সুদের নৈতিক ও সামাজিক কুফল স¤পর্কে আলোচনা করুন। সুদের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কুফল স¤পর্কে একটি চিত্র তুলে ধরুন।

সুদের নানাবিধ কুফল থাকায় ইসলাম সুদকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সমাজে সুদী লেন-দেন ও ব্যবসা-বাণিজ্য
চালু থাকায় এর কুফল সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। সুদের যে সকল কুফল রয়েছে তার মধ্যে সামাজিক,
অর্থনৈতিক, নৈতিক ও রাজনৈতিক কুফল অন্যতম। নি¤েœসুদের কুফল তুলে ধরা হলঃ সুদের নৈতিক কুফল অত্যন্তভয়াবহ।
সুদের নৈতিক কুফল
নি¤েœসুদের নৈতিক কুফলের একটি বিবরণ দেওয়া হলঃ
১. সুদ মানব চরিত্রের মহৎ গুণাবলী তথা দানশীলতা, মহানুভবতা, উদারতা, সহানুভূতি ও আত্মত্যাগকে
হ্রাস করে দেয়।
২. সুদ মানুষকে পরস্পরের প্রতি উদার হওয়ার পরিবর্তে অত্যাচারী হতে শিক্ষা দেয়।
৩. সুদখোর ব্যক্তি অপরের উপকার করাতো দূরের কথা অপরকে নিজ চেষ্টায় ও নিজ পুঁজি দিয়ে তার
সমতুল্য হতে দেখলে তাও সহ্য করতে পারে না।
৪. সূদ মানুষের মধ্যে নির্মমতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, কৃপণতা, নৃশংসতা ও নিষ্ঠুরতার জন্ম দেয়।
৫. সুদ মানুষকে কর্মবিমুখ করে। কারণ বিনাপরিশ্রমে সুদ পাওয়া যায় বলে জনগণ অর্থকে ব্যবসায়ে
বিনিয়োগ না করে ব্যাংকে জমা রাখে।
৬. সুদ মানুষের মধ্যে অর্থ লালসা সীমাহীনভাবে বাড়িয়ে দেয়। অধিক অর্থ (সুদ) পাবার আশায় সে এত
মত্ত হয়ে পড়ে যে, ভালমন্দেরও জ্ঞান থাকে না।
৭. সুদ হচ্ছে মানুষের উন্নত চরিত্র গঠনের প্রতিবন্ধক।
৮. সুদ মানুষের হিতাহিত জ্ঞানকে হ্রাস করে।
৯. সুদখোর কোন বিপদগ্রস্থ ব্যক্তির প্রতি দয়ার্দ্র হওয়ার পরিবর্তে তার বিপদ ও অসহায়ত্বের সুযোগে অধিক
সুদ তথা অবৈধ মুনাফা অর্জনের চেষ্টায় মত্ত থাকে।
১০. সুদ মানুষকে দুশ্চিন্তার মধ্যে ফেলে রাখে। ফলে তার কর্ম ক্ষমতা হ্রাস পায় এবং মানষিকভাবে আক্রান্ত
হয়।
সুদের সামাজিক কুফল
সুদের সামাজিক কুফল নি¤েœতুরে ধরা হলঃ
১. সুদ প্রথা সম্পদকে সমাজের কতিপয় পুঁজিপতির হাতে তুলে দেয়, ফলে ধনী আরো ধনী হয় এবং গরীব
নিঃশ্ব হয়ে যায়।
২. সুদী সমাজে গরীব শোষিত হয় এবং কালোবাজারী ও মজুদদারী বৃদ্ধি পায়।
৩. সুদ সমাজের অসহায়, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকদের ঋণের ভারে জর্জরিত করে। কারণ ঋণ
গ্রহীতা যদি নির্ধারিত সময়ের মধ্যে সুদে আসলে পরিশোধ করতে না পারে তখন ঋণদাতা সুদের হার
বাড়িয়ে দেয়।
৪. সুদ সমাজে মারামারি, হানাহানি ও হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দেয়।
৫. সুদ সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি বাড়িয়ে দেয় এবং নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা
বিঘিœত করে।
৬. সুদী সমাজ ব্যবস্থায় শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়।
