ইডিমা বা ড্রপসি অর্থাৎ দেহে পানি আসা রোগের চিকিৎসায় নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবস্থাপত্র দিয়েছিলেন?

সহীহ আল বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত আছে বেশ বড় একটি হাদীস। বর্ণনাকারী হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। হাদীসটির প্রথম অংশ আমি এখানে আলোচনা করবো ।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, “মদীনার আবহাওয়া (উকল ও উরাইনা গোত্রের) কতিপয় লোকের জন্য প্রতিকূল হলে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাঁর উটের রাখালের সাথে বাস করার নির্দেশ দিলেন এবং তারা উটপালের রাখালের সাথে গিয়ে থাকতে লাগলো। তিনি তাদের ঐসব উটের দুধ ও মূত্র ওষুধ হিসেবে সেবন করতে বললেন। তারা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক উটের দুধ ও মূত্র পান করে সুস্থ হয়ে ওঠে।” (সহীহ আল বুখারী, মুসলিম ও আত-তিরমিযী) ৫৯০

হাদীসটি আবূ দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ শরীফেও উদ্ধৃত আছে। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী তাদের রোগটি ছিলো ড্রপসি বা শোথরোগ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি বলেন, “উরায়নার কয়েকজন বেদুঈন লোক নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো। কিন্তু মদীনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তাদের রং হলদে হয়ে গেলো এবং পেট ফুলে গেলো।" (আন-নাসাঈ) ৫৯১
হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিসকা বা শোথরোগগ্রস্ত এক ব্যক্তির চিকিৎসককে তার পেটে সেগাফ বা incision করতে বললেন। তখন জনৈক ব্যক্তি আরয করলেন, ইয়া রসূলাল্লাহ! চিকিৎসা কি কোনো উপকারে আসে? নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি রোগ দিয়েছেন তিনিই প্রতিষেধক বা নিরাময় দিয়েছেন। তিনি যে কোনো উপায়ে রোগ মুক্তি দিয়ে থাকেন।" (যাদুল মা'আদ ও আবূ দাউদ) ৫৯২
হাদীসটি হুবহু উপরোক্ত ভাষ্যে কোনো হাদীসের কিতাবে পাওয়া যায়নি। তবে মুসতাদরাকে হাকীমে নিম্নবর্ণিত ভাষ্যে উল্লেখ আছে যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা রোগ সৃষ্টি করেছেন এবং চিকিৎসা পাঠিয়েছেন।” (মুসতাদরাকে হাকিম) ৫৯৩
ইডিমা বা শোথ রোগ is an accumulation of fluid in the subcutaneous layers. এটা বিভিন্ন প্রকারের হতে পারে। তন্মধ্যে এক প্রকার হলো ইসতিকায়ে ঝাকি। এই ধরনের শোথ রোগীর জন্য operation-এর প্রয়োজন হতে পারে। যাহোক, এই হাদীসের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত রোগের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে সম্যক ধারণা ছিলো । তাছাড়া কোন্ রোগে কী ধরনের চিকিৎসা দেয়া উচিত, সে বিষয়টি তিনি জানতেন ।
প্রশ্ন-২০৪ : উটের দুধ ও মূত্র পান করার যৌক্তিকতা সম্পর্কে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে বলুন। উত্তর : সম্মানিত দর্শক-শ্রোতা! এবার চলুন আলোচনা করি উটের মূত্র পান করার যৌক্তিকতা সম্পর্কে । হযরত সালেহ, আহমদ ইবনে হাম্বল, আব্দুল্লাহ আল আখরাম ও ইব্রাহীম ইবনে আল-হারাহ একটি হাদীস বর্ণনা করেন, “অতীব প্রয়োজনে উটের মূত্র পান করার অনুমতি আছে ।” ৫৯৪
হাদীসটি আল বুখারী উদ্ধৃত করেছেন।
আমরা যে কয়টি হাদীস আলোচনা করলাম সেখান থেকে এটি পরিষ্কার যে, dropsy রোগের চিকিৎসায় অন্যতম ওষুধ হলো উটের মূত্র ও দুধপান করা। এটা hormonal therapy. আর এ therapyই নবী
করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। এছাড়া অন্য উপায়েও এ রোগের চিকিৎসা করা যায়। বর্তমানে এ রোগের চিকিৎসায় বাজারে অনেক কার্যকর ওষুধ পাওয়া যায়।

বিশ্বের সকল মুসলমানই এ ব্যাপারে একমত যে, মানুষ বা অন্য কোনো চতুষ্পদ প্রাণীর মূত্র নাপাক এবং তা পান করা হারাম বা নিষেধ। আর ইসলাম নাপাক, অপবিত্র ও অবৈধ কোনো বস্তুর মাধ্যমে চিকিৎসা পদ্ধতি অনুমোদন করেনা। তবে বিশেষ জরুরি মুহূর্তে যদি হালাল বা বৈধ কোনো ওষুধ না পাওয়া যায় এবং রোগীর অবস্থা সংকটাপন্ন হয়, তখন তা ব্যবহারের অনুমতি আছে। আমাদের এই উপমহাদেশে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজী দেশাই ডায়াবেটিস রোগ থেকে আরোগ্য লাভের জন্য নিয়মিত তার নিজের মূত্র সেবন করতেন। যাহোক, মুসলমানদের জন্য এ ধরনের নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করা নিষিদ্ধ। কারণ diabetes is a controllable disease এবং অনেক বৈধ allopathic এবং herbal medicine আছে, যার মাধ্যমে ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণে রাখা যায়। যাহোক, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, তা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মূত্রের গুণাগুণ সম্পর্কে। আমরা জানি, pregnant mare's urine-এ estrogen নামক hormone পাওয়া গেছে এবং লক্ষ লক্ষ লিটার urine সংগ্রহ করে খুব অল্প পরিমাণে estrogen hormone isolate করা হয়। আজকাল Premarim নামক estrogen product post-menoposal মহিলাদের দেয়া হয়। আমার সামনে এই মুহূর্তে কোনো গবেষণাগারের তথ্য নেই যে, উটের মূত্রে কী কী estrogen জাতীয় পদার্থ আছে। আমরা জানি না what was the actual diagnosis of the disease those people were suffering from. সম্ভবত উরাইনা গোত্রের লোকগুলো male hormonal deficiency diseases-এ ভুগছিল, যার জন্য ঐরূপ hormonal therapy প্রয়োজন ছিলো। আর এ জন্যই নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য উটের দুধ ও মূত্র সেবনের ব্যবস্থাপত্র দিয়েছিলেন এবং এই বিকল্প ওষুধ সেবনে তারা সুস্থ হয়ে ওঠে।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]