উচ্চ রক্তচাপ বা high blood pressure নামক ব্যাধিটি তখনো ছিলো। তখন তিনি কোন্ পদ্ধতিতে উচ্চ রক্তচাপের চিকিৎসা করতেন?

সাধারণ প্রচলিত ওষুধ ছাড়াও নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিকল্প পদ্ধতিতে রোগ নিরাময়ের জন্য নির্দেশ দিয়েছেন। ইংরেজিতে বা আধুনিক ভাষায় তাকে আমরা alternative medicine বলে অভিহিত করে থাকি। অত্যধিক রক্তচাপে শিঙ্গা লাগানো এর মধ্যে অন্যতম। According to the Prophet (SWAS), cupping treatment is a cure for every disease, pain and ailment. এ বিষয়ে বেশ কয়েকটি সহীহ হাদীস রয়েছে।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা যেসব পদ্ধতিতে রোগের চিকিৎসা করছো তন্মধ্যে শিঙ্গা লাগানো এবং কুসতে বাহারী (চন্দন কাঠ) অতি উত্তম ব্যবস্থা।” (সহীহ আল বুখারী) ৫৯৫
কুসতে বাহারী এক প্রকার সাদা বর্ণের কাঠবিশেষ । বাংলায় এটি চন্দন কাঠ নামে অভিহিত। এটি রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। অপরদিকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “তোমাদের চিকিৎসাসমূহের মধ্যে উত্তম চিকিৎসা হচ্ছে শিঙ্গা লাগানো, মধুপন ও আগুন দিয়ে দাগ দেয়ার মধ্যে। তবে আমি আগুন দিয়ে দাগ দেয়া পছন্দ করিনা।" (সহীহ আল বুখারী) ৫৯৬
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন যা সহীহ আল বুখারীতে উদ্ধৃত আছে। ৫৯৭
আব্দুর রহমান ইবনে আবূ নুয়াইম রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন যে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছেন, হযরত জিবরাঈল আলাইহিস সালাম তাকে এ সংবাদ দিয়েছেন যে, মানুষ যেসকল জিনিস দ্বারা চিকিৎসা করে, তন্মধ্যে উত্তম চিকিৎসা হচ্ছে শিঙ্গা লাগানো।” (মুসতাদরাক) ৫৯৮
হযরত আবূ তায়বা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শিঙ্গা লাগিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, 'শিঙ্গা লাগানো ও কুসতে বারী ব্যবহার সবচেয়ে উত্তম চিকিৎসা ব্যবস্থা।' (সহীহ আল বুখারী) ৫৯৯
হযরত নাফে রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমাকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একদা বললেন, হে নাফে ! আমার রক্তের মধ্যে বিশেষ চাপ উত্তেজনা বা স্ফূটন সৃষ্টি হচ্ছে। তাই একজন হাজ্জাম বা শিঙ্গা লাগানেওয়ালাকে ডাকো। সে যেনো যুবক হয়, বৃদ্ধ বা অল্প বয়সী না হয় । অতঃপর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “খালি পেটে শিঙ্গা লাগানো খুবই উত্তম। এতে রোগমুক্তি ও বরকত রয়েছে। এতে জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতি ও মেধাশক্তি প্রখর হয়।” (ইবনে মাজাহ ও মুসতাদরাক) ৬০০
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কোনো ব্যক্তি রক্তমোক্ষণ করাতে চাইলে সে যেন মাসের সতের, উনিশ বা একুশ তারিখকে বেছে নেয়। তোমাদের কারো যেন উচ্চ রক্তচাপ না হয় । কারণ তাতে তার জীবননাশের আশংকা থাকে।” (ইবনে মাজাহ) ৬০১ উচ্চ রক্তচাপের কারণে বর্তমান মানুষ যে হঠাৎ মৃত্যুবরণ করে এ হাদীসটি তার দিকেই ইংগিত করে সতর্কবাণী উচ্চারণ করছে।
পূর্বের আলোচিত হাদীসগুলো ছাড়াও এখানে আমি আরো কয়েকটি সহীহ হাদীস আলোচনায় আনবো যে কখন, কীভাবে কোন্ কোন্ স্থানে শিঙ্গা লাগানো উত্তম । হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মি'রাজের রাতে যখন আমি প্রতিটি ফেরেশতাদের দল অতিক্রম করি, তখন তারা আমাকে বলেন, ‘হে মুহাম্মদ! তোমার জাতিকে শিঙ্গা লাগাতে (রক্তমোক্ষণ করাতে) নির্দেশ দাও।” (ইবনে মাজাহ) ৬০২ জামে তিরমিযী শরীফে উদ্ধৃত হাদীসটি বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু । ৬০৩
ইবনে মাজাহ শরীফে উদ্ধত হাদীসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে হাদীসের ভাষা একই। ৬০৪

হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে যে ব্যথা ছিলো তার জন্য ইহরাম অবস্থায় তিনি শিঙ্গা লাগিয়েছিলেন।” (আন-নাসাঈ) ৬০৫
Cupping on the knees
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উভয় কাঁধের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফোলা অংশে রক্তমোক্ষণ করাতেন (শিঙ্গা লাগাতেন)।” (আবূ দাউদ, আত-তিরমিযী ও ইবনে মাজাহ) ৬০৬
Patient receiving Chinese cupping treatment to shoulder and back হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদীসে আছে যে, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ব্যথার কারণে মাথায় এবং ক্লান্তি ও অবসন্নতার কারণে স্বীয় রানে শিঙ্গা লাগিয়েছিলেন।” (আবূ দাউদ) ৬০৭
ইবনে মাজাহ শরীফে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটির ভাষা নিবরূপ। তিনি বলেন, “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘোড়া থেকে একটি খেজুরগাছের ওপর ছিটকে
পড়ে গেলে তাঁর পা মচকে যায়। ওয়াকী রাদিয়াল্লাহু আনহু বলেন, ব্যথার কারণে তিনি মচকে যাওয়া স্থানে রক্তমোক্ষণ করান।” (ইবনে মাজাহ) ৬০৮

Glass cupping on the arm is done at an acupuncture clinic in Torbay, England হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথার জন্য ইহরাম বাধা অবস্থায় তাঁর মাথায় শিঙ্গা লাগিয়েছিলেন। সে সময় তিনি 'লাহইয়ে জামাল' নামক পানির কূপের নিকট ছিলেন।” (সহীহ আল বুখারী ও আন-নাসাঈ) ৬০৯

হযরত আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু আনহুও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, “মক্কার পথে লাহইয়ে জামাল নামক স্থানে ইহরাম বাঁধা অবস্থায় নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথার মধ্যখানে শিঙ্গা লাগিয়েছিলেন।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৬১০

ইমাম আবূ দাউদ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদীস রিওয়ায়াত করেছেন যে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত স্থানেই শিঙ্গা লাগিয়েছেন। আর মা'মার রহমাতুল্লাহি আলাইহি ভুল করে মাথায় লাগিয়েছিলেন। ফলে তাঁর জ্ঞানশক্তি এতোই লোপ পায় যে তাকে নামাযে সূরা ফাতিহা স্মরণ করিয়ে দিতে হতো।

In Damascus, Syria a good number of experienced and efficient cuppers have been practising the cupping treatment on the head, lower back and areas near waist since long.

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছিলেন।” (সহীহ আল বুখারী) ৬১১

হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “শিঙ্গা লাগানোর ফলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং পিঠ হালকা হয়।” (মুসতাদরাক) ৬১২

ইবনে মাজাহ শরীফে উদ্ধৃত হাদীসের বর্ণনা নিম্নরূপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে

নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রক্তমোক্ষনকারী বান্দা কতই না উত্তম! সে খারাপ বা দূষিত রক্ত বের করে দিয়ে (উপার্জনের মাধ্যমে) পিঠের বোঝা হালকা করে এবং চোখের ময়লা দূর করে। (ইবনে মাজাহ) ৬১৩

অনুরূপভাবে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “শিঙ্গা লাগালে জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতি ও মেধাশক্তি প্রখর হয়।” (মুসতাদরাক) ৬১৪
আছেম রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। “জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 'মুকান্না' নামে এক ব্যক্তিকে সেবা শুশ্রূষা করতে গেলেন। অতঃপর বললেন, তুমি রক্তমোক্ষণ না করানো পর্যন্ত আমি যাবো না। কেননা আমি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এতে রোগের নিরাময় রয়েছে।” (সহীহ আল বুখারী) ৬১৫

আমি যেসব হাদীস আলোচনা করলাম, এগুলো ছাড়াও আরো বেশকিছু হাদীস আমরা হাদীস গ্রন্থসমূহে দেখতে পাই, যার মাধ্যমে আমরা জানতে পারি যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অসুস্থতায় নিজে শিঙ্গা লাগিয়েছেন এবং শিঙ্গা লাগাতে তাঁর সাহাবীদের নির্দেশ দিয়েছেন। Modern science tells us that cupping on the head improves eye function, relieves migraine, prevents strokes and promotes upper sensory functions.

আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মাথায় শিংগা লাগালে চোখের কার্যকারিতা বৃদ্ধি পায়।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]