হাদীস গ্রন্থসমূহের স্তর বিন্যাস বিশদভাবে আলোচনা করুন।

হাদীস গ্রন্থসমূহের স্তর বিন্যাস
হিজরী তৃতীয় শতাব্দীতে হাদীস সংকলনের কাজ ব্যাপক আকার ধারণ করে। শুরু হয় বিভিন্ন ধরণ, আকৃতি ও প্রকৃতির
গ্রন্থাবদ্ধকরণ। এভাবে হাদীস শাস্ত্রের বহু গ্রন্থসংকলিত হয়। তবে গ্রন্থ গ্রহণযোগ্যতার বিচারে এক মানের ছিল না। এ
জন্য হাদীস বিশারদগণ গ্রন্থসমূহ বিভিন্ন স্তরে শ্রেণীকরণ করেছেন।
প্রথম স্তর
এ স্তরে রয়েছে, বুখারী, মুসলিম ও মুয়াত্তা মালিক। এতে বর্ণিত হাদীসগুলো মুতাওয়াতির, আহাদ ও হাসান পর্যায়ের।
দ্বিতীয় স্তর
এ স্তরে রয়েছে, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও মুসনাদে আহমাদ। এতে কিছু কিছু যঈফ হাদীসও রয়েছে।
তৃতীয় স্তর
এ স্তরে রয়েছে, মুসনাদে ইবনে আবি শইবা, মুসান্নাফু আবদির রাজ্জাক, বায়হাকী ও তাবারাণীসহ বেশ কিছু এমন গ্রন্থ
যে গ্রন্থসমূহে যঈফ হাদীসের সংখ্যাধিক্য রয়েছে এবং রাবীগণের অবস্থাও অস্পষ্ট।
চতুর্থ স্তর
এ স্তরে রয়েছে, ঐ গ্রন্থসমূহ যে-গুলো পরবর্তী যুগে গল্পকার, ওয়ায়েয সূফী, অবিশ্বস্তঐতিহাসিক এবং বিদআতীদের
থেকে সংকলিত হয়। হাদীস বর্ণনায় এগুলোর উপর নির্ভর করা যায় না। এগুলোর মধ্যে রয়েছে ইবনে শাহীন, আবুশ
শাইখসহ আরও কিছু গ্রন্থকার।
হাদীসগ্রন্থের নামকরণ
হাদীস সংকলনের ক্ষেত্রে হাদীসবেত্তাগণ বিভিন্ন ধরণ ও পদ্ধতি অনুসরণ করেন। তারই ভিত্তিতে হাদীস গ্রন্থগুলো বিভিন্ন
নামে পরিচিত ও প্রচলিত হয়। এখানে আমরা সেই পরিচিত ও প্রচলিত কিছু নামের আলোচনা করছি।
আস-সহীহ
যে হাদীস গ্রন্থে সহীহ ও সহীহভুক্ত (যেমন : আহাদ ও হাসান) হাদীসকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যঈফ হাদীসকে বর্জন
করা হয়েছে, তাকে সহীহ গ্রন্থ বলে যেমন : সহীহ আল-বুখারী (البخارى صحیح (ও সহীহ মুসলিম (مسلم صحیح(
মুসনাদ
যে হাদীস গ্রন্থে সাহাবীগণের নামানুসারে হাদীস সংকলিত হয়েছে, তাকে মুনসাদ গ্রন্থ বলে। যেমন মুসনাদে আবি দাউদ
তায়ালিসী (মৃ. ২০৪ হি:) ও মুসনাদে আহমাদ ইবনে হাম্বল (মৃ. ২৪১ হি:)।
জামে (হাদীসের বিশ্বকোষ)
যে হাদীস গ্রন্থে আটটি বিষয় সম্বলিত হাদীস সংকলিত হয়েছে তাকে জামে হাদীস গ্রন্থ বলে। বিষয়গুলো হলো- (ক)
ইতিহাস, (খ) আদাব (আচার-আচরণ), (গ) তাফসীর, (ঘ) আকায়েদ, (ঙ) ফিতান, (চ) আশরাত, (ছ) আহকাম,
(জ) মানাকিব।
সুনান
যে হাদীস গ্রন্থে ব্যবহারিক জীবনের শরীআতের বিধি-বিধান, হুকুম-আহকাম ও আদেশ-নিষেধমূলক হাদীস স্থান
পেয়েছে এবং ফিকাহের কিতাবের অনুরূপ অধ্যায় ও পরিচ্ছেদে সজ্জিত হয়েছ তাকে সুনান গ্রন্থ বলে। যেমন সুনানে
আবি দাউদ ও সুনানে নাসাঈ ইত্যাদি।
মুজাম
যে হাদীস গ্রন্থে শাইখ বা উস্তায, শহর ও গোত্রীয় নামের আদ্যক্ষরিক বর্ণমালাল ক্রমিকতা অবলম্বনে হাদীস সংকলিত
হয় তাকে মুজাম গ্রন্থ বলে। যেমন তাবারানীর (মৃ. ৩৬০ হি) আল-মুজাম আল-কাবীর, আল-আওসাত ও আল-সগীর।
মুস্তাদরাক
কোন হাদীস সংকলকের অনুসৃত শর্তানুযায়ী হওয়া সত্তে¡ও তার নিজস্ব গ্রন্থে যে সব হাদীস শামিল করা হয়নি সেগুলো যে
হাদীস গ্রন্থে সংকলিত হয় তাকে মুসতাদরাক বলে। যেমন : হাকেম কর্তৃক সংকলিত মুসতাদরাক।
প্রসিদ্ধ হাদীস গ্রন্থ
