স¤পদের নিরাপত্তায় ইসলামী সমাজে গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করণন।

জীবনের জন্য স¤পদের গুরুত্ব
জীবনের সাথে সম্পদের নিবিড় সম্পর্ক রয়েছে। সম্পদ ব্যতীত জীবনের নিরাপত্তা অকল্পনীয়। এ কারণেই
ইসলামী জীবন দর্শন সম্পদকে বৃথা বা মূল্যহীন কিংবা “অর্থই অনর্থের মূল” মনে করে না। বরং সম্পদকে মহান
আল্লাহর নি‘আমত ও জীবন ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে গণ্য করে। অর্থের অপরিহার্যতার কথা
বলতে গিয়ে মহানবী (স.) বলেছেনÑ ‘অভাব মানুষকে কুফরী পর্যন্তপৌঁছাতে পারে।’ আর সে জন্য ইসলাম
সম্পদ উপার্জন, আহরণ, উৎপাদন, সংরক্ষণ ও সুষম বণ্টনের উপর গুরুত্বারোপ করে থাকে।
জীবন ও সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা বিধানকল্পে বিদায় হজ্জের ভাষণে মহানবী (স.) দ্ব্যর্থহীনভাবে ঘোষণা
করেছেন ঃ ‘মনে রেখো! তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের ইজ্জত-সম্মানকে আল্লাহ তা’আলা পবিত্র
ঘোষণা করেছেন। যেমন পবিত্র আজকের এ দিন, এ শহর এবং এ মাস।’
সম্পদের নিরাপত্তা বিধানে ইসলামী সমাজ ব্যবস্থায় যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হচ্ছেÑ
স¤পদের নিরাপত্তা বিধানে ইসলাম
আল্লাহ সকল সৃষ্টির রিযিকদাতা ঃ মহান আল্লাহ যেমন মহাবিশ্বের স্রষ্টা, তেমনি এর পালনকর্তাও তিনিই।
পবিত্র কুরআনের প্রারম্ভেই তিনি নিজেকে العلمـين رب ‘রাব্বুল ‘আলামীন’ তথা বিশ্ব পালকরূপে অভিহিত
করেছেন। অপর এবং জায়গায় বলেছেন ঃ
وَ مَ ا مِ ن دَ آᗷَّ ةٍ فِ ى ٱلأَ رْ ض᠒ إِ ᢻَّ عَ ل᠐ ى ٱللᡐ هِ ر᠒ زْ قُ هَ ا
‘ভূ-পৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই।’ (সূরা হুদ : ৬)
এ দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি মানুষের জীবন ধারণের পক্ষে যা যা আবশ্যক তা যথাস্থানে সৃষ্টি করে
রেখেছেন।
সম্পদের সুষম বণ্টন ঃ ইসলামের দৃষ্টিতে পূর্ণ-অর্থনৈতিক সাম্য বাস্তবে সম্ভবপর নয় এবং সমাজ ব্যবস্থা
পরিচালনার জন্য তা অনুকূলও নয়। তাই ইসলাম অর্থের ন্যায়-সঙ্গত তথা সুষম বণ্টনের ব্যবস্থা করেছে। ইসলাম
প্রয়োজনের অতিরিক্ত উপার্জনের অনুমতি দেয়। কিন্তু সাথে সাথে যারা জীবনের ন্যূনতম প্রয়োজন পূরণে অক্ষম
