হাদীস শরীফে ঘৃতকুমারী সম্পর্কে কী কী বর্ণনা এসেছে? অনুগ্রহপূর্বক ঘৃতকুমারীর পরিচয় সম্পর্কে কিছু বলুন ।

সম্মানিত দর্শক-শ্রোতা-পাঠক! প্রথমেই একটি কথা আপনাদের বলে রাখি, তা হচ্ছে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন চিকিৎসক বা ফার্মাসিস্ট হিসেবে ছিলোনা তবুও তিনি তাঁর সাহাবী বা অনুসারীদের চিকিৎসা সম্পর্কিত বিষয়ে অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। তিনি natural বা herbal medicine ব্যবহার করা পছন্দ করতেন এবং তাঁর চিকিৎসা সম্পর্কিত বর্ণনায় তিনি বিভিন্ন herbs, shrubs ও গাছ-গাছড়ার কথা উল্লেখ করেছেন। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় herb-গুলোর অন্যতম হচ্ছে ঘৃতকুমারী। এর অন্য নাম হচ্ছে ঘৃতকমল বা ঘৃতকাঞ্চন। আরবি নাম মুসার, সিবর বা সাবির। ইউনানি, উর্দু ও ফারসি নামও মুসার। ইংরেজি নাম Aloe বা Aloe vera. বৈজ্ঞানিক নাম Aloe vera Linn. or Aloe barbadensis Mill. এর ফ্যামিলি নাম হচ্ছে Liliaceae. উৎকৃষ্ট ঘৃতকুমারী ইয়েমেনের উপকূল অঞ্চল সোকত্র নামক স্থানে পাওয়া যায় ।

প্রশ্ন-২৩৪ : নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যামানায় এর ব্যবহার কোথায় কীভাবে হয়েছে?

উত্তর : ঘৃতকুমারী সম্পর্কে হাদীসে প্রথম যে বর্ণনা এসেছে, তা প্রসাধনী হিসেবে বা রূপচর্চায় এর ব্যবহার। উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, “হযরত আবূ সালামা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তশরীফ নিয়ে আসেন। ঐ সময় আমার চোখে মুসাব্বর লাগিয়ে রেখেছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটি কী? আমি বললাম, এটি মুসাব্বর। এতে কোনো সুগন্ধি নেই। তিনি বললেন, এটি মুখমণ্ডল উজ্জ্বল করে অথবা এটি চেহারাকে রঞ্জিত করে (It brightens the face)। সুতরাং তুমি এটি দিনে মুছে ফেলবে। তুমি এটি রাতে ব্যবহার করবে। ৭০৫

হাদীসটি মুয়াত্তা ইমাম মালিক ও আবূ দাউদ শরীফে উল্লেখ আছে। এ হাদীস থেকে আমরা বুঝতে পারি যে একজন আদর্শ মুসলিম মহিলা কেমন ধরনের প্রসাধনী ব্যবহার করবে বা কখন করবে, এসবের প্রতি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীক্ষ্ণ নজর ছিলো। তিনি দৃষ্টিকটু ও দুর্গন্ধযুক্ত কোনো প্রসাধনী পছন্দ করতেন না।
হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জনৈক ব্যক্তি যে ইহরাম অবস্থায় ছিলো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার চোখের অসুস্থতার কথা বললো। তখন তিনি তাকে বললেন, “ঘৃতকুমারীর প্রলেপ লাগিয়ে দাও। ” (সহীহ মুসলিম) ৭০৬

That is, cover them with aloes. হাদীসটি সহীহ মুসলিম শরীফ থেকে উদ্ধৃত করা হয়েছে। হাদীসটি হযরত সালাম রাদিয়াল্লাহু আনহুও বর্ণনা করেছেন। অপরদিকে ইমাম আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে “রোগ নিরাময়ের জন্য দু'টি নির্দেশনা বিদ্যমান, একটি হচ্ছে ঘৃতকুমারী আর অন্যটি হচ্ছে গরম লোহা দ্বারা দাগ দেয়ার মাধ্যমে চিকিৎসা।” (আস-সুয়ূতী) ৭০৭

কিন্তু হাদীসটি জামে আত-তিরমিযীতে খুঁজে পাওয়া যায়নি। তবে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত দু'টো হাদীস তিরমিযী শরীফে উদ্ধৃত আছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে উত্তপ্ত লোহা দ্বারা দাগাতে নিষেধ করেছেন। (আত-তিরমিযী) ৭০৮ নুবাইর ইবনে ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে “ওবায়দুল্লাহ ইবনে মা’মার-এর পুত্র উমরের চোখ ফুলে উঠলে তিনি তাতে সুরমা লাগাতে মনস্থ করলেন। কিন্তু আব্বাস ইবনে উসমান রহমাতুল্লাহি আলাইহি তাকে সুরমা লাগাতে নিষেধ করে মুসাব্বর (ঘৃতকুমারী)-এর প্রলেপ দিতে বললেন। তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহি আনহুর সূত্রে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এও রিওয়ায়াত করেছেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন।” (সহীহ মুসলিম) ৭০৯

Aloe vera মিসরীয় মমিতে মৃতদেহকে anoint করতে ব্যবহৃত হতো। ইউনানি চিকিৎসকগণ একে বিরোচক এবং পাকস্থলী ও হার্টের শক্তিবর্ধক বলে থাকেন ।

প্রশ্ন-২৩৫ : বর্তমানে ঘৃতকুমারীর ব্যবহার কোথায় কীভাবে হচ্ছে সে সম্পর্কে একটু আলোকপাত করুন।

উত্তর : নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে ঘৃতকুমারী লাগিয়ে দিনের বেলায় মেয়েদের বাইরে যেতে নিষেধ করেছেন। কারণ এটি চেহারাকে পরিষ্কার ও সজীব করে। সম্ভবত এতে পরপুরুষ আকৃষ্ট হতে পারে। তাই মেয়েদের তিনি এটি দিনে ব্যবহার না করে রাতে ব্যবহার করতে উপদেশ দিয়েছেন। সত্যি কী সুন্দর উপদেশ! ITV তে সম্প্ৰতি একটি বিজ্ঞাপনে বলা হচ্ছে, “আপনার সাজসজ্জা আপনার স্বামীর জন্যই।” যাহোক, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের মর্মার্থের উপর ভিত্তি করেই আজকাল রূপচর্চায় এর ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। ইদানীং বিভিন্ন প্রসাধন সামগ্রী বা Cosmetics-এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমি সেদিন একটি বিজ্ঞাপনে দেখতে পেলাম যে Baby oil-এ aloe vera মেশানো হয়েছে। তাছাড়া face cream-এ এর ব্যবহার হচ্ছে, এই বলে যে এটি aloe vera সমৃদ্ধ একটি face cream. এসব ব্যবস্থা সবই নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের উপর ভিত্তি করে নেয়া হচ্ছে। ইদানীং বিভিন্ন দেশে এলোভেরা জুস এবং জেলও পাওয়া যাচ্ছে। এ জুস সেবনে বিভিন্ন জটিল রোগ থেকে আরোগ্য লাভ করা যায় ।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]