গরুর দুধ ছাড়া অন্যান্য প্রাণীর দুধ সম্পর্কে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আছে কি? ছাগল বা উটের দুধ সম্পর্কে হাদীস শরীফে কি কোনো বর্ণনা এসেছে?

গরুর দুধ ছাড়া আর দুটো প্রাণীর দুধ আরোগ্যকারী হিসেবে হাদীস শরীফে বর্ণনা এসেছে। এর একটি ছাগল আরেকটি উট। হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “উত্তম সাদকাহ বা দান হচ্ছে অতিশয় দুগ্ধবতী এমন উটনী (She-camel) অথবা অতিশয় দুগ্ধবতী একটি বকরি (She goat) দান করা যা প্রত্যুষে এক পাত্র দুধ আর বিকেলে এক পাত্র দুধ সরবরাহ করে থাকে।” (সহীহ আল বুখারী) ৫৫৭

তিনি আরো বলেন, “তোমরা ছাগলের শ্লেষা মুছে দাও, তার চারণভূমি পরিষ্কার রাখো এবং তোমরা (রাখালরা) তার চারণভূমির পাশে নামায আদায় করো। কেননা, ছাগল জান্নাতের পশুদের অন্তর্ভুক্ত।” (কানযুল উম্মাল) ৫৫৮

ইবনে জহর একটি রিওয়ায়াত পেশ করেন যে ছাগলের দুধ যক্ষ্মা রোগের চিকিৎসায় উপকারী। এটি বার্ধক্য রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ goat milk is beneficial for the treatment of tuberculosis and it can be used as an antidote for retarding the aging process.

বস্তুত নবী ইউনুস আলাইহিস সালামকে যখন তিমিমাছ বালুকাময় নদীর তীরে ফেলে দিলো, তখন তিনি ছিলেন অসুস্থ, ক্লান্ত। মাছের পেটে থাকা অবস্থায় তাঁর গায়ের চামড়া উঠে গিয়েছিল। তিনি আল্লাহর নিকট তখন দু'য়া করেছিলেন তাঁকে সাহায্য করার জন্যে। তখন সেখানে কোনো ডাক্তার বা নার্স ছিলোনা । তাই আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা তাঁর চিকিৎসা ও সুস্থতার দায়িত্ব নিলেন ।

وَاثْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ ﴾

“পরে আমি তার ওপর একটি লাউগাছ উদ্গত করলাম।” (আস-সাফফাত ৩৭:১৪৬)

গাছটির বড় বড় পাতা তাঁকে ছায়াদান করে প্রখর রোদ থেকে রক্ষা করলো। আর সম্ভবত ফল হিসেবে লাউ সরবরাহ করে মহান আল্লাহ তাঁর ক্ষুধা ও তৃষ্ণা উভয়ই নিবারণের ব্যবস্থা করেন। কারণ সেখানে

কোনো খাবার কিংবা পানি ছিলোনা। যা ছিলো, তা লবণাক্ত পানি। লাউয়ে ৯০% পানি থাকে। একই সময় আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা একটি ছাগী পাঠালেন। ইউনুস আলাইহিস সালাম উক্ত ছাগীর দুধপান করে এবং খাদ্য হিসেবে লাউ খেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেন।
তখন তিনি ছাগীটির জন্য দু'য়া করেন যেহেতু এটি তাকে দুধ প্রদান করেছিল। উটের দুধ দ্বারা চিকিৎসা সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, "ড্রপসি রোগে আক্রান্ত কতিপয় অসুস্থ ব্যক্তি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে। তখন তিনি তাদের আল-হেরা এলাকায় পাঠিয়ে দেন নিজের কয়েকটি উটনীসহ। তখন তারা উটের দুধপান করে সুস্থ হয়ে ওঠে ।" (সহীহ আল বুখারী) ৫৫৯

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]