নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পকমন পানি পান করতেন?

হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পানীয় হচ্ছে ঠাণ্ডা ও মিষ্ট।” (মুসনাদে আহমাদ ও আত-তিরমিযী) ৫৩০
এ হাদীসটি একাধিক রাবী ইবনে উয়াইনা-মা'মার-যুহরী-উরওয়া- আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম যুহরী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ‘কোন্ ধরনের পানীয় উত্তম'? তিনি বলেন, 'ঠাণ্ডা, মিষ্টি শরবত।' (আত-তিরমিযী) ৫৩১
বিভিন্ন সহীহ হাদীস থেকে আমরা জানতে পারি যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র সংগৃহিত পানি এবং পাত্রে বা কলসে সংরক্ষিত পানি উভয়ই পান করতেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদীসে আছে। আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসার সাহাবীর নিকট গেলেন তাঁর সঙ্গে একজন সাহাবীও ছিলেন। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ আনসারকে বললেন, “তোমার নিকট রাতে মশকে সংরক্ষিত (বাসী) পানি আছে কি? নতুবা আমি অন্যত্র গিয়ে পান করবো।” রাবী বলেন, ঐ আনসার ব্যক্তি তার বাগানে পানি সিঞ্চন করছিলেন। তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ! আমার নিকট রাতে রক্ষিত পানি আছে। অনুগ্রহপূর্বক আমার গৃহে চলুন । অতঃপর আনসার ব্যক্তি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীকে গৃহে নিয়ে গেলেন। একটি পাত্রে পানি নিয়ে তাতে বকরীর দুধ দোহন করলেন। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন । তারপর সঙ্গী ব্যক্তিও পান করলেন।” (সহীহ আল বুখারী ও ইবনে মাজাহ) ৫৩২

প্রশ্ন-১৮৩ : বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কী? এ বিষয়ে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী আছে কি?


উত্তর : সত্যি বিস্ময়কর, ভাবতে অবাক লাগে যে, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো
প্রকার ল্যাবরেটরিতে গবেষণা ছাড়াই আমাদের উপদেশ দিলেন যে It is not good to drink water whose colour, odour or taste have changed. অর্থাৎ যে পানির বর্ণ, গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়েছে, তা অপবিত্র। উহা পান করা উচিত নয়।
পানির বিশুদ্ধতা ও ব্যবহার সম্পর্কে আবূ উমামা আল-বাহিলী রাদিয়াল্লাহু আনহু একটি হাদীসে বর্ণনা করেন । তিনি বলেন যে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় পানি পবিত্র, তাকে কোন জিনিস অপবিত্র করে না যতক্ষণ না তার ঘ্রাণ, স্বাদ ও রংয়ে পরিবর্তন আসে।” (ইবনে মাজাহ) ৫৩৩
বস্তুত এই হাদীস থেকেই আমরা বিশুদ্ধ পানির সংজ্ঞা নির্ণয় করতে পারি। অর্থাৎ পানি সর্বদা পবিত্র থাকে। যদি তার গন্ধ, স্বাদ ও রং পরিবর্তন হয় তবে তা আর পবিত্র থাকে না। আধুনিক বিজ্ঞান নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারই প্রতিধ্বনি করেছে মাত্র। আধুনিক বিজ্ঞানের ভাষায় বিশুদ্ধ পানির সংজ্ঞা হচ্ছে, pure water is tasteless, odourless, colourless liquid which does not contain any dissolved or insoluble substances as impurities. অর্থাৎ বিশুদ্ধ পানি হচ্ছে স্বাদ, গন্ধ ও বর্ণহীন স্বচ্ছ তরল পদার্থ, যার ভেতরে দ্রবীভূত কোনো পদার্থ বা অদ্রবণীয় কোনো ময়লা নেই । বিশুদ্ধ পানির pH or acidity (অম্লত্ব) ৭ বা ৭-এর নিকট ।
অধিকন্তু, পানি বিশুদ্ধ কি না তা পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা দিয়েছেন সহজ সুন্দর নিয়ম, উযূর বিধান। উযূ করার সময় পানি হাতে নিয়ে নাক ধৌত করার সময় পানির বর্ণ, গন্ধ, ও স্বচ্ছতা অতি সহজেই পরীক্ষা করা যায়। আর পানির রংয়ের কোনো পরিবর্তন হয়েছে কি না তা খালি চোখেই দেখা যায় ।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]