স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্য সুরক্ষা তথা রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী বক্তব্য রেখেছেন তা

নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রতিরোধকল্পে যেসব বক্তব্য রেখেছেন ও ব্যবস্থাপত্র দিয়েছেন, তা আলোচনা করার পূর্বে আমি সম্মানিত দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন চিকিৎসক, ফার্মাসিস্ট বা ডায়াটেসিয়ান হিসেবে ছিলোনা। তথাপিও আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য, সুস্থতা, স্বাস্থ্য সুরক্ষা, রোগ নিরাময় ইত্যাদি প্রায় প্রতিটি বিষয়েই তিনি অনেক বক্তব্য রেখেছেন এবং দিক-নির্দেশনা দিয়েছেন যা পুরোপুরি স্বাস্থ্যবিজ্ঞানসম্মত। তিনি তাঁর
বক্তব্য এমন এক সময় পেশ করেছেন যখন বিজ্ঞানের অবদান সম্পর্কে মানুষ কিছুই জানতোনা । He spoke on every aspect of health and wellness, sickness and cure, be it material, physical or spiritual. He was in fact a physician of the body and the soul.
যাহোক, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কতিপয় হাদীস উল্লেখ করে আমি আমার আলোচনা শুরু করবো ইনশা'আল্লাহ। হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর পূর্বে আমাদের মাঝে দাঁড়িয়ে বলেছেন, “নিশ্চয়ই মানুষকে সুস্বাস্থ্য ও সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো নিয়ামত প্রদান করা হয়নি।" (আন-নাসাঈ)
সহীহ আল বুখারীতে যে হাদীসটি উদ্ধৃত হয়েছে তার ভাষা হচ্ছে, “আল্লাহ্র নিয়ামতসমূহের মধ্যে দুটো নিয়ামত রয়েছে যেগুলো সম্পর্কে অধিকাংশ লোক ধোঁকায় পড়ে আছে। একটি স্বাস্থ্য আর অপরটি অবসর বা বিশ্রাম।" (সহীহ আল বুখারী)
হাদীসটির ইংরেজি অনুবাদ হচ্ছে, "There have been two blessings or bounties about which most people remained in darkness, illusion or hoax one is health and the other one is comfort and affluence, i.e. solvency or free time." (Sahih Al Bukhari) 99 মুসনাদে আহমাদ গ্রন্থে কিছু শব্দের পরিবর্তন বা অগ্রপশ্চাৎ হয়ে হাদীসটি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক অন্যভাবে বর্ণিত হয়েছে। সেখানে উল্লেখ আছে, “স্বাস্থ্য ও অবসর মহান আল্লাহ্ নিয়ামতসমূহের মধ্যে দুটি বিশেষ নিয়ামত। অধিকাংশ লোক এ দুটি নিয়ামতের ব্যাপারে ক্ষতি ও ধোঁকায় পতিত রয়েছে।” (মুসনাদে আহমদ)
একদা হিপ্পোক্রেটকে প্রশ্ন করা হয়েছিল, “Which life is the best? He said, "Poverty with safety is better than wealth with fear." (As-Suyuti) 101
অর্থাৎ কেমন জীবন সর্বোত্তম? তিনি উত্তর দেন, 'নিরাপত্তার সাথে দরিদ্রতা, 'ভয়-ভীতির সাথে ধন- সম্পদশালী থাকা' থেকে উত্তম। (আস-সুয়ুতী)
অপরদিকে হযরত সালামা ইবনে ওবায়দুল্লাহ ইবনে মিহসান আল-খাতামী তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি প্রত্যুষে সুস্থতা নিয়ে ঘুম থেকে ওঠে, বাসায় নিরাপদে থাকে, সারা দিনের খাদ্য সামগ্রী তার নিকট মজুদ থাকে, তাহলে তাকে এ পৃথিবীর সমস্ত সম্পদ দেয়া হয়েছে।" (আত তিরমিযী) ১০২
অর্থাৎ “মানুষের সুস্থ দেহ থাকা মানে সমগ্র পৃথিবী থাকার সমান। উদাহরণস্বরূপ একজনের নিকট ১০০ কোটি টাকা আছে, তবে তিনি সর্বদাই অসুস্থ। অপরদিকে একজনের নিকট মাত্র ১০০০ টাকা আছে। কিন্তু তিনি সর্বদা সুস্থ। এ দুজনের মধ্যে কে বেশি সুখী? নিশ্চয়ই যার কাছে ১০০০ টাকা আছে তিনিই সুখী ।

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]