মৃতের পুরুষ উত্তরাধিকারীদের অংশসমূহ আলোচনা করুন।

পূর্বেই আলোচিত হয়েছে মৃতের পরিত্যক্ত সম্পদের নির্ধারিত অংশপ্রাপ্ত পুরুষগণ হলেন চারজনÑ
১. মৃতের পিতা
২. মৃতের দাদা
৩. মৃতের বৈপিত্রেয় ভাই
৪. মৃতের স্বামী।
পিতার অংশের বর্ণনা
পিতার তিনটি অংশ রয়েছেÑ
১. মৃতের পরিত্যক্ত স¤পদের ছয় ভাগের এক অংশ পাবে যদি মৃত ব্যক্তির ছেলে বা ছেলের ছেলে এভাবে
যত নিচের হোক না কেন।
২. ছয় ভাগের এক অংশ এবং সবার অংশ প্রদানের পর যা থাকে তা পাবে অর্থাৎ ছয় ভাগের এক অংশ +
অবশিষ্টাংশ। যদি মৃত ব্যক্তির মেয়ে বা ছেলের মেয়ে থাকে।
৩. নির্দিষ্ট কোন অংশ পাবে না। শুধু অবশিষ্টাংশ পাবে, যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে।
দাদার অংশের বর্ণনা
পিতার ন্যায় দাদারও তিনটি অংশ রয়েছেÑ
১. পিতার অবর্তমানে দাদা জীবিত থাকলে তিনি ছয় ভাগের এক অংশ পাবেন যদি মৃতের ছেলে বা ছেলের
ছেলে (নাতি) থাকে।
২. মৃতের পিতার অবর্তমানে দাদা জীবিত থাকলে তিনি মৃতের পরিত্যাক্ত স¤পদের ছয় ভাগের এক অংশ
এবং সবাইকে তাদের অংশ দেয়ার পর অবশিষ্টাংশ (ছয় ভাগের এক অংশ + অবশিষ্টাংশ) পাবেন,
যদি মৃতের মেয়ে বা ছেলের মেয়ে (নাতীন) থাকে।
৩. দাদা শুধু অবশিষ্টাংশ পাবেন যদি মৃতের সন্তান না থাকে।
৪. মৃতের পিতা জীবিত থাকলে দাদা বঞ্চিত হবেন।
বৈপিত্রেয় ভাই-এর অংশ
১. মৃতের পুত্র, পৌত্র, প্রপৌত্র, পিতা এবং দাদা এদের মধ্য হতে যে কোন একজনের বর্তমানে বৈপিত্রেয়
ভাই বঞ্চিত হবে।
২. মৃতের যদি একজন বৈপিত্রেয় ভাই থাকে তাহলে সে স¤পদের ছয় ভাগের এক অংশ পাবে।
৩. যদি দুই বা ততোধিক ভাই থাকে তাহলে তিন ভাগের এক অংশ পাবে। উল্লেখ্য যে, বৈপিত্রেয় ভাই ও
বোনেরা অংশ পাওয়ার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। ভাই ও বোনদের মধ্যে কোন পার্থক্য করা
যাবে না।
স্বামীর জন্য নির্ধারিত দু’টি অংশ রয়েছেÑ
১. মৃতের পরিত্যক্ত সম্পদের দুই ভাগের এক অংশ পাবে যদি মৃতের ছেলে মেয়ে না থাকে।
২. মৃতের সম্পদের চার ভাগের এক অংশ পাবে যদি মৃতের ছেলে মেয়ে থাকে।
পাঠোত্তর মূল্যায়ন
বহু নৈর্বাচনিক প্রশ্ন
একথায় উত্তর দিন
১. মৃতব্যক্তির ছেলে বা ছেলের ছেলে (নাতী) থাকলে তার পিতা কতটুকু পাবে?
২. মৃত ব্যক্তির মেয়ে বা ছেলের মেয়ে থাকলে তার পিতা কতটুকু পাবে?
৩. মৃত ব্যক্তির কোন সন্তান না থাকলে তার পিতা কতটুকু পাবে?
৪. মৃত ব্যক্তির পিতা থাকলে তার দাদা কিছু পাবে কি?
৫. যদি মৃতের ছেলে বা নাতী থাকে, কিন্তু পিতা না থাকে তাহলে তার দাদা কতটুকু পাবে?
৬. মৃতের পিতা ও সন্তান না থাকলে দাদা কতুটুকু পাবে?
৭. মৃতের মেয়ে বা ছেলের মেয়ে থাকলে কিন্তু পিতা না থাকলে দাদা কতটুকু পাবে?
৮. মৃতের পুত্র, পৌত্র, প্রপৌত্র, পিতা অথবা দাদা এদের কেউ বর্তমান থাকলে বৈপিত্রেয় ভাই কিছু পাবেন কি?
৯. মৃতের একজন বৈপিত্রেয় ভাই থাকলে সে কতটুকু পাবে?
১০. মৃতের দুইজন বৈপিত্রেয় ভাই থাকলে সে কতটুকু পাবে?
১১. মৃতের ছেলে মেয়ে থাকলে স্বামী কতটুকু পাবে?
১২. মৃতের ছেলে মেয়ে না থাকলে স্বামী কতটুকু পাবে?
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
১. মৃতের পিতার অংশসমূহ বর্ণনা করুন।
২. মৃতের দাদার অংশসমূহ লিখুন।
৩. মৃতের বৈপিত্রেয় ভাইয়ের অংশসমূহ বর্ণনা করুন।
৪. মৃতের স্বামীর অংশসমূহ উল্লেখ করুন।
রচনামূলক প্রশ্ন
১. মৃতের পুরুষ উত্তরাধিকারীদের অংশসমূহ আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]