মেহেদির ওষুধী গুণাগুণ সম্পর্কে কী বর্ণনা এসেছে তা আলোচনা করুন ।

ধন্যবাদ ডা. আজহার। মেহেদি বা হেনার আরবি নাম হচ্ছে হিন্মা বা ফাগিয়া। Persian ও ইউনানি নাম হিনা, মেহেদি। হিন্দি ও উর্দূ নাম মেন্দি বা মেহেদি। বৈজ্ঞানিক নাম Lawsonia inermis. এটি এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি Lythraceae family-এর অন্তর্ভুক্ত ।

নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পাতাকে ওষুধ হিসেবে প্রায়ই ব্যবহার করতেন। যেমন, শরীরে বা পায়ে কাঁটা বা অন্য কিছু বিধলে, ব্যথা পেলে বা কোনো ফোঁড়া হলে, তা পাকানোর জন্য মেহেদি ব্যবহার করতেন।

আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে শুনে বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দুনিয়া ও আখিরাতের সকল সুগন্ধি গাছ-গাছড়ার মধ্যে উত্তম হচ্ছে মেহেদি । " ৭১৪

হাদীসটি বায়হাকীর শুয়াবুল ঈমান হাদীস গ্রন্থে উল্লেখ আছে। ঠিক একই ধরনের আরেকটি হাদীস বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু । তিনি বলেন, “মেহেদি একটি সুগন্ধি গাছ, যা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যধিক প্রিয়।” ৭১৫

ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি হাদীসটি বর্ণনা করেন। Henna was the a herb most beloved to the Messenger (SAWS) of Allah. 715

এ দু'টো হাদীসের সত্যতা ও বিশুদ্ধতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা ও তাঁর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভাল জানেন। হাদীস দুটোর সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি। আস-সুসূতী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে হেনার চেয়ে আর কোনো উদ্ভিদ নেই যা আল্লাহর কাছে অধিকতর প্রিয় । (আস-সুয়ূতী) ৭১৬

প্রশ্ন-২৪৬ : আমাদের দেশে অনেকেই চুলে রং দিয়ে সাদা চুল কালো করে থাকে। এই চুলে রং দেয়া বিষয়ে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য কী?

উত্তর : ধন্যবাদ ডা. আজহার। চুলে রং দেয়া সম্পর্কে বেশ ক'টি হাদীস রয়েছে। হযরত উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “আমি একদা উম্মে সালমাহ রাদিয়াল্লাহু আনহার নিকট গমন করলাম। তিনি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি চুল আনলেন যাতে মেহেদির রং মেশানো ছিলো। (সহীহ আল বুখারী) ৭২৫
অপর একসূত্রে জানা যায় যে ইবনে মাওহাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “উম্মে সালমাহ রাদিয়াল্লাহু আনহা ইবনে মাওহাবকে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকগাছি চুল দেখিয়েছিলেন, যার রং ছিলো লাল।” (সহীহ আল বুখারী) ৭২৬

ঠিক এ ধরনের আরেকটি হাদীস বর্ণনা করেন বাশির ইবনে খাসাসিয়া-এর স্ত্রী জাহযামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, “আমি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির ভিতর থেকে বের হতে দেখলাম। তিনি গোসল সেরে আসছিলেন। তাই তিনি চুল নাড়ছিলেন এবং তাঁর মাথায় মেহেদির রং দেখা যাচ্ছিল।” (আত তিরমিযী) ৭২৭

এ দুটো হাদীসের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে ও দাড়িতে মেহেদি ব্যবহার করতেন। এছাড়া আরো কয়েকটি হাদীস থেকে আমরা জানতে পারি যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে মেহেদি ব্যবহার করতেন।

আবূ দাউদ, আত-তিরিমিযী, ইবনে মাজাহ ও আন-নাসাঈ হাদীস গ্রন্থসমূহে উল্লেখ আছে যে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “মেহেদি ও কাতাম রংয়ের সাহায্যে সাদা বা পাকা চুলের রং পরিবর্তন করা উৎকৃষ্ট।” ৭২৮

