উকুনের বংশ নির্মূল করতে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী উপদেশ দিয়েছেন?

কা'ব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “একদা আমি ইহরাম বাঁধা অবস্থায় ছিলাম। আমি যখন একটি পাত্রের নিচে আগুন জ্বালাচ্ছিলাম, তখন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি আমাকে বললেন, তোমার মাথার উকুন কি তোমার জন্য সমস্যার সৃষ্টি করছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমার মাথার চুল কামিয়ে ফেলার জন্য একজন নাপিতকে ডাকলেন। পরে আমাকে ইহরাম বাঁধা অবস্থায় চুল কামানোর জন্য একটি প্রাণী 'দম' দিতে নির্দেশ দিলেন।” হাদীসটি সহীহ আল বুখারী, মুসলিম ও মুসনাদে আহমাদে উদ্ধৃত আছে। ৬৫৭
হযরত কা'ব রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদীস বর্ণনা করেন হুদায়বিয়ার সন্ধির সময়, যে হাদীসটি সহীহ আল বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত আছে। তিনি বলেন, “হুদায়বিয়ার সন্ধির সময় আমি যখন একটি পাত্রের নিচে আগুন জ্বালাচ্ছিলাম, তখন মাথা থেকে উকুন পড়ছিল। তখন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকুন কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তোমার মাথার চুল কামিয়ে ফেলো। তারপর তিনদিন রোযা রাখো অথবা ৬ জন গরীব মানুষকে আহার করাও অথবা একটি পশু কুরবানী (দম) দাও।” (সহীহ আল বুখারী ও মুসলিম) ৬৫৮
হযরত কা'ব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু এই উকুন থেকে পরিত্রাণ পাবার জন্য বেশ কতগুলো রিওয়ায়াত পেশ করেছেন এবং সবগুলো হাদীসের ভাষা প্রায় একই। তিনি বলেন, “আমার সম্পর্কে নিম্নোক্ত আয়াত নাযিল হয়েছে, 'তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা তার মাথায় কোনো ব্যাধি দেখা দিবে তার জন্য সে যদি মাথা মুণ্ডন করে ফেলে এবং তার জন্য তাকে ফিদিয়া দিতে হয়, তবে তাকে ফিদিয়া হিসেবে রোযা রাখতে হবে অথবা সদকাহ দিতে হবে কিংবা কুররানী করতে হবে'।" (সহীহ মুসলিম) ৬৫১
কা'ব রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, “আমি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তিনি বললেন, আমার আরও নিকটে এসো। আমি তাঁর নিকটবর্তী হলে তিনি বললেন, পোকাগুলো (উকুনগুলো) কি তোমাকে কষ্ট দিচ্ছে? ইবনে আওন রহমাতুল্লাহি আলাইহি বলেন যে সম্ভবত তিনি বলেছিলেন, হ্যাঁ। কা'ব রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রোযা কিংবা সদকাহ অথবা সহজসাধ্য হলে কুরবানী দ্বারা ফিদিয়া আদায় করতে আদেশ দিলেন।” (সহীহ মুসলিম) ৬৬০
উপরোক্ত দুটো হাদীসের বিষয়বস্তু একত্র করলে আমরা জানতে পারি যে পুরুষের মাথার চুলে অসংখ্য উকুন হলে, তার সর্বোত্তম চিকিৎসা হচ্ছে মাথার চুল কামিয়ে ফেলা। নিয়মিত সাবান ব্যবহার বা অন্য কোনো উপায়ে উকুন দূর করা সম্ভব হলেও আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মাথা shave করার কথা বলেছেন। কারণ shaving the head is the most effective, fastest and best treatment for getting rid of lice. That means, you are removing the root cause of the problem of lice growth.
আমরা জানি চুল সর্বদা অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকলে এবং মাথার চামড়ায় যদি দীর্ঘদিন ময়লা লেগে থাকে, তাহলে উকুন সৃষ্টি হয়। আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিভিন্ন খারাপ পদার্থ (waste materials) সর্বদা শরীর থেকে নির্গত হয়, যা শরীরের বিভিন্ন organ-এ চামড়ার লোমকূপ বা স্পোরস-এর মাধ্যমে নির্গত হয়ে থাকে। মাথার খুলির চামড়ায় যে অসংখ্য spore আছে তার মাধ্যমেও waste materials নির্গত হয়ে থাকে। এসব পদার্থ চুলের আর্দ্রতার কারণে পচে গিয়ে উকুন সৃষ্টি করতে সাহায্য করে। এছাড়া যখন কেউ বিভিন্ন অসুস্থতায় ভোগে তখন নিয়মিত চুল পরিষ্কার রাখা সম্ভব হয়না এবং সর্বদা চুলের যত্ন নেয়াও হয়না। তাই ঐসব চুলে সহজেই উকুন বাসা বাঁধে। যেহেতু মাথা কামানো উকুন দূর করার বা উকুন থেকে নিষ্কৃতিলাভের সর্বোত্তম উপায়, তাই হযরত জাফর
রাদিয়াল্লাহু আনহু-এর ছেলের জন্য নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎকৃষ্ট উপায়টিই বেছে নিয়েছিলেন বা recommend করেছিলেন। আর এভাবেই কারো মাথার উকুনের বংশ নির্মূল করা সম্ভব। মাথার চুল থেকে উকুন দূর করার এ ধরনের prescription বর্তমানে আধুনিক ডাক্তারগণও দিয়ে থাকেন। কারণ সেভিংয়ের পর মাথার চামড়া সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে আসে। ফলে ক্ষতিকর আর্দ্র জাতীয় পদার্থ শুকিয়ে যায়। তখন কোনো ওষুধি গুণাগুণসম্পন্ন তৈল মাথায় লাগিয়ে দেয়া যেতে পারে । যার ফলে উকুন আর কখনো সৃষ্টি হতে পারবেনা। উপরোক্ত তিনটি হাদীসের মধ্যে দুটো হাদীসে আরো একটি বিষয় লক্ষণীয় রয়েছে। তা হচ্ছে, ইহরাম বাঁধা অবস্থায় মাথা কামিয়ে ফেলার বিষয়। এমতাবস্থায় দুম্বা বা অন্য কোনো প্রাণী কুরবানী দেয়া বা ৬ জন মিসকিনকে খাওয়ানো অথবা তিনদিন রোযা রাখা। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ছিলো শুধু ইহরাম বাঁধা অবস্থায় নিষিদ্ধ কাজ করার কাফ্ফারা স্বরূপ। অন্য কোনো সময়ের জন্য হলে হাদীসের প্রথম অংশই শুধু প্রযোজ্য বা যথেষ্ট হতো।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]