হাদীস শাস্ত্রের নাম জানা-অজানা অসংখ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মাঝে সহীহ হাদীসের সংকলন হিসাবে সুখ্যাতি
লাভ করেছে ছয়খানা কিতাব। এগুলো সিহাহ সিত্তাহ নামে পরিচিত। হাদীস বর্ণনায় এই ছয়টিকেই প্রাধান্য দেওয়া
হয়েছে।
সিহাহ (صحاح (শব্দটি (صحیح (সহীহ শব্দের বহুবচন। অর্থ বিশুদ্ধ, নির্ভুল, সহীহ। সিত্তা ستة মানে ছয়।
সুতরাং ‘সিহাহ সিত্তা’ বলা হয় হাদীস শাস্ত্রের সেই ছয়খানা নির্ভুল ও প্রামাণ্য সংকলনকে, যার বিশুদ্ধতা সর্বজনবিদিত ও
স্বীকৃত। হিজরী তৃতীয় শতাব্দীতে হাদীস চর্চা, লিখন, পরীক্ষণ-নিরীক্ষণ ও সংকলনের সোনালী যুগ। এ শতাব্দীতে যে
ছয়খানি নির্ভরযোগ্য, প্রামাণ্য এবং সর্বজনস্বীকৃত হাদীস গ্রন্থ সংকলিত হয়েছে, সেগুলোকেই একত্রে ‘সিহাহ সিত্তা’ বা
‘ষড়বিশুদ্ধ’ গ্রন্থ বলা হয়।
সিহাহ সিত্তাহর অন্তর্ভুক্ত গ্রন্থাবলীর তালিকা নি¤œরূপ
হাদীস গ্রন্থের নাম সংকলকগণের নাম জীবনকাল
১. সহীহুল বুখারী (البخارى صیح(
মুহাম্মদ ইবনে ইসমাঈল আল- বুখারী
(ইমাম বুখারী)
জ. ১৯৪ হি. মৃ. ২৫৬ হি.
২. সহীহ লি মুসলিম (لمسلم صحیح(
মুসলিম ইবনুল হাজ্জাজ (ইমাম
মুসলিম)
জ. ২০২ হি. মৃ. ২৬১ হি.
৩. সুনান আবি দাউদ ابى سنن(
داؤد)
সুলাইমান ইবনুল আশয়াস জ. ২০২ হি. মৃ. ২৭৫ হি.
৪. জামিউত তিরমিযী جامع(
الترمذى)
আবূ ঈসা মুহাম্মদ (ইমাম তিরমিযী) জ. ২০৯ হি. ২৭৯ হি.
৫. সুনানুন নাসাঈ (النسائ سنن (আবদুর রহমান আহমাদ ইবনে
শুয়াইব আন-নাসাঈ
জ. ২১৫ হি. মৃ. ৩০৩ হি.
৬. সুনান ইবনে মাজাহ ابن سنن(
ماجة)
মুহাম্মদ ইবনে ইয়াযিদ জ. ২০৭ হি. মৃ. ২৭৫ হি.
উল্লেখ্য, ‘সিহাহ সিত্তার ‘ষষ্ঠ গ্রন্থ কোনটি সে ব্যাপারে অবশ্য মুহাদ্দিসগণ বিভিন্ন মত পোষণ করেন। কারো কারো মতে,
সিহাহ সিত্তার ষষ্ঠ গ্রন্থ হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। আবার কারো কারো মতে, সনানু আদ-দারিমী। তবে অধিকাংশের
এবং নির্ভরযোগ্য মত, সিহাহ সিত্তা’র ষষ্ঠ গ্রন্থ হচ্ছে সুনানে ইবনে মাজাহ।
সিহাহ সিত্তা’হর বাইরে কয়েকটি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ-
ক্রম. গ্রন্থের নাম সংকলকের নাম রচনাকাল
১. মুয়াত্তা ইমাম মালিক (র)
২. সুনানে দারিমী ইমাম দারিমী
৩. সহীহ ইবনে খুযাইমা আবূ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক ৩১১ হি
৪. সহীহ ইবনে হিব্বান আবূ হাতেম মুহাম্মাদ ইবনে হিব্বান ৩৫৪ হি
৫. আল-মুস্তাদ্রাক হাকিম আবূ আব্দুল্লাহ আন-নিশাপুরী ৪২০ হি
৬. আল-মুকতারাহ জিয়াউদ্দিন মাক্সিদী ৭৪৩ হি
৭. সহীহ আবূ আওয়ানা ইমাম ইয়াকুব ৩৩১ হি
সারকথা
রাসূল (স)-এর সকল হাদীসই সহীহ। তবে, সনদ, বর্ণনাকারীদের সংখ্যা, তাদের গুণাগুণ ও বর্ণনার ধারাবিহকতা
ইত্যাদির বিবেচনায় হাদীস বিজ্ঞানীগণ হাদীসকে বিভিন্ন শ্রেণীভুক্ত করেছেন। এ শ্রেণী বিভাগের ফলে হাদীসের
বিশুদ্ধতা, গ্রহণযোগ্যতা ও বির্ভরযোগ্যতা প্রমাণিত হয়। হাদীস বিজ্ঞানীগণ হাদীস সংকলনকে বিভিন্ন মূলনীতির
আলোকে বিন্যস্তকরেছেন। আর ঐ মূলনীতি অনুসারে নাম রেখেছেন। হাদীসের অগণিত গ্রন্থ সংকলিত হয়েছে। এর
মধ্যে সিহাহ সিত্তাহর ছয়টি হাদীস গ্রন্থ সংকলন বিশুদ্ধতার বিচারে সর্বজনস্বীকৃত। এছাড়াও মুয়াত্তা, সুনানে দারেমী,
ইবনে খুজায়মা প্রভৃতি গ্রন্থ গ্রহণযোগ্য।
সঠিক উত্তরে টিক চিহ