অপরের ঘরে প্রবেশ করার ইসলামী বিধান সূরা আল-নূরের আলোকে দুশ্চরিত্রবান নারী-পুরুষদের বিয়ে সম্পর্কিত ইসলামী বিধান আলোচনা করুন।

 পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামী বিধান বর্ণনা করতে পারবেন।
ٰ أ َیُّھَا ٱل َّذِینَ آمَنُوا ْ لاَ تَتَّب ِعُوا ْ خُطُوَ اتِ ٱلشَّیْطَانِ وَ مَن یَتَّب ِعْ خُطُوَ اتِ ٱلشَّیْطَانِ .২১
فَإ ِنَّھُ یَأْمُرُ ب ِٱلْفَحْشَآءِ وَ ٱلْمُنْكَرِ وَ ل َوْ لاَ فَضْلُ ٱلل َّھِ عَل َیْكُمْ وَ رَ حْمَتُھُ مَا زَ كَا مِنكُمْ مِّنْ
أ َحَدٍ أ َبَدا ً وَ ل َـٰكِنَّ ٱلل َّھَ یُزَ كِّى مَن یَشَآءُ وَ ٱلل َّھُ سَمِیعٌ عَلِیمٌ
হে মুমিনগণ ! তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাংক অনুসরণ করলে, শয়তান তো
অশ্লীলতা ও মন্দ কাজেরই নির্দেশ দেবে। আল্লাহর অনুগ্রহ ও দয়া যদি না থাকত, তা হলে তোমাদের কেউই পবিত্র
হতে পারতে না। আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র ও পরিচ্ছন্ন করে থাকেন এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
وَ لاَ یَأ ْتَلِ أ ُوْ ل ُوا ْ ٱلْفَضْلِ مِنكُمْ وَ ٱلسَّع َةِ أ َن یُؤْتُوۤ ا ْ أ ُوْ لِى ٱلْق ُرْ بَىٰ وَ ٱلْمَسَاكِینَ .২২
وَ ٱلْمُھَاجِ رِ ینَ فِى سَب ِیلِ ٱلل َّھِ وَ لْیَ عْفُوا ْ وَ لْیَصْفَحُوۤ ا ْ أ َلاَ تُحِ بُّونَ أ َن یَغْفِرَ ٱلل َّھُ ل َكُمْ
وَ ٱلل َّھُ غَفُورٌ رَّ حِ یمٌ
তোমাদের মধ্যে যারা সম্পদশালী ও ঐশ্বর্যবান তারা যেন শপথ না করে যে, তারা আপন আত্মীয়-স্বজন ও অভাব,
গ্রস্তকে এবং আল্লাহ্র রাস্তায় যারা হিজরত করেছে, তাদেরকে কিছু দিবে না। তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং
তাদের দোষ-ত্রট্টটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আর আল্লাহ তো অত্যন্ত
ক্ষমাশীল, দয়াময়।
إ ِنَّ ٱل َّذِینَ یَرْ مُونَ ٱلْمُحْصَنَاتِ ٱلْغَافِلاَتِ ٱلْمُؤْ مِناتِ ل ُعِنُوا ْ فِى ٱلدُّنْیَا وَ ٱلآخِ رَ ةِ وَ ل َھُمْ .২৩
عَذَابٌ عَظِیمٌ
যারা সাধ্বী, সরলমনা ও ঈমানদার নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের
জন্যে রয়েছে মহাশাস্তি।
یَوْ مَ تَشْھَدُ عَل َیْھِمْ أ َلْسِنَتُھُمْ وَ أ َیْدِیھِمْ وَ أ َرْ جُل ُھُمْ ب ِمَا كَانُوا ْ یَعْمَل ُونَ .২৪
সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে।
یَوْ مَئِذٍ یُوَ ف ِّیھِمُ ٱلل َّھُ دِینَھُمُ ٱل ْحَقَّ وَ یَعْل َمُونَ أ َنَّ ٱلل َّھَ ھُوَ ٱل ْحَقُّ ٱلْمُب ِینُ .২৫
সেদিন আল্লাহ তাদের প্রাপ্য পুরোপুরি দেবেন এবং তারা জানবে, আল্লাহই সত্য, স্পষ্ট প্রকাশক।
ٱلْخ َب ِیث َاتُ لِل ْخَب ِیثِینَ وَ ٱلْخَب ِیث ُونَ لِلْخَب ِیث َاتِ وَ ٱلطَّیِّبَاتُ لِلطَّیِّب ِینَ وَ ٱلطَّیِّبُونَ .২৬
لِلْطَّیِّبَاتِ أ ُوْ ل َـٰئِكَ مُبَرَّ ءُونَ مِمَّا یَق ُول ُونَ ل َھُم مَّغْفِرَ ةٌ وَ رِ زْ قٌ كَرِ یمٌ
দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য
এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যা বলে, এরা তা থেকে পবিত্র। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং
মর্যাদাপূর্ণ জীবিকা।
یٰأ َیُّھَا ٱل َّذِینَ آمَنُوا ْ لاَ تَدْخُل ُوا ْ بُیُوتا ً غَیْرَ بُیُوتِكُمْ حَ تَّىٰ تَسْتَأ ْنِسُوا ْ وَ تُسَل ِّمُوا ْ عَل َىٰ .২৭
أ َھْلِھَا ذٰ لِكُمْ خَیْرٌ ل َّكُمْ ل َع َل َّكُمْ تَذَكَّرُ ونَ
হে মুমিনগণ ! তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে ঘরবাসীর অনুমতি না নিয়ে প্রবেশ করো না, তাদেরকে
সালাম না করে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
فَإ ِن ل َّمْ تَجِ دُوا ْ فِیھَآ أ َحَدا ً فَلاَ تَدْخُل ُوھَا حَتَّىٰ یُؤْذَنَ ل َكُمُ وَ إ ِن قِیلَ ل َكُمْ ٱرْ جِ عُوا ْ .২৮
فَٱرْ جِ عُوا ْ ھُوَ أ َزْ كَىٰ ل َكُمْ وَ ٱلل َّھُ ب ِمَا تَعْمَل ُونَ عَلِیمٌ
যদি তোমরা ঘরে কাউকে না পাও, তাহলে তাতে প্রবেশ করো না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি
তোমাদেরকে বলা হয়, ফিরে যাও, তা হলে তোমরা ফিরে যাবে। এটাই তোমাদের জন্য উত্তম এবং তোমরা যা কর সে
সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত।
ل َّیْسَ عَل َیْكُمْ جُنَاحٌ أ َن تَدْخُل ُوا ْ بُیُوتا ً غَیْرَ مَسْكُونَةٍ فِیھَا مَ تَاعٌ ل َّكُمْ وَ ٱلل َّھُ یَعْل َمُ مَا .২৯
تُبْدُونَ وَ مَا تَكْتُمُونَ
যে ঘরে কেউ বাস করে না তাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোন পাপ নেই এবং
আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ কর এবং যা তোমরা গোপন কর।
শব্দার্থ ও টীকা
یأمر - নির্দেশ দেয়, আদেশ করে। یزكى - পবিত্র করেন, সংশোধন করেন। یؤتوا নামপুরুষ, বহুবচন,
পুংবাচক, বর্তমান-ভবিষ্যতকাল ক্রিয়া। অর্থ-দেবে, দেয়া। لیعفوا- বহুবচন, নামপুরুষ, পুংবাচক, আদেশসূচক
ক্রিয়া, অর্থ-ক্ষমা করা উচিত। لیصفحوا বহুবচন, নামপুরুষ, অনুরোধ সূচক ক্রিয়া, অর্থ-অপরাধ ক্ষমা করা উচিত,
বিমুখ হওয়া উচিত, পরিহার করা হোক, উপেক্ষা করুক। یومئذে -সদিন, যেদিন, ঐদিন, নির্দিষ্ট কোন দিন। یوفى
- নাম পুরুষ, একবচন, পুংবাচক, বর্তমান-ভবিষ্যতকাল ক্রিয়া অর্থ-পুরোপুরি দেবে, পুরো করবে। دین - ধর্ম,
জীবনযাত্রা ও জীবন প্রণালী, অভ্যাস, হিসাব-নিকাশ, প্রতিদান, হুকুম, বিধান। حتى -যতক্ষণ পর্যন্ত।
এ পাঠের শিক্ষা
১. শয়তান মানুষের ঘোর শত্রæ। সে মানুষকে বিপথগামী করার কাজে সদা লিপ্ত। মন্দ কাজের মাধ্যমে শয়তানের
অনুসরণ করা হয়। যে কেউ শয়তানের অনুসরণ করবে সে নির্লজ্জতা, মন্দ ও পাপাচারের প্রতি বেশি আকৃষ্ট
থাকবে। তাই সৎ কাজ করে সর্বদা শয়তান থেকে আত্মরক্ষা করা কর্তব্য।
২. ঐশ্বর্যশালী ও প্রাচুর্যের অধিকারী ব্যক্তিরা, গরীব আত্মীয়-স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে দেশ
ত্যাগকারীদেরকে সাহায্য করবে। তাদের অপরাধ ক্ষমা ও মার্জনা করবে। যদি কোন ব্যক্তি সাহায্য গ্রহণ করার
পরও বিরোধিতা করে বা কুৎসা রটনা করে তবুও তার প্রতি দয়া দেখাতে হবে এবং সাহায্য দেওয়া অব্যাহত
রাখতে হবে। সাহায্য বন্ধ করে দেওয়া যাবে না। কেননা আল্লাহ অপরাধীদের ক্ষমা করে থাকেন। সুতরাং
সকলেরই উচিত উদারতা, মহানুভবতা ও ক্ষমার আদর্শ গ্রহণ করা।
৩. সতী-সাধ্বী, মুমিন, সহজ সরল, চরিত্রবান, ভদ্র স্ত্রীলোক অর্থাৎ যারা কোন চাতুরী জানে না, যাদের অন্তর পবিত্র,
যাদের চরিত্র কলুষতা ও পাপ থেকে মুক্ত এমন মহিলাদের উপর চরিত্রহীনতার অপবাদ দেয়া জঘন্য ও অমার্জনীয়
অপরাধ। যারা এরূপ কাজ করবে তারা ইহকাল ও পরকালে অভিশপ্ত হবে এবং কঠিন শাস্তিতে নিপতিত হবে।
৪. এ পাঠে বিবাহ সম্পর্কিত একটি বিশেষ আইনের উল্লেখ রয়েছে। তা হচ্ছে, দুশ্চরিত্রা নারীগণ দুশ্চরিত্র
পুরুষদেরকে বিয়ে করবে এবং দুশ্চরিত্র পুরুষগণ দুশ্চরিত্রা নারীদেরকে বিয়ে করবে। আর সৎচরিত্রা নারীগণ
সৎচরিত্র পুরুষগণকে বিয়ে করবে এবং সৎচরিত্র পরুষগণ ও চরিত্রহীনের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ। কারণ
দুশ্চরিত্র ও ব্যভিচারী নারী-পুরুষ একে অপরের প্রতি আকৃষ্ট হয়। এমনিভাবে সচ্চরিত্র নারী-পুরুষ একে অপরের
প্রতি আকৃষ্ট হয়। প্রত্যেকেই নিজ-নিজ আগ্রহ অনুযায়ী জীবন সঙ্গী খোঁজ করে আর এটাই প্রকৃতির নিয়ম। তবে
দুশ্চরিত্র নারী-পুরুষ যদি তাওবা করে, তাহলে তাদের সঙ্গে সচ্চরিত্র নারী-পুরুষ এর বৈবাহিক সম্পর্ক স্থাপিত
হতে পারে।
৫. বিনা অনুমতিতে অপরের গৃহে প্রবেশ করা নিষিদ্ধ। কারণ অনুমতি নিয়ে অপরের গৃহে প্রবেশ করা আল্লাহর একটি
অপরিহার্য বিধান। কারো সাথে সাক্ষাতের প্রয়োজন হলে প্রথমে অনুমতি নিবে এবং সালাম দিবে। আর এটিই দেখা-সাক্ষাতের ক্ষেত্রে সামাজিক রীতি-নীতি এবং শিষ্টাচার।
সঠিক উত্তরে টিক চিহ্ন দিন
১. দুশ্চরিত্র পুরুষগণ দুশ্চরিত্রা-নারীদের বিয়ে করবে এটি কার বিধান?
ক. আল্লাহর
খ. হযরত উমর (রা)-এর
গ. রাসূল (স)-এর
ঘ. ইমাম আবু হানিফা (র)-এর
২. শয়তান থেকে আত্মরক্ষার জন্য কী করা দরকার?
ক. প্রার্থনা করা
খ. আল্লাহকে স্মরণ করা
গ. সৎকাজ করা
ঘ. সব কটি উত্তরই সঠিক
৩. চরিত্রবান চরিত্রহীনদের মধ্যে বিয়েক. বৈধ
খ. হারাম
গ. মাকরূহ
ঘ. মোবাহ
নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর ঃ ১. ক, ২. ঘ, ৩. খ
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
১. ২২ নং আয়াতের অনুবাদ করুন।
২. অপরের ঘরে প্রবেশ করার ইসলামী বিধান বর্ণনা করুন।
৩. সূরা আল-নূরের আলোকে দুশ্চরিত্রবান নারী-পুরুষদের বিয়ে সম্পর্কিত ইসলামী বিধান আলোচনা করুন।
বিশদ উত্তর-প্রশ্ন
১. এ পাঠে ২১ নম্বর হতে ২৪ নম্বর আয়াত পর্যন্তঅনুবাদ করুন এবং-এর শিক্ষা সম্পর্কে আলোকপাত করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]