কুন্দুরখুটি ব্যবহার সম্পর্কে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কোনো বক্তব্য আছে কি?

উত্তর : আস্-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি আরো একটি হাদীস বর্ণনা করেছেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের নারী সম্প্রদায় যখন পেটে সন্তান ধারণ করে, তখন তাদের frankincense বা লুবান খাওয়াও, কারণ নিঃসন্দেহে এর ফলে যে শিশুর আগমন ঘটতে যাচ্ছে, সে শক্তিশালী হৃদয় নিয়ে জন্মগ্রহণ করবে। আর যদি শিশুটি কন্যা সন্তান হয়, তাহলে তার গঠন আকৃতি
খুবই সুন্দর হবে এবং তার নিতম্ব প্রশস্ত হবে।” ইমাম আবূ নু’য়াইম ও ইমাম আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহির তিব্বুন নববী গ্রন্থে এর উদ্ধৃতি রয়েছে। ৫৮৮

প্রশ্ন-২০০ : কুন্দুরখুটির ব্যবহার সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।

উত্তর : এতোক্ষণ যে আলোচনা করলাম, তার সারাংশ হচ্ছে, ‘কুন্দুরখুটি' একটি উৎকৃষ্ট হার্বাল ওষুধ হিসেবে বিবেচিত হতে পারে, যা মানুষের স্মৃতিশক্তি লোপ পেলে তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। তাছাড়া urinary troubles-এও এর ব্যবহার চলবে। সম্মানিত দর্শক-শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে বলছি, যেহেতু ভুলে যাওয়া এক প্রকার অসুস্থতা, তাই প্রয়োজনবোধে আপনারা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত ওষুধটি ব্যবহার করুন। আমরা জানি আলঝেইমার্স রোগ হলে মানুষের স্মরণশক্তি কমে যায়। Alzheimer's disease is caused due to deficiency of neurotransmitter in the nervous system. কাজেই ঐ রোগের ভাল চিকিৎসা হলে স্মরণশক্তি লোপ হ্রাস পাবে। এই স্মরণশক্তি কমে যাওয়াকে ডাক্তারি ভাষায় dementia বলা হয়। সাধারণত
বার্ধক্যজনিত কারণে রক্তনালী সরু হয়ে গেলে রক্ত সঞ্চালন কমে গিয়ে স্মরণশক্তির ওপর প্রভাব ফেলে যাকে আমরা progressive atherosclerotic dementia বলে থাকি। আজকাল এ রোগের চিকিৎসায় তেমন কোনো কার্যকরী allopathic ওষুধ নেই। তাই হার্বাল মেডিসিনের উপর নির্ভর করতে হয়। সময়াভাবে বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়। Pharmaceutical scientists বা ভেষজ বিজ্ঞানীদের অনুরোধ জানাবো আপনারা এ
গাছের water extract নিয়ে pharmacological screening করুন। আমার বিশ্বাস আপনারা bioactive compound isolate করতে সক্ষম হবেন যে (যেসব ) active constituent(s) গুলো loss of memory রোগে কার্যকরী।

প্রশ্ন-২০১: ইমাম মুহতারাম, আপনি গুরুত্বপূর্ণ একটি হার্বাল মেডিসিনের কথা বললেন, যা স্মরণশক্তি হ্রাসের চিকিৎসায় নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন। অনুগ্রহপূর্বক এবার তার পরিচয় সম্পর্কে কিছু বলবেন, যাতে দর্শকবৃন্দ গাছটি খুঁজে পেয়ে এর নিংড়ানো পানি পান করে উপকৃত হতে পারেন ।


উত্তর : Frankincense বা olibanam ঔষধি গাছটির ইংরেজী নাম। বাংলা নাম 'সালাই' বা 'কুন্দুরখুটি'। ইউনানি নাম কুন্দুর । আর আরবি নাম হচ্ছে লুবান, কুন্দুর বা লাবান। এই গাছটির বোটানিক্যাল নাম হচ্ছে Boswellia serrata Roxb, যা Burseraceae প্রজাতির অন্তর্ভুক্ত। গাছটির ব্যাপারে একটি গল্প আছে। কথিত আছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে পৃথিবীতে পাঠানো হয়, তখন তাঁকে সান্ত্বনা দেবার জন্য আল্লাহর পক্ষ থেকে gold (স্বর্ণ), myrrh (গন্ধরাশ) ও frankincense (কুন্দুরখুটি দেয়া হয়। অপরদিকে বাইবেলে Gospel of Mathew (2:11)-এ উল্লেখ আছে যে, Biblical magi যিশুখ্রিস্টকে gold, myrrh ও frankinsence প্রদান করেন ।
গাছটি থেকে arromatic resin পাওয়া যায়। এই গাছটি যুগ যুগ ধরে ওষুধি ও প্রসাধনীর কাজে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এই গাছটি মানুষের দীর্ঘায়ু লাভ ও স্মরণশক্তি হ্রাসের চিকিৎসায় এবং এর ধোঁয়া দুষ্ট আত্মা বা বদনযর তাড়িয়ে দেয়ার কাজে ব্যবহৃত হতো ।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]