প্রদাহ ও যখমের চিকিৎসায় অথবা রক্তপড়া বন্ধে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী উপদেশ দিতেন?

সাহল ইবনে সা'দ আস্-সায়িদী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিলো যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আহতদের চিকিৎসা করাতেন অথবা রক্তক্ষরণ বন্ধ করতেন? তিনি উত্তরে বলেন, “(উহুদের ময়দানে) যখন রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লৌহ শিরস্ত্রাণ চূর্ণ হয়ে গেলো, তাঁর মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গেলো এবং দাঁত ভেঙ্গে গেলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল ভর্তি করে পানি এনে তা ঢালতে লাগলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাঁর মুখমণ্ডলে রক্ত ধুইতে লাগলেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে পানির তুলনায় রক্ত বেশি (অর্থাৎ রক্ত পড়া বন্ধ হচ্ছিলনা) তখন তিনি (খেজুর পাতার) একটি চাটাই-এর কিছু অংশ পোড়ালেন এবং নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতস্থানে

(ছাই) লাগিয়ে দিলেন। ফলে রক্ত বন্ধ হয়ে গেলো।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৬৩১

খেজুরগাছের সবুজ পাতা (Green date plant leaves)

সহীহ আল বুখারীতে আরো একটি হাদীস আছে যা হযরত সাহল ইবনে সা'দ আস-সায়িদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। লোকেরা তাকে জিজ্ঞেস করলো,

চাটাই তৈরির উপযোগী খেজুরপাতা

“নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখমের বা আহত স্থানের চিকিৎসা কী দিয়ে করা হয়েছিল?” তিনি জবাবে বললেন, এ সম্পর্কে আমার চেয়ে অধিক পরিজ্ঞাত আর কোনো ব্যক্তি অবশিষ্ট নেই। অতঃপর তিনি বলতে লাগলেন, হযরত আলী রাদিয়াল্লাহু

আনহু ঢাল ভরে পানি আনছিলেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাঁর চেহারা

হতে রক্ত ধুচ্ছিলেন। তারপর খেজুর পাতার

একটা চাটাই এনে জ্বালিয়ে তার ছাই তাঁর যখমে ভরে দেয়া হলো”। অর্থাৎ ছাই ক্ষতস্থানে লাগিয়ে দেয়া হলে রক্ত পড়া বন্ধ হয় (সহীহ আল বুখারী) ৬৩২

ইবনে মাজাহ শরীফে বর্ণিত হাদীসটির ভাষাও অনুরূপ। (ইবনে মাজাহ) ৬৩৩

এ দুটো হাদীস থেকে আমরা জানতে পারি যে খেজুরপাতার ছাই রক্ত পড়া বন্ধে (রক্ত নিরোধক কার্যকর। কারণ এর মধ্যে রক্তের প্রবাহ বন্ধ করার গুণাবলি রয়েছে। যে সমস্ত chemicals রক্তক্ষরণ বা bleeding বন্ধ করে থাকে, সে সমস্ত পদার্থের antihaemorrhagic principles থাকতে হবে। পোড়া খেজুর গাছের পাতা রক্ত নিরোধক হিসেবে কার্যকর। কারণ এর মধ্যে রক্তের প্রবাহ বন্ধ করার গুণাবলি রয়েছে। ইহা রক্তের প্রবাহ থামাতে সাহায্য করে। ইহা তরল রক্তকে শুকিয়ে দেয় এবং চামড়ার আহত জায়গায় এটা ব্যবহার করলেও জ্বালা-পোড়া খুবই কম থাকে। Burnt leaves of date palm act as a styptic agent. A styptic is an agent that stops the flow of blood. It dries up the liquid blood easily. It has least burning effect on the exposed skin. That is,

it has anti-haemorrhagic principle.

খেজুর গাছের শুকনো পাতার ছাই রক্ত নিরোধক হিসেবে কার্যকর। তাই যদি কারো হাত-পা কেটে গিয়ে রক্তপড়া শুরু হয়, তখন এ ছাই ক্ষতস্থানে লাগালে রক্তপড়া বন্ধ হবে। খেজুর পাতার ছাইয়ের ভেতরে drying property সম্পন্ন উপাদান রয়েছে। আপনারা এই ছাই শুকিয়ে বোতলে রেখে দিন। হঠাৎ করে কোনো শিশু আছাড় খেয়ে পড়ে আহত হলে বা কেটে গেলে হাতের কাছে কোনো ওষুধ না থাকলে এই ছাই ব্যবহার করুন। দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে ।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]