Cress-এর বাংলা, উর্দু ও হিন্দি নাম 'হালিম'। ইউনানি নাম হচ্ছে 'হাব্বুর রাশাদ'। সিরিয়ায় এটি ‘আল-কাক দূনীস' নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Lepidium sativum L. এর আরবি নাম 'আছ- ছাফা'। Persian নাম হচ্ছে 'তুখমে রিশাদ'। এটি এক প্রকার বারোমেসে গাছ যা Brassicaceae গোত্রের অন্তর্ভুক্ত। এর উৎপত্তি মধ্যপ্রাচ্যের হিজায ও নাজদ প্রদেশে। এর ফুলগুলো সাদা।
কায়েস ইবনে রাফি রহমাতুল্লাহি আলাইহি হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে জেনে বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা হালিম ব্যবহার করো। কারণ আল্লাহ এর মধ্যে সকল রোগের নিরাময় রেখেছেন।” (আবূ নুয়াইম) ৭১০
নিম্নোক্ত হাদীস থেকে জানা যায় যে একে ওষুধ হিসেবেও ব্যবহার করা যায়। কায়েস ইবনে রাফে আল- কায়সী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কোন্ দুটো তিক্ত জিনিসে রোগ নিরাময় হয়ে থাকে? তিনি নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেন। তিনি বলেন, এ দুটো জিনিস হচ্ছে ঘৃতকুমারী ও হালিম।” ৭১১
What are the too bitter means of healing aloes and cress? হাদীসটি আবূ নু'য়াইম ও বায়হাকীর সুনানুল কুবরায় উল্লেখ আছে। ইমাম আস সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি তাঁর তিব্বুন নবী কিতাবে হাদীসটি উদ্ধৃত করেছেন। ইমান আবূ দাউদের কিতাবুল মারাসিলে উদ্ধৃত হাদীসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ।
FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)