তাদের সে প্রয়োজন পূরু করতে তাকে বাধ্য করে। ইসলামী সমাজ ব্যবস্থায় মুষ্টিমেয় কিছু লোকের হাতে সমাজের
সমগ্র সম্পদ যাতে পুঞ্জিভূত না হয় সে জন্য সম্পদ দুস্থ ও অসহায়দের মধ্যে বণ্টন করে দিতে নির্দেশ দিয়েছে।
যাকাত ও উত্তরাধিকার আইন ঃ যাকাত ও উত্তরাধিকারী আইন ইসলামী সমাজে ন্যায়পরায়ণতা ও অর্থনৈতিক
নিরাপত্তার গ্যারান্টি। ইসলাম সমাজ হতে ক্ষুধা ও দারিদ্রের উচ্ছেদ সাধনের উদ্দেশ্যে যাকাতব্যবস্থা প্রতিষ্ঠা
করেছে। উত্তরাধিকারীদের মধ্যে নির্দিষ্ট হারে সম্পদ বণ্টনের সুব্যবস্থার মাধ্যমে ইসলাম এক অভূতপূর্ব বণ্টন
ব্যবস্থার উন্মেষ ঘটিয়েছে এবং মানুষের সম্পদের নিরাপত্তা বিধান করেছে।
দান-সাদকাহ ঃ ইসলাম মানুষের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য কেবল যাকাতকেই বাধ্যতামূলক করেনি,
অন্যান্য দান-সাদকাহ করার জন্য আবেগময় ভাষায় উদাত্ত আহŸান জানিয়েছে।
মৌলিক প্রয়োজন মেটানোর দায়িত্ব সরকারের ঃ ইসলামী ব্যবস্থায় সমাজের প্রতিটি মানুষের মৌলিক প্রয়োজন
মেটানোর জন্য সমাজ তথা রাষ্ট্র দায়ী। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, পরিবার ও শিক্ষার নিশ্চয়তা দেয়া
ইসলামী সমাজ ব্যবস্থায় সরকারের অপরিহার্য কর্তব্য বা ফরয হিসেবে গণ্য।
‘শরহে শির‘আতুল ইসলাম’ গ্রন্থে সরকারের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছেÑ “তিনি কোনো দরিদ্রকে দরিদ্র রাখবেন
না, কোনো ঋণীকে ঋণী থাকতে দেবেন না, কোনো দুর্বলের সহায়তা না করে ও অত্যাচারিতদের সাহায্য না
করে থাকবেন না, আর যালিমকে দমন না করে ছাড়বেন না এবং কোনো উলঙ্গকে কাপড় না দিয়ে রাখবেন না।”
যখন সরকার এ ব্যাপারে অসমর্থ হয়, তখন তাদের এসব কিছুর ব্যবস্থা করে দেয়া সমাজের ধনী ব্যক্তিদের ওপর
অবশ্য কর্তব্য। এ কর্তব্য পালনে কেউ অবহেলা করলে সরকার তাদেরকে এ কর্তব্য পালনে বাধ্য করবে। আলকুরআনে উদ্ধৃত হয়েছে-
وَ ᗖ ِٱل᠔ وَ الِ دَ يْ ن᠒ إِ حْ سَ انا᠍ وَ ᗖ ِذِ ى ٱل᠔ قُ رْ بَ ىٰ وَ ٱل᠔ ي تَ امَ ىٰ وَ ٱل᠔ مَ سَ اᜧ ِين᠒ وَ ٱل᠔ جَ ار᠒ ذِ ى ٱل᠔ قُ رْ بَ ىٰ
وَ ٱل᠔ جَ ار᠒ ٱل᠔ جُ نُ بِ وَ ٱلصَّ احِ بِ ᗷ ِٱلجَ نْ بِ وَ ٱبْ ن᠒ ٱلسَّ ᙫ ِᘭلِ وَ مَ ا مَ ل᠐᜻ ᠐ تْ أ᠐ ᘌ ْمَ انُ ᠑ᝣ مْ .
