Sciatic pain বা নিতম্বের বেদনা, বাংলায় যাকে আমরা গৃদ্ধশী রোগ বলি। এ রোগের চিকিৎসায় আল্লাহর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবস্থাপত্র দিয়েছেন?

হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, "দুম্বার লেজে নিতম্বের বেদনা রোগের (পাছার বাত রোগের) শিফা রয়েছে। এটাকে দ্রবণ করে অর্থাৎ পিষে বা গুলিয়ে তিনভাগ করবে এবং তা খালি পেটে তিনদিন সেবন করবে।” ৬৩৯ হাদীসটি ইবনে মাজাহ হাদীস গ্রন্থ থেকে নেয়া হয়েছে। অপর হাদীসটিও বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যা মুসতাদরাকে উদ্ধৃত রয়েছে। এখানে হাদীসের বর্ণনার ভাষা একটু ভিন্ন। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যাযাবর রাখালদের পালিত ভেড়ির লেজ (ewe's tail) থেকে প্রাপ্ত চর্বিতে নিতম্বের বেদনা রোগের নিরাময় রয়েছে। চর্বিকে জ্বাল দিয়ে গলিয়ে দ্রবণ সৃষ্টি করে তিনভাগে ভাগ করে পরপর তিনদিন তা খালি পেটে সেবন করবে।” (মুসতাদরাকে হাকিম) ৬৪০ Sciatic pain একটি জটিল রোগ, যা পুরুষ বা মহিলা উভয়েরই হতে পারে। এটাকে Sciatic nerve এর বেদনাও বলা হয়। এ বেদনা এতো তীব্র যে কষ্ট ছাড়া মানুষ সবকিছু ভুলে যায়। সাধারণত এ রোগের বেদনা মেরুদণ্ডের হাড্ডি থেকে আরম্ভ করে রগের মধ্য দিয়ে পায়ের গিট পর্যন্ত নিম্নভাগে অসহনীয় উপায়ে সঞ্চারিত হয়ে থাকে। দুর্বলতা, বার্ধক্য ও অঙ্গ-প্রত্যঙ্গের শুষ্কতা (dryness of body organs ) এ রোগের সাধারণ কারণ। তাছাড়া বার্ধক্যজনিত অথবা আঘাতজনিত কারণে মেরুদন্ডের vertebra prolapse or collapse হয়ে থাকে। It is caused due to PLID (Prolapse Intervertebral Disc). তাই রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস অনুযায়ী দুম্বার চাক্কি এ রোগের উৎকৃষ্ট ওষুধ।
ভেড়ির লেজ (Fat tailed Bedouin sheep)
আল-কাহ্হান ইবনে তারখান বলেন, “সায়াটিক রোগের এ চিকিৎসা বেদুঈন আরবদের জন্য এবং যারা এ রোগে ভোগে, তাদের জন্য উৎকৃষ্ট। যেহেতু বেদুঈনদের ভেড়ার fat tail-এ যে চর্বি আছে, তা thick এবং viscous. তাই এটিকে জ্বাল দিয়ে গলিয়ে তরল পদার্থে রূপান্তরিত করলে তা সহজে নরম হবে।” ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, “রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদীস হিজায ও তার আশপাশের এলাকার লোকজন ও বেদুঈন আরবদের জন্য প্রযোজ্য এবং এটা তাদের জন্য এ রোগের উৎকৃষ্ট ওষুধ। কারণ এ রোগের উত্তম নিরাময়ই হচ্ছে laxative ব্যবহার করা।” (ইবনুল কাইয়িম) ৬৪১ মুসতাদরাকে হাকিম গ্রন্থে আরো কয়েকটি রিওয়ায়াতের উল্লেখ আছে, যেখানে একথা অতিরিক্ত উল্লেখ আছে যে, “চাক্কি অতি বড় বা ছোট না হওয়া উত্তম এবং দুম্বার চাক্কির কথা বলা হয়েছে।”
যাযাবর বেদুঈনদের পালিত ভেড়ির লেজের চর্বি নিতম্বের বেদনার ওষুধ। Fat tailed Bedouin sheep show the fat on their back sides.
মরুভূমির আরবরা তাদের ভেড়ীর স্বাস্থ্যকে wormwood এবং artemisia খাওয়ায়ে সবল ও সতেজ করে থাকে। কারণ এ দুটো ঘাস সায়াটিক বেদনা নিরাময়ে কাজ করে। ইমাম আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি একটি রিওয়ায়াত পেশ করেন। জনৈক ইয়াহুদী সায়াটিক বেদনায় আক্রান্ত হয়ে উটের দুধ ও মাংস নিজের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। সে আরোগ্য লাভ করলে তখন সে তার নিজের ছেলে-মেয়েদের জন্য তা নিষিদ্ধ ঘোষণা করে। (আস-সুয়ূতী) ৬৪২ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নিতম্বের বেদনা রোগের চিকিৎসায় আরবি মাঝারি ধরনের দুম্বার লেজ গলিয়ে তিনদিন সেবন করার চিকিৎসা ব্যবস্থা প্রদান করেছেন। হাদীস বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, “আমি তিনশত জনেরও অধিক লোককে এ চিকিৎসা প্রদান করেছি এবং তারা সবাই এ রোগ থেকে আরোগ্য লাভ করেন।” (মুসতাদরাকে হাকিম ও আবু নুয়াইম) ৬৪৩
এ হাদীসটি আস্-সুয়ূতীর Prophetic medicine গ্রন্থে উল্লেখ আছে। আমি সম্মানিত medical scientistsদের দৃষ্টি আকর্ষণ করছি। দুম্বার লেজে যে fat আছে, তার analgesic activity নির্ণয় করার জন্য pharmacological screening করা উচিত। কিছু ইঁদুর নিয়ে সহজেই এ পরীক্ষা করা যেতে পারে। This can be a M.Phil student's project work in clinical pharmacology, and the finding of this research may be the researcher's original contribution to the development of Prophetic medicine.
এই প্রসঙ্গে পিঠের বেদনা নিরাময়ের জন্য আমি একটি হাদীস বর্ণনা করছি যা মুসনাদে আহমাদ কিতাবে উল্লেখিত আছে। আবূ রিমসা আত-তামিনী রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে নিয়ে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাযির হন। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বেদনা বা ক্ষত ছিলো। তিনি বললেন, “আপনার পিঠের ব্যথা দূর করতে দিন, কারণ আমি একজন চিকিৎসক । তখন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমার বন্ধু, আল্লাহ হচ্ছেন চিকিৎসক।” (মুসনাদে আহমাদ) ৬৪৪
আবূ দাউদ শরীফে যে বর্ণনা এসেছে, তা হচ্ছে আবূ রিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমার পিতা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার পিঠে কী হয়েছে তা আমাকে দেখান । কারণ আমি একজন চিকিৎসক । তখন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিকিৎসক তো আল্লাহই! তুমি বরং রোগীর (আমার) বন্ধু। তিনি আরো বলেন, আসল চিকিৎসক তো তিনিই, যিনি একে সৃষ্টি করেছেন (এটা পাঠিয়েছেন)।” (আবূ দাউদ) ৬৪৫

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]