মুরুকে ইংরেজিতে আমরা Marjoram বলে থাকি। এই গাছটি সম্পর্কে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কী? এ গাছটির পরিচয় উল্লেখ করুন।

প্রথমে গাছটিকে পরিচয় করিয়ে দিই। গাছটির আরবি নাম মারজানজুশ বা মারকুশ। ইউনানি নাম দুনা মারওয়া বা মারজানজুশ। হিন্দি ও উর্দুতে এটি মুরওয়া বা মারজানজুশ নামে পরিচিত। বাংলা নাম মুরু। Botanical name হচ্ছে Majorana hortensis Moench. এটি একটি বারমেসে herb যা Lamiaceae গোত্রের অন্তর্ভুক্ত।

এই মারজানজুশ বা মুরু সম্পর্কে দুটি হাদীস রয়েছে। দুটো হাদীসই বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মুরু ব্যবহার করো এবং এর ঘ্রাণ গ্রহণ করো। কারণ এটি ঠাণ্ডা লাগা, সর্দি বা শ্লেষ্মা অর্থাৎ catarrah রোগে খুবই কার্যকর।” (আবূ নূ'য়াইম, ইবনুল কাইয়িম ও জামে সগীর) ৭৬৪
আনহু। তিনি বলেন যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মিষ্টি মুরু ব্যবহার করতে পারো। কারণ যারা কোনো বস্তুর ঘ্রাণ নির্ণয় করার ইন্দ্রিয়শক্তি হারিয়ে ফেলেছে, তাদের জন্য এটি খুবই উপকারী।" (আস-সুয়ূতী) ৭৬৫

প্রশ্ন-২৬১ : মারজানজুশের ব্যবহার কখন থেকে শুরু হয়েছে?

উত্তর : মারজানজুশ-এর উৎপত্তি পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায়। একে sweet majoram নামেও অভিহিত করা হয়। হিপ্পোক্র্যাটস্ এবং গ্যালেন (হাকিম জালিনুস) একে গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে বর্ণনা করেছেন। এ herbটির উপর ইবনে সিনার গবেষণার জন্য এটি ইরানে বেশ জনপ্রিয় হয়ে উঠে এবং এর চাষাবাদ শুরু হয়। এটি আনুমানিক ১০ ইঞ্চি লম্বা হয় এবং herbটির ফুল সাদা বা গোলাপি রংয়ের হয়ে থাকে ।

প্রশ্ন-২৬২ : মুরুর উপর কোনো গবেষণা হয়ে থাকলে তার ফলাফল সংক্ষেপে বলবেন কি?

উত্তর : এ herbটি প্রাচীনকাল থেকেই বিভিন্ন প্রকার রোগের চিকিৎসায় ওষুধি গাছ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গ্রীসের লোকজন এটিকে বিষের প্রতিষেধক হিসেবে এবং মাংসপেশীর সংকোচনের চিকিৎসায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করতো। ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, মুরুর সৌরভ যদি নাকে প্রবেশ করানো হয় তাহলে ঠাণ্ডাজনিত মাথাব্যথা থাকবেনা। তাছাড়া এটি নাক বন্ধ হয়ে যাওয়া প্রতিরোধ করে এবং শ্বাস-প্রশ্বাস সহজতর করে। অর্থাৎ It is a very effective remedy for cold. ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি আরো বলেন যে, মুরুর suppository মহিলাদের menstruation হবার সময় রক্ত প্রবাহ বাড়ায় এবং তাদের conceive করতে সাহায্য করে। গাছটিতে প্রধানত flavonides রয়েছে। এ মূল্যবান herbটির আরো অনেক গুণাগুণ আছে। সুযোগ হলে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ইনশা'আল্লাহ ।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]