অর্থাৎ মেহেদী ও কাতাম, এ দুই রংয়ের সংমিশ্রণে যে রং তৈরি হয় তার সাহায্যে। হাদীসটির বর্ণনাকারী হলেন রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবূ যার রাদিয়াল্লাহু আনহু। হাদীস শরীফের ইংরেজি অনুবাদটি এভাবে এসেছে, "Henna and indigo (katam) are the best of what you can use to change the grey (white) colour of your hair." (Abu Dawud, At- Tirmizi, Ibn Majah and An-Nasai) 728

হাদীসটির গুরুত্বের কথা বিবেচনা করে আগের পর্বেই তা আলোচনা করেছি।

এ বিষয়ে ইমাম আন-নাসাঈ রহমাতুল্লাহি আলাইহি আরো কয়েকজন হাদীস বর্ণনাকারীর হাদীস তার বিখ্যাত হাদীস গ্রন্থ সুনানে আন-নাসাঈ শরীফে লিপিবদ্ধ করেছেন। কাতাম কালো রংয়ের মতো রস নিঃসারী এক প্রকার ঘাস, যেটা খয়েরী রংয়ের মতো হয়ে থাকে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলেছেন, “যদি তুমি মহিলা হতে তাহলে অন্তত তুমি তোমার নখে (nail) মেহেদির রং লাগাতে।” (আবূ দাউদ ও আন-নাসাঈ) ৭২৯

এ হাদীসটি সহীহ মুসলিম শরীফে উল্লেখ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার চুলে মেহেদির খিযাব ছিলো। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “বাহ, কি সুন্দর”! এরপর অন্য এক ব্যক্তি, যিনি তার চুলে মেহেদি ও কাতাম রং একত্রে লাগিয়েছিলেন, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, “এটি বরং আরো অধিক সুন্দর।” অতঃপর অপর এক ব্যক্তি হলুদ রংয়ের খেযাব ব্যবহার করে তাঁর সামনে দিয়ে গেলে তিনি বললেন, “এটি সবগুলোর চেয়ে উত্তম।” (আবূ দাউদ ও ইবনে মাজাহ) ৭৩০

হাদীসটি আবূ দাউদ ও ইবনে মাজাহ শরীফে উল্লেখ আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, “রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জাফরান রং ব্যবহার করতে নিষেধ করেছেন।” (আবূ দাউদ)

বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে আমরা মেহেদিকে মৃদু ব্যথানাশক বলতে পারি ।

সালমা উম্মে রাফে রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আঘাত পেলে বা তাঁর শরীরে কাঁটা বিদ্ধ হলে তিনি আহত স্থানে মেহেদি লাগাতেন।” ৭১৮

এ হাদীসটি ইবনে মাজাহ ও ইমাম আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহির তিব্বুন নববী কিতাবে উদ্ধৃত করা হয়েছে। এ ধরনের কয়েকটি হাদীস জামে আত-তিরমিযী ও আল বায়হাকীর শু'আবুল ঈমান হাদীস গ্রন্থে উল্লেখ আছে। তিরমিযী শরীফের উদ্ধৃত হাদীসের ভাষা একটু আলাদা। আলী ইবনে ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাঁর দাদীর সূত্র হতে এটি বর্ণনা করেছেন।

তিনি (সালমা রাদিয়াল্লাহু আনহা) নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা ছিলেন। তিনি বলেন, “নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখনই তরবারি বা দা-এর আঘাতে যখম হতো তখন তিনি তাতে মেহেদি লাগিয়ে দেয়ার জন্য আমাকে নির্দেশ দিতেন।” (আত-তিরমিযী) ৭১৯

হাদীসটি হাসান ও গরীব। এটি অন্যান্য হাদীস গ্রন্থেও আছে।

প্রশ্ন-২৪৪ : মেহেদির ব্যথানাশক গুণাগুণ ছাড়া আরো কী কী গুণের বর্ণনা হাদীস শরীফে এসেছে?

