আম্বর কী? কোথা থেকে এর উৎপত্তি? এ সুগন্ধি কী কাজে ব্যবহৃত হয়? এ সুগন্ধির উপর নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আছে কি?

আম্বর বা Ambra grasea অথবা কাহরুবা এক প্রকার সুগন্ধি । It is described as the king of perfumes. একে সুগন্ধিসমূহের রাজা বলা হয়। মুসলিম বিজ্ঞানীরা আম্বরকে ওষুধ হিসেবে বর্ণনা করেছেন এবং এর উন্নয়নে বেশ গবেষণা করেছেন। আম্বরের আরবি নাম আনবার বা ইনকাতারান। হিন্দি ও উর্দু নাম আম্বর। ইউনানি নাম হচ্ছে আম্বর আসহাব। ইংরেজি নাম হচ্ছে Ambergris. It is obtained from the sperm-whale. In fact it is the pathological product of the stomach and intestines of sperm whale. It is a fatty odourous substance and black in colour.
তবে আম্বর উৎপন্নের জন্য animal source ছাড়া botanical source-ও রয়েছে। Botanical source টি হচ্ছে, Pinus succinifera Cornw. এটি Pinaceae গোত্রের অন্তর্ভুক্ত।
এ হাদীসটি দ্বারা আম্বর বা Ambergris-এর দিকেই ইংগিত করা হয়েছে। কারণ আম্বরে সুগন্ধি ও সৌরভ আছে কিন্তু রং নেই। দেখতে ধূসর বা কালো রংয়ের মতো। আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন,
তিমি মাছের অস্ত্র থেকে আহরিত বর্তমান মোমতুল্য পদার্থবিশেষ
(Raw ambergris from sperm whale)
“আমরা জাইশুল খাবতের যুদ্ধে ছিলাম। আমাদের সেনাপতি ছিলেন আবূ উবায়দাহ। আমরা ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়লাম। সমুদ্র একটা মরা তিমি জাতীয় মাছ উপকূলে নিক্ষেপ করলো। এই ধরনের মাছ আমরা (ইতোপূর্বে) দেখিনি। এই মাছকে আম্বর বলা হয় (এ মাছ থেকে আম্বর সংগৃহীত হয়)। আমরা পনের দিন পর্যন্ত মাছটি খেলাম। আবূ উবায়দাহ তার হাড়গুলোর মধ্য থেকে একটি হাড় তুলে ধরলেন। তার নিচ দিয়ে সওয়ার চলে গেলো। আবার আবূ যুবাইর জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে আমাকে একথা জানিয়েছেন যে তিনি জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন যে আবূ উবায়দাহ বললেন, খাও। এরপর আমরা মদীনায় ফিরে এসে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একথা বললাম। তিনি বললেন, এটি রিযিক। এটি আল্লাহ পাঠিয়েছেন। (আর) তোমাদের সাথে যদি এর কিছু (অংশ) থাকে, তাহলে আমাকেও এর স্বাদ গ্রহণ করতে দাও। তাদের কেউ তার কিছুটা এনে দিলে তিনি তা খেলেন।” (সহীহ আল বুখারী, মুসলিম ও আবূ দাউদ) ৪০১
বস্তুত আম্বর খুবই মূল্যবান বস্তু যা সুগন্ধিশিল্পে ব্যবহৃত হয়। It is a very expensive perfume. মৃগনাভী বা কস্তুরির পরেই এর স্থান। বাজারে বেশ কয়েক রঙের আম্বর থাকলেও ধূসর বা কালো রঙের আম্বরই উৎকৃষ্ট ও জনপ্রিয় । স্বর্ণের মতো আম্বর নষ্ট হয়না বা ক্ষয়প্রাপ্ত হয়না ।
হাফিয ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্বর মানুষের হৃদযন্ত্র ও মস্তিষ্কের আবেগ- অনুভূতি এবং দেহের অন্যান্য অঙ্গকে শক্তিশালী করে। অপরদিকে আল্লামা আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আম্বর মানুষের heart, brain এবং স্নায়ুকেন্দ্রকে সুরক্ষিত করে এবং ইন্দ্রিয়কে শাণিত ও সচেতন করে।
ঘর দুয়ার সুগন্ধময় করার জন্য হযরত নাফে রাদিয়াল্লাহু আনহু একটি রিওয়ায়াত করছেন। তিনি বলেন, “ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর একটি অভ্যাস ছিলো যে তিনি যখন কোনো সুগন্ধি জ্বালাতেন তখন অন্য কোনো সুগন্ধি না মিশিয়ে শুধু আগর জ্বালাতেন। অবশ্য কখনো কখনো আগরের সাথে কিছু কর্পূর
ঢেলে দিতেন আর বলতেন, রসূল পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সুগন্ধি জ্বালিয়ে সুঘ্রাণ উপভোগ করতেন।" (সহীহ আল বুখারী) ৪০২
হাফিয ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বলেন, সকল প্রকার সুগন্ধিকে মিকের সাথে তুলনা করে তার মান নির্ণয় করা হয়। অর্থাৎ সুগন্ধিকে standardise করা হয়। কিন্তু মিস্ককে কারো সাথে তুলনা করা হয় না। বর্ণিত আছে যে বেহেশতে পাহাড়-পর্বত-বালি সবই মিস্কের তৈরি ।
অপরদিকে আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মিস্ক যদি কোনো পানীয়ের সাথে মিশিয়ে গ্রহণ করা হয়, তবে সেটি দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে শক্তিশালী করে। Fainting attack and palpitation এর চিকিৎসায় মিস্ক বেশ কার্যকরী। তিনি বলেন, ওষুধে মিকের ব্যবহার হালাল বা বৈধ। হাফিজ ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বলেন, মিস্ক হৃদয়ে প্রশান্তি ও আনন্দ আনে এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে শক্তিশালী করে। এটি প্রবীণ লোকদের জন্য বেশ উপকারী এবং সাধারণ দুর্বলতায় কার্যকরী একটি ওষুধ। তবে মিকের চেয়ে উৎকৃষ্টতম সুগন্ধি বা ঘ্রাণ হচ্ছে রোযাদারের মুখের সুঘ্রাণ। হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রোযাদারের মুখের ঘ্রাণ আল্লাহ্ তা'য়ালার নিকট মিস্ক সুগন্ধির তুলনায়ও অধিক সুঘ্রাণপুৰ্ণ ।” (সহীহ আল বুখারী) ।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]