মুহতারাম, প্রথমেই আমি জানতে চাইবো যে পানি সম্পর্কে কুরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা কী ইরশাদ করেছেন?

আল্লাহু সুবহানাহু ওয়াতা'য়ালা পবিত্র কুরআনে তিন ধরনের পানির কথা উল্লেখ করেছেন । এক,
যা আকাশ থেকে বর্ষিত হয়, যাকে আমরা বলি বৃষ্টির পানি। দুই, যা ভূপৃষ্ঠ থেকে বের হয়, যেমন ঝরণার পানি । আর তৃতীয়টি হচ্ছে সমুদ্র বা নদ-নদীর পানি ।
তবে পানি সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনাটি এসেছে সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে ।
وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيَ
“আমরা প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি।" (আম্বিয়া ২১:৩০ )
অর্থাৎ "And We have made every living thing from water." (Al-Anbiya [21:30)
In fact this statement of the Holy Quran is an established scientific fact এ আয়াত আমাদের বলে যে মানুষসহ সকল জীবজন্তুকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন। সূরা ফুরকানের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا ل
“তিনিই মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে।” (ফুরকান ২৫:৫৪ )
বৃষ্টির পানি সম্পর্কে আল্লাহ পাক বলেন,
) وَنَزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبْرَكًا فَأَنْبَتْنَا بِهِ جَتْتٍ وَ حَبَّ الْحَصِيدِ .
“আকাশ থেকে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্যরাজি।” (কৃষ্ণ ৫০:৯)
সূরা কুফ-এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন,
وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذلِكَ الْخُرُوجُ
“বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে; এইভাবে পুনরুত্থান ঘটবে।” (কৃষ্ণ ৫০:১১)
পঞ্চম বর্ণনাটি হচ্ছে সূরা হা-মীম আস-সাজদায় । আল্লাহ সুবাহানাহু ওয়াতা'য়ালা বলেন,
وَ مِنْ أَيْتِةَ أَنَّكَ تَرَى الْأَرْضَ خَاشِعَةً فَإِذَا اَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ إِنَّ الَّذِي
أَحْيَاهَا لَمُحْيِ الْمَوْقُ اِنَّةَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
“আর তাঁর একটি নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক, ঊষর। অতঃপর আমি তাতে বৃষ্টি বর্ষণ করলে তা আন্দোলিত ও স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন, তিনিই মৃতের জীবন দানকারী । নিশ্চয়ই তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।” (হা-মীম আস-সাজদাহ ৪১:৩৯ )
৬ষ্ঠ বর্ণনাটি এসেছে সূরা জাছিয়ার ৩ থেকে ৫ নম্বর আয়াতে ।
إِنَّ فِي السَّمَوتِ وَالْأَرْضِ لَأَيْتٍ لِلْمُؤْمِنِينَ وَفِي خَلْقِكُمْ وَ مَا يَبْثُ مِنْ دَابَّةٍ أَيتُ لِقَوْمٍ يُوقِنُونَ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَ مَا أَنْزَلَ اللهُ مِنَ السَّمَاءِ مِنْ رِزْقٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيفِ الرِيحِ أَيتُ لِقَوْمٍ يَعْقِلُونَ
“নিশ্চয়ই আকাশমণ্ডলি ও পৃথিবীতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। তোমাদের সৃজনে ও জীবজন্তুর বিস্তারে নিদর্শন রয়েছে দৃঢ় বিশ্বাসীদের জন্য। রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ থেকে যে বারি বর্ষণ করেন, তদ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।” (জাছিয়াহ ৪৫:3-5 )
সূরা ইবরাহীমের ৩২ নম্বর আয়াতে (১৪:৩২ ) বারি বর্ষণের সাথে জীবিকার জন্য ফল-মূল উৎপাদনের কথা বলা হয়েছে। মূলত এই সবগুলো আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা বৃষ্টির পানি দিয়ে কৃষিকাজ ও ফসল জন্মানোর কথা বলেছেন ।
দ্বিতীয় যে পানির কথা বলা হয়েছে তা হলো ঝরণা বা প্রস্রবণের পানি, যা ভূপৃষ্ঠ থেকে নির্গত হয়ে থাকে । আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা বলেন,
وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا
قَدْ عَلِمَ كُلُّ أُنَاسِ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
“স্মরণ করো, যখন মূসা আলাইহিস সাল্লাম তাঁর সম্প্রদায়ের জন্য পানির প্রার্থনা করলো, আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা হতে ১২টি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান চিনে নিলো। বললাম, আল্লাহ প্রদত্ত জীবিকা হতে তোমরা পানাহার করো এবং পৃথিবীতে দুষ্কৃতকারীরূপে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়িওনা।” (আল বাকারাহ ২:৬০)
তৃতীয় প্রকারের পানি হচ্ছে নদ-নদী ও সমুদ্রের পানি। এই সমুদ্রের পানি আবার দুই প্রকার, মিষ্টি পানি ও লবণাক্ত পানি । নদী, প্রস্রবণ, নলকূপের পানি ও কূপের পানি সাধারণত মিষ্টি, স্বচ্ছ ও সুস্বাদু হয়ে থাকে ।
সমুদ্রের পানি সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন,

وَهُوَ الَّذِي مَرَجَ الْبَحْرَيْنِ هَذَا عَذْبٌ فُرَاتٌ وَ هَذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَ حِجْرًا
“তিনিই দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট ও সুপেয় এবং অপরটি লবণাক্ত ও বিস্বাদ এবং উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান।” (ফুরকান ২৫:৫৩ )
সূরা আর-রাহমানেও আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা একই ধরনের ইরশাদ করেন,
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِينِ ، بَيْنَهُمَا بَرْزَخٌ لا يَبْغِينِ
“তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়, কিন্তু ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা ওরা অতিক্রম করতে পারেনা।” (আর রহমান ৫৫:১৯-২0 )

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]