওয়ারেন হেস্টিংসকে
ইম্পিচমেন্ট করা হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তরা |
204 |
চিরস্থায়ী বন্দোবস্তের গুণাগুণ |
205 |
চিরস্থায়ী
চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ও জমিদারদের উপর এর প্রভাব আলোচনা কর ।
|
206 |
১৭৯৩ সালে ব্রিটিশ সরকার কোন উদ্দেশ্যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল? এর
ফলাফল কি হয়েছিল?
|
207 |
চিরস্থায়ী বন্দোবস্তের বিবরণ দাও। বাংলার রায়ত/প্রজাদের উপর এর প্রভাব
আলোচনা কর।
|
208 |
চিরস্থায়ী বন্দোবস্ত কি? বাংলার অর্থনীতি ও সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্ত কি
প্রভাব বিস্তার করেছিল?
|
209 |
চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য আলোচনা কর। |
210 |
কর্নওয়ালিস কোড বলতে কি বুঝ? ইহার প্রশাসনিক বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
|
211 |
সংস্কারক হিসেবে ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের তুলনামূলক আলোচনা কর।
|
212 |
লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা ব্যাখ্যা কর। কিভাবে ইহা কার্যকরী
হয়েছিল?
|
213 |
স্বত্ব বিলোপ নীতি কি? লর্ড ডালহৌসি কর্তৃক অনুসৃত স্বত্ব বিলোপ নীতি ব্যাখ্যা কর ।
|
214 |
লর্ড ডালহৌসির রাজ্যবিস্তার নীতি পর্যালোচনা কর।
|
215 |
লর্ড ডালহৌসি কি প্রকৃতই আধুনিক ভারতের জনক ছিলেন? আলোচনা কর ।
|
216 |
ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসন বিকাশে লর্ড রিপনের অবদান মূল্যায়ন
কর।
|
217 |
লর্ড রিপনের সংস্কারসমূহ আলোচনা কর ।
|
218 |
লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারসমূহ আলোচনা কর ।
|
219 |
লর্ড উইলিয়াম বেন্টিংকের সামাজিক সংস্কার পর্যালোচনা কর।
|
220 |
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
|
221 |
১৮৫৭ সালের মহাবিদ্রোহের পটভূমি ব্যাখ্যা কর। এটাকে কি আতীয় অভ্যুত্থান -
জাতীয় আন্দোলন বলা হয়?
|
222 |
১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি ব্যাখ্যা কর। এ বিদ্রোহ ব্যর্থ হয় কেন?
|
223 |
ভারতীয় জাতীয়তাবাদের ক্রমবিকাশে সিপাহি বিদ্রোহের প্রভাব আলোচনা কর।
|
224 |
ঊনবিংশ
শতকে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক দলগুলোর
উৎপত্তির বিকাশ আলোচনা কর।
|
225 |
১৮৮৫ সালের কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং ১৮৮৫ সাল হতে ১৯০৫ সাল
পর্যন্ত কংগ্রেসের সাফল্য ও সীমাবদ্ধতা ব্যাখ্যা কর ।
উত্তর |
226 |
১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠায় কার অবদান সবচেয়ে বেশি?
প্রাথমিক অবস্থায় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?
|
227 |
১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর। কংগ্রেস কি
হিন্দু সংগঠন?
|
228 |
১৯০৬ সালে কেন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল? এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর। |
229 |
১৯০৬ সালের সিমলা ডেপুটেশনের পটভূমি ব্যাখ্যা কর। সিমলা ডেপুটেশন কি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ছিল?
|
230 |
স্বদেশী আন্দোলন কি? স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব ব্যাখ্যা কর ।
|
231 |
খিলাফত আন্দোলন কি? কারা এ আন্দোলনে নেতৃত্ব দেন ।
আন্দোলন ব্যর্থ হয় কেন
|
232 |
অসহযোগ আন্দোলন কি? অসহযোগ আন্দোলনেরর পটভূমি ব্যাখ্যা কর। কেন এটা
ব্যর্থ হয়
|
233 |
১৯১৯ সালের দ্বৈত শাসনব্যবস্থা বলতে কি বুঝ? দ্বৈত শাসনব্যবস্থার
প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
|
234 |
খিলাফত ও অসহযোগ আন্দোলন কেন সংঘটিত হয়েছিল? এ আন্দোলনের ফলাফল
ব্যাখ্যা কর। কি কারণে এ আন্দোলন ব্যর্থ হয়?
|
235 |
১৯৩৫ সালের ভারত শাসন আইনে ফেডারেল আইনসভার গঠন,
ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা কর।
|
236 |
১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের ক্ষমতা ও
কার্যাবলি ব্যাখ্যা কর।
|
237 |
১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর। এ আইন কি প্রকৃতপক্ষে ভারতবর্ষে দায়িত্বশীল সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল?
|
238 |
১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের ক্ষমতা ও
কার্যাবলি ব্যাখ্যা কর।
|
239 |
১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রধান প্রধান বৈশিষ্ট্য ও ধারাগুলো আলোচনা কর। এ আইন কি প্রকৃতপক্ষে ভারতবর্ষে দায়িত্বশীল সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল?
|
240 |
১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলির বিবরণ দাও ।
|
241 |
১৯১৯ সালের ভারত শাসন আইন ও ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মধ্যে
কোনটি উন্নততর? আলোচনা কর ।
|
242 |
লাহোর প্রস্তাবের পটভূমি ব্যাখ্যা কর। এ প্রস্তাবের মধ্যে কি পাকিস্তান সৃষ্টির বীজ
নিহিত ছিল?
|
243 |
১৯৪৭ সালে ভারত কেন বিভক্ত হয়? এটা কি অপরিহার্য ছিল? অথবা, কি ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত বিভক্ত হয়েছিল? এ বিভক্তি কি অপরিহার্য
ছিল?
|
244 |
পাকিস্তানের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে প্রথম গণপরিষদ কোন সমস্যার সম্মুখীন
হয়েছিল তা আলোচনা কর।
|
245 |
বাংলাদেশে জাতীয়তাবাদী বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য
আলোচনা কর।
|
246 |
“ভাষা আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলনের আবরণে একটি আর্থসামাজিক আন্দোলন"-- উক্তিটি মূল্যায়ন কর।
|
247 |
১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফার উল্লেখ কর এবং “১৯৫৪ সালের সাধারণ নির্বাচন বাংলাদেশ সৃষ্টিতে যথেষ্ট অবদান রেখেছে”- তুমি কি এ উক্তির সাথে একমত?
|
248 |
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের রাজনৈতিক পটভূমি আলোচনা কর এবং কেন এই নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়?
|
249 |
১৯৫৪ সালের নির্বাচনের প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা কর।
|
250 |
ছয় দফা আন্দোলন বলতে কি বুঝ? বাংলাদেশের স্বাধীনতা
আন্দোলনে এ কর্মসূচির প্রভাব মূল্যায়ন কর।
|
251 |
বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছয় দফার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা উচ্চ শ্রেণীর লোকদের কর্মসূচি হওয়া সত্ত্বেও কেন পূর্ব বাংলার সর্বশ্রেণীর সমর্থন লাভ করেছিল?
|
252 |
ছয় দফা আন্দোলনের দাবিগুলো আলোচনা কর। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে
ছয় দফার গুরুত্ব আলোচনা কর ।
|
253 |
পাকিস্তান কি প্রকৃতপক্ষে গণতান্ত্রিক প্রকৃতির ছিল? আলোচনা কর। |
254 |
পশ্চিম পাকিস্তানি শাসকচক্র পূর্ব বাংলাকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি
কৌশল অবলম্বন করেছিল? আলোচনা কর।
|
255 |
পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে
যে বৈষম্য ছিল তার বিবরণ দাও।
উত্তর |
256 |
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট আলোচনা কর। এ গণ-অভ্যুত্থানের ফলাফল আলোচনা কর।
|
257 |
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের ফলাফল |
258 |
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ
পটভূমি বিশ্লেষণ কর।
|
259 |
, বাংলার সমাজ কাঠামোতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রভাব আলোচনা কর।
|
260 |
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা
কর।
|