‘পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সংগী-সাথী, মুসাফির ও
তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে।’ (সূরা আন-নিসা : ৩৬)
এখানে আল্লাহ পাক অক্ষম ও অভাবীদের প্রতি ইহসান করাকে বাধ্যতামূলক করেছেন।
আর্থিক অনাচর প্রতিরোধ ঃ ইসলামী সমাজ ব্যবস্থা যাবতীয় আর্থিক অনাচার তথা সুদ, ঘুষ, জুয়া, প্রতারুা,
অশ- ীলতা, বে-দীনির সহায়ক বিষয়, হারাম বা নাপাক বস্তু, ভিক্ষাবৃত্তি, চুরি, ডাকাতি, লুণ্ঠন, ছিনতাই,
জবরদখল প্রভৃতির মাধ্যমে অর্থোপার্জন করাকে হারাম ঘোষণা করেছে। এর জন্য কঠোর শাস্তির বিধান রাখা
হয়েছে। ইসলামী ব্যবস্থায় কর্মচারীদের পক্ষে সংশি- ষ্ট কাজের জন্য উপহার গ্রহণ, মূল্যবৃদ্ধির জন্য মজুদদারী,
কলোবাজারী, চোরাচালানী, অপচয়, অপব্যয়, বিলাসিতা ইত্যাদিকে দ্ব্যর্থহীনভাবে হারাম ঘোষণা করা হয়েছে।
বস্তুত ইসলামী সমাজ ব্যবস্থা বিশ্ব মানবতার জন্য এক আশীর্বাদ ও কল্যাণকর জীবনব্যবস্থা। তাই এতে মানুষের
জীবনের ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অন্য কোন তন্ত্র-মন্ত্র বা মতবাদের
মধ্যে তা পাওয়া যায় না। এ কথারই দ্ব্যর্থহীন স্বীকৃতি দেখা যায় প্রফেসর মেসিগনন (গধংরমহড়হ) এর মন্তব্যে।
তিনি বলেনÑ ‘ইসলাম একটি সুষম অর্থনৈতিক বণ্টন ব্যবস্থার পতাকাবাহী সমাজ হিসেবে মহীয়ান। পুঁজিবাদ ও
কমিউনিজমের মধ্যবর্তী অবস্থায় ইসলামের অবস্থান।’
ইসলাম মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে, তা আধুনিক পৃথিবীর ক্ষয়িষ্ণু
ও ধ্বংসোম্মুখ যে কোন মতবাদ ও ইজমের তুলনায় এক স্বয়ংসম্পূর্ণ সামাজিক ব্যবস্থা। আর ইসলামের এই সমাজ
ব্যবস্থাই বর্তমান বিশ্বের অশান্তসমাজকে শান্তিও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে।
সঠিক উত্তরটি বেছে নিন১. ইসলাম অর্থকে অনর্থের মূল মনে করে না/করে।
২.স¤পদ মহান আল্লাহর নি‘আমত/বিপদ।
৩. অভাব মানুষকে কুফরি পর্যন্তপৌঁছাতে পারে/ মহান করে গড়ে তুলতে পারে।
৪.সকলের রিযকের দায়িত্ব আল্লাহর/নিজের/সরকারের।
৫. ইসলাম প্রয়োজনের অতিরিক্ত উপার্জনের অনুমতি দেয় / অনুমতি দেয় না।
৬. ইসলাম স¤পদের সুষম বণ্টনের কথা বলে/ বলে না।
৭. ইসলাম সমাজ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর করার জন্য যাকাত ব্যবস্থা বাধ্যতামূলক করেছে / দান-খয়রাত করার
জন্য বলে।
৮. ইসলামী সমাজের প্রতিটি মানুষের মৌলিক প্রয়োজন মেটানোর দায়িত্ব সরকারের/নিজের/পরিবারের।
৯. ইসলাম ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করে / উচ্ছেদ করতে চায়।
১০. প্রফেসর মেসিগনন বলেন-‘পুঁজিবাদ ও কমিউনিজমের মধ্যবর্তী/প্রান্তিক অবস্থায় ইসলামের অবস্থান’।
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
১. ইসলামে স¤পদের গুরুত্বস¤পর্কে বর্ণনা দিন।
২. স¤পদের নিরাপত্তা বিধানে ইসলামের গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপের কথা লিখুন।
৩. আর্থিক অনাচার প্রতিরোধে ইসলামের বক্তব্য তুলে ধরুন।
রচনামূলক উত্তর-প্রশ্ন
১. স¤পদের নিরাপত্তায় ইসলামী সমাজে গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করণন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]