নিউমোনিয়া রোগের কোনো প্রতিষেধক আছে কি?

হযরত যায়িদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউমোনিয়া রোগের প্রতিষেধক হিসেবে জলপাই ও বান জাফরান বা সালপান (ওয়াস) এর খুব প্রশংসা করতেন।” (আত-তিরমিযী) ৬২৫

ইবনে মাজাহ শরীফে উদ্ধৃত হাদীসের বর্ণনা একটু আলাদা। যায়িদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ফুসফুস আবরক ঝিল্লির প্রদাহে ওয়াস ঘাস, চন্দন কাঠ ও যয়তুন তেল (পিষে একত্রে) মিশিয়ে প্রলেপ দেয়ার ব্যবস্থাপত্রের প্রশংসা করতেন।” (ইবনে মাজাহ) ৬২৬

বান জাফরান বা সালপান হচ্ছে এক প্রকার হলুদ রং, যা ‘ফ্লেমিংগিয়া গ্রাহামিয়ানা' নামক লেগুমিনাস জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়। এটি ইয়েমেনে উৎপন্ন হতো। এর আরবি নাম 'ওয়ারস'। এতে সামান্য সুঘ্রাণ ও তিক্ততা আছে। এটি কাপড় রঞ্জিত করার কাজেও ব্যবহৃত হয়ে থাকে।

যয়তুন (জলপাই) ও যয়তুন থেকে আহরিত তেল (Olive and olive oil)

যাহোক, যয়তুন তেল অনেক উপকারী এবং প্রাচীন ও আধুনিক চিকিৎসকগণ একে অনেক রোগ নিরাময়ের উপাদান হিসেবে নির্বাচন করে থাকেন। এই যয়তুন তেলের মাধ্যমে কী কী রোগের চিকিৎসা করা যায় তা অন্য কোনো পর্বে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা'আল্লাহ ।

সম্মানিত দর্শক-শ্রোতা! উপরে উল্লিখিত হাদীস ও যায়িদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে আমরা জানতে পারি যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউমোনিয়ার চিকিৎসায় কুতে বাহ্ত্রী (গোঠ) ও যয়তুন (জলপাই)-এর তেল ব্যবহারের নির্দেশ দিয়েছেন। রসূল সল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, “তোমরা যয়তুন (জলপাই) ফল খাও এবং এর তেল মালিশ করো । কেননা, এটা বরকতময় ও প্রাচুর্যময় গাছের ফল।” (আত-তিরমিযী) ৬২৭

হাদীসটি বর্ণনা করেন আবূ ঊসাঈদ রাদিয়াল্লাহু আনহু। যায়িদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রেও এ হাদীসটি বর্ণনা করেছেন বলে জানা যায়। (আত-তিরমিযী) ৬২৮

নিউমোনিয়ার চিকিৎসায় যয়তুন তেল অর্থাৎ জলপাইয়ের তেল অনেক উপকারী। একে ত্বক সিক্ত ও সতেজকারী হিসেবে বর্ণনা করেছেন প্রাচীন এবং আধুনিক অনেক চিকিৎসক। উম্মে কায়স বিনতে মিহসান রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা ইণ্ডিয়ান উদ (চন্দন কাঠ, Ud-al-Hindi) ব্যবহার করো। কারণ এতে ৭ ধরনের রোগ নিরাময় রয়েছে, যার মধ্যে pleurisy বা ফুসফুসের বহিরাবরণের প্রদাহ অন্যতম।" (মুসনাদে আহমাদ) ৬২৯ ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহ সম্পর্কিত রোগে মিহসান-কন্যা উম্মে কায়েস রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা অবশ্যই উদে হিন্দী (চন্দন কাঠ) ব্যবহার করবে। কেননা তাতে সাতটি রোগের প্রতিষেধক রয়েছে। তন্মধ্যে একটি হলো ফুসফুস আবরক ঝিল্লির প্রদাহ। অপরদিকে ইবনে সামআনের বর্ণনায় জানা যায়, “কেননা তাতে সাতটি প্রতিষেধক আছে, যার একটি হলো ফুসফুস ঝিল্লির প্রদাহ।” (ইবনে মাজাহ) ৬৩০

That is, it contains seven types of cures. In other words it heals seven complaints, among them one is pleurisy.

তাই আমাদের উচিত এ তিনটি উদ্ভিদের extracts নিয়ে pharmacological screening করা। ফলে আমরা নিউমোনিয়ার রোগের জীবাণুতে উক্ত extract গুলোর জীবাণু নষ্টকারী গুণাগুণ সম্পর্কে জানতে পারবো ।

রক্তক্ষরণ, প্রদাহ ও জখম (Bleeding, inflammation and injury )

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]