উত্তর : মেহেদি সম্পর্কে যেসব হাদীস আলোচনা করলাম তাছাড়া আরো বেশ ক'টি সহীহ হাদীস রয়েছে যা আমি সহীহ হাদীস গ্রন্থসমূহ থেকে সংগ্রহ করেছি। এ হাদীসগুলো থেকে জানতে পারি যে মেহেদি খুবই নিরাপদ ও সহজলভ্য ওষুধ। আবূ রাফে' রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মেহেদি ব্যবহার করো। তা সবচেয়ে উৎকৃষ্ট রং।” ৭২০ আবূ রাফে' রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে একদা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দাঁড়ি নাড়া-চাড়া করলেন এবং আমাকে বললেন, “তোমরা মেহেদি ব্যবহার করো। এটি হচ্ছে সকল প্রকার রংয়ের রাজা যা মানুষের ত্বককে সুন্দর করে আর সঙ্গম শক্তি বৃদ্ধি করে।” ৭২১

হাদীস দুটোই ইমাম আন-নাসাঈ, আবূ নু'য়াইম ও আস-সুয়ূতী উদ্ধৃত করেছেন। হাদীসটির ইংরেজি অনুবাদ হচ্ছে, “To you belongs the prince of dyes, which benefits the eyesight and increases sexual energy." (An-Nasai, Abu Nu'aim and As- Suyuti) 721

আস-সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি আরো দুটি হাদীস উদ্ধৃত করেছেন, প্রথমটি বর্ণনা করেছেন আবূ যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবী সল্লাল্লাহু আলাইহি

ওয়াসাল্লাম একদা বলেছেন, “তোমাদের সাদা চুল পরিবর্তন করার উৎকৃষ্ট উপায় হচ্ছে মেহেদি এবং কাতামের রং লাগানো।” (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ ও আন-নাসাঈ) ৭২২

দ্বিতীয় হাদীসটি বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা চুলে মেহেদির খিযাব ব্যবহার করো । এটি তোমাদের যৌবন সৌন্দর্য বৃদ্ধি করবে এবং সঙ্গম ক্ষমতাকে শক্তিশালী করবে।” (আবূ নূ'য়াইম, মুসনাদে বাযযার ও আস সুয়ূতী) ৭২৩ কিছু অসাধু ব্যবসায়ী মেহেদি গুড়ার সাথে মিহি বালি মিশিয়ে তার ওজন বাড়িয়ে থাকে। এটি সহজেই বের করা যেতে পারে। কেননা বালি ওজনে ভারী। আর মেহেদির গুড়া হালকা। পানিতে ভিজালে মেহেদির গুড়া পানির ওপরে ভাসতে দেখা যায়, আর বালি নিচে জমে থাকে ।

ইমাম তিরমিযী রহমাতুল্লাহি আলাইহি একটি হাদীস উদ্ধৃত করেছেন, যা বর্ণনা করেছেন আবূ আইয়ূব আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নবী আলাইহিমুস সালামের জীবনযাত্রায় চারটি ঐতিহ্য সর্বদা বিদ্যমান থাকে । এগুলো হচ্ছে, বিয়ে করা, মিসওয়াক করা, সুগন্ধি দ্রব্য ব্যবহার করা এবং লজ্জাশীলতা বা লজ্জা-শরম।” (আত-তিরমিযী ও ইবনুল কাইয়িম) ৭২৪

অন্যত্র হাদীসে 'C' হরফটিতে যের দিয়ে তাশদীদ বিশিষ্ট 'নুন' যোগ করে শব্দটি হিন্না নামে বর্ণিত হয়েছে। হিন্না শব্দটির অর্থ 'হেনার খিযাব ব্যবহার করা'। তবে অধিকাংশ হাদীস বিশারদের মতে হাদীসে 'লজ্জাশীলতা' হওয়াটাই সঠিক।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]