অনুগ্রহপূর্বক বাম হাত দিয়ে খাওয়া-দাওয়ার বিষয়টি উদাহরণসহ বুঝিয়ে বলবেন কি?

খাদ্যদ্রব্য গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ও প্রধান কাজটি বামহাতে সম্পন্ন করা একেবারেই অনুচিত। আমাদের দেশের ৬৮ হাজার গ্রামের প্রায় সকল লোকই খাবার গ্রহণের পূর্বে হাত ধুয়ে নেয় এবং ডানহাতে খাবার খায়। তবে শহরে কিছু কিছু শিক্ষিত বা অর্ধশিক্ষিত লোক style মনে করে অন্যকে দেখিয়ে দেখিয়ে বামহাতে খায়। এসব লোক নিজেদের আধুনিক বা প্রগতিশীল বলে দাবি করে। তারা কাঁটা- চামচের মাধ্যমে বামহাতে খানা খায়, যা সত্যিই নিন্দনীয়
একটি প্রশ্ন করবো, সুপ্রিয় দর্শক-পাঠক! কোনো সেনাকর্মকর্তা কি বামহাতে তার General বা অধিনায়ককে salute করতে পারে? এটি কি গ্রহণযোগ্য? Can an Army officer salute his General or Commandant with his left hand? Will it be acceptable in army discipline? আপনারা কি কখনো কোনো দুই রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীকে বামহাতে করমর্দন করতে দেখেছেন? আর আপনিও ঈদের দিনে মহামান্য প্রেসিডেন্ট বা মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা অপরাপর শ্রদ্ধাভাজন ব্যক্তির সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় বামহাতে মুসাফাহা করবেন? এটি কি সভ্যতা বা পররাষ্ট্রনীতির খেলাপ নয়? কোনো সন্তান কি তার বাবার কাছ থেকে বা কোনো ছাত্র কি শিক্ষকের কাছ থেকে বাম হাতে কোনো জিনিস গ্রহণ করে থাকে? কখনোই না। এমনকি আমরা কোনো সময় কাউকে টাকা বা অন্য কিছু দেয়ার প্রয়োজন হলে এবং ডানহাত বন্ধ থাকলে ক্ষমা চেয়ে নিই। বলি, মনে কিছু নেবেননা, ডানহাতটা বন্ধ । এটিই নিয়ম, কি সুন্দর অভ্যাস! তাই আমাদের সবারই উচিত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে ডানহাতে খাদ্যদ্রব্য গ্রহণ করা ও পানীয় পান করা। প্রশ্ন-৮২ : বামহাতে খাওয়া, বামহাতের কাজ বা বামদিক সম্পর্কে কী কী ধারণা আমাদের সমাজে বিদ্যমান? উত্তর : পবিত্র কুরআনে সূরা ওয়াকিয়াহ-য় বামদিকের লোকের কথা বলা হয়েছে। তাদেরকে দুর্ভাগা বা ‘আস্হাবুল মাআমাত' বলে সম্বোধন করা হয়েছে। আরবরা 'বামহাত' ও 'অশুভ লক্ষণ' শব্দ দুটোকে সমার্থক শব্দ মনে করে থাকে। তাদের কাছে বামহাত মানে দুর্বলতা। সফরে রওয়ানা হওয়ার সময় যদি কোনো পাখি বামদিক দিয়ে উড়ে যেতো, তাহলে তারা একে অশুভ লক্ষণ মনে করতো। বাংলা ভাষাতেও এটিকে খুব হালকা, সহজ বা অন্যায় কাজ বলে বোঝানো হয়ে থাকে। যেমন, এটি আমার বামহাতের খেলা বা বামহাতের কামাই অর্থাৎ অসৎ উপার্জন ।
সুপ্রিয় দর্শক, বামহাতে খাওয়া কোনো style, fashion, culture কোনোটিই নয়। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস অনুযায়ী এটি শয়তানের কাজ। এটা একটি বদ অভ্যাস। এটি অবশ্যই
পরিত্যাজ্য। It is a bad eating practice. তাছাড়া বামহাতে খেলে কোনো বাড়তি উপকার আছে বলেও মনে হয়না । বড় বড় হোটেলের পার্টিতে দেখা যায়, অনেকে ডানহাতে ছুরি নিয়ে গোশত কেটে ছোট ছোট করে বামহাতে রাখা ফর্ক দিয়ে তা মুখে ঠেলে দেন। আমার প্রশ্ন, কেউ কি এটি দেখে প্রশংসা করবে? এই বদভ্যাসটি কি বদলানো যায়না? আমরা কাকে দেখানোর জন্য বামহাতে ফর্ক নিয়ে খাবার মুখে দিই?
সালামাহ ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, “একদা এক ব্যক্তি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে বামহাত দিয়ে আহার শুরু করলে তিনি বললেন, তুমি তোমার ডানহাত দিয়ে আহার করো। সে বলল, আমি তা পারবোনা। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেনো না-ই পারো। অহংকারবশেই সে এ আচরণ করেছিল। অতঃপর সে আর কখনো ডানহাত মুখের নিকট তুলতে পারেনি।” (সহীহ মুসলিম) ২০০

FOR MORE CLICK HERE
NTRCA COLLEGE LEVEL HISTORY/ইতিহাস গাইড/ বেসরকারি শিক্ষক নিবন্ধন ইতিহাস
১০ তম বিসিএস -৪৪তম বিসিএস এর প্রশ্ন ও সমাধান 10th BCS to 44th Bcs MCQ Question Solution
বিসিএস ব্যাংক প্রাইমারি পরীক্ষার-এর প্রশ্ন ও সমাধান
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO বই লেখক : মোঃ মিজানুর রহমান
মাতৃস্বাস্থ্য/Motherhood
ওষুধ নির্দেশিকা
সহীহ বুখারী শরীফ হাদিস আরবি বাংলা (৭৫৬৩ টি হাদিস)
সহীহ মুসলিম শরীফ হাদিস আরবি বাংলা (৭৪৫৩ টি হাদিস)
সুনানে তিরমিজি শরীফ হাদিস আরবি বাংলা (৩৯৫৬ টি হাদিস)
সুনানে নাসায়ী শরীফ হাদিস আরবি বাংলা (৫৭৫৮ টি হাদিস)
সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস আরবি বাংলা (৪৩৪১ টি হাদিস)
সুনানে আবু দাউদ শরীফ হাদিস আরবি বাংলা (৫২৭৪ টি হাদিস)

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]