৭. সুদ সমাজে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। সাধারণ মানুষকে ক্রমান্বয়ে নিঃস্ব ও সর্বহারা শ্রেণীতে
পরিণত করে এবং কিছু সংখ্যক পুঁজিপতিকে বিপুল ঐশ্বর্যের মালিক বানিয়ে দেয়।
৮. সুদভিত্তিক সমাজে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের প্রসার ঘটে। ফলে সমাজে নৈতিক মূল্যবোধ
বিনষ্ট হয়।
৯. সুদ মানুষকে সমাজের অন্যদের প্রতি নির্মম হতে এবং অমানবিক আচরণ করতে শিক্ষা দেয়।
১০. সুদী সমাজ ব্যবস্থায় জনকল্যাণমূলক কাজ উপেক্ষিত থাকে, কারণ, অর্থলিপ্সু ধনীরা অর্থ স¤পদ বৃদ্ধির
জন্য স¤পদ সঞ্চিত রাকে।
১১. সুদ সমাজে বেকারত্ব বৃদ্ধি করে।
সুদের অর্থনৈতিক কুফল
সুদের অর্থনৈতিক কুফল সুদর প্রসারী। সমাজে সুদ প্রথা চালু থাকায় অর্থনৈতিক মেরূদন্ড ভেঙ্গে পড়ে। মানুষ
দারূন অর্থ-নৈতিক কষ্টের সম্মুখীন হয়। অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত মৌলিক চাহিদা পূরণে
অধিকাংশে মানুষের কোন, ক্ষমতা থাকে না। নি¤েœসুদের অর্থনৈতিক কুফল উল্লেখ করা হলঃ
১. সুদ মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে দেয়।
২. সুদ কালবাজারী ও মজুদদারদের উৎসাহিত করে।
৩. সুদী অর্থব্যবস্থায় সুদ মানুষকে অলস ও অকর্মণ্য বানিয়ে দেয়। বিনা পরিশ্রমে সুদ পাওয়া যায় বলে
অনেকে অর্থকে ব্যবসায় না খাটিয়ে ব্যাংকে জমা রাখে।
৪. সুদ ব্যবসা বাণিজ্যে অর্থ বিনিয়োগকে অনুৎসাহিত করে।
৫. সুদ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল ও বিপর্যস্তকরে ফেলে।
৬. সুদ জাতীয় উৎপাদন ও বিনিয়োগকে বিনষ্ট করে।
৭. সুদী অর্থব্যবস্থায় সুদ পুঁজিপতি ও ব্যাংকারদেরকে স্বেচ্ছাচারী আচরণে বাধ্য করে। তারা দেশ ও জাতির
স্বার্থের দিকে দৃষ্টি দিতে বাধ্য থাকে না বা ল²ি করে।
৮. সুদ মুদ্রাস্ফীতি ঘটায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যহত করে।
৯. সুদী অর্থব্যবস্থায় শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত থাকে। কারণ একদিকে বিনিয়োগ কম থাকায়
শ্রমের চাহিদা কমে যায়, অপরদিকে মালিকপক্ষ সুদের বোঝা বহন করে শ্রমিকের ন্যয্য পারিশ্রমিক
দিতে সক্ষম হয় না।
১০. সুদী অর্থব্যবস্থায় সুদী প্রতিষ্ঠানগুলো বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে বাধ্য থাকে না বরং তারা
অল্প শ্রম ব্যবহার করে অধিক উৎপাদনের চেষ্টা করে।
১১. সুদ ভিত্তিক অর্থনীতিতে সুদ ধনীকে আরো ধনী হবার এবং গরীবকে আরো গরীব বানাবার সুযোগ করে
দেয়।
১২. সুদভিত্তিক অর্থনীতিতে সুদের হার যত বেশী হয়, দ্রব্য মূল্য তত বেড়ে যায়।
১৩. সুদী অর্থব্যবস্থায় সুদী ব্যাংক, বীমা, কর্পোরেশন ও অন্যান্য সুদী প্রতিষ্ঠানগুলো জনকল্যাণমূলক প্রকল্প
গ্রহণ করতে বাধ্য থাকে না। কারণ সুদসহ মূলধন ফেরত পাবে এটাই তাদের প্রধান লক্ষ্য।
১৪. অধিক হারে সুদ দেশের শিল্প কারখানা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
১৫. সুদভিত্তিক অর্থনীতিতে সুদ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বাড়িয়ে দেয় এবং জনগণের ক্রয়
ক্ষমতা কমিয়ে দেয়।
১৬. সুদভিত্তিক অর্থনীতিতে যার যত বেশী সম্পদ আছে, সে তত বেশী ঋণ পেয়ে থাকে। অপরদিকে যার
সম্পদ নেই সে ঋণ পায় না। ফলে সুদী অর্থব্যবস্থায় গরীবের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত হয়।
১৭. সুদ ব্যবসা বাণিজ্যে অর্থ বিনিয়োগকে নিরূৎসাহিত করে।
১৮. সুদভিত্তিক অর্থনীতিতে সুদের হার ঝুঁকিমুক্ত ও পূর্বনির্ধারিত থাকে বলে অনেক সময় অর্থকে
অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয়ে থাকে।
১৯. সুদ মানুষের জ্ঞান, বুদ্ধি ও মেধার বিকাশে বাধা সৃষ্টি করে।
সুদের রাজনৈতিক কুফল
১. সুদ জাতিকে পরনির্ভরশীল করে তোলে। কারণ জাতীয় প্রয়োজনে অনেক সময় সরকারকে বিদেশী
ঋণ গ্রহণ করতে হয় কিন্তু দাতা দেশগুলো ঋণ দেয়ার সময় কতগুলো শর্তজুড়ে দেয়। ফলে
সরকারকে গৃহীত ঋণের বৃহৎ অংশই অনুৎপাদনশীল খাতে ব্যয় করতে হয়।
২. সুদী রাষ্ট্র ব্যবস্থায় এক শ্রেণীর প্রভাবশালী লোক অর্থলগ্ন প্রতিষ্ঠানগুলো থেকে ব্যক্তিগত সুবিধা
ভোগের অধিক সুযোগ পায়।
৩. সুদ সরকারের উপর বৈদেশিক ঋণের বোঝা ক্রমান্বয়ে বাড়িয়ে দেয়।
৪. সুদী রাষ্ট্র ব্যবস্থায় উন্নত দেশসমূহ দরিদ্র দেশসমূহের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার এবং আধিপত্য
স্থাপন করার সযোগ পায়।
৫. সুদ দেশের রাজনৈতিক অবস্থাকে বিশৃঙ্খল ও অস্থিতিশীল করে তোলে।
৬. সুদী রাষ্ট্র ব্যবস্থায় সুদ সরকারকে সমাজ কল্যাণমূলক কাজে অর্থ ব্যয়ে অনুৎসাহিত করে।
৭. সুদ দেশের রাজনৈতিক ক্ষমতাকে পুঁজিপতিদের হাতে তুলে দেয় এবং ক্ষমতার এককেন্দ্রিকতা সৃষ্টি
করে।
৮. সুদী রাষ্ট্রব্যবস্থায় জাতীয গুরুত্বপূর্ণ কাজে সরকারের সুদমুক্ত ঋণ পাবার কোন সুযোগ থাকে না।
১. উত্তর সঠিক হলে ‘স’ হলে আর মিথ্যা হলে ‘মি’ লিখুন।
ক. সুদ মানুষকে পর¯পরের প্রতি উদার হতে শিক্ষা দেয়।
খ. সুদ মানব চরিত্রের মহৎ গুণাবলীকে হ্রাস করে দেয়।
গ. সুদ ভিত্তিক সমাজে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের প্রসার ঘটে।
ঘ. সুদ প্রথা স¤পদকে সমাজের সকল মানুষের হাতে তুলে দেয়।
ঙ. সুদ ভিত্তিক অর্থনীতিতে সুদের হার যত বেশী হয়, দ্রব্যমূল্য তত কমে যায়।
চ. সুদ জাতীয় বিনিয়োগ ও উন্নয়নকে ব্যাহত করে।
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
১. সুদের নৈতিক কুফল আলোকপাত করুন।
২. সুদের সামাজিক কুফলের একটি চিত্র তুলে ধরুন।
৩. সুদের ৮টি অর্থনৈতিক কুফল উল্লেখ করুন।
৪. সুদের রাষ্ট্রীয় কুফলের কয়েকটি দিক উল্লেখ করুন।
রচনামূলক উত্তর-প্রশ্ন
১. সুদের নৈতিক ও সামাজিক কুফল স¤পর্কে আলোচনা করুন।
২. সুদের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কুফল স¤পর্কে একটি চিত্র তুলে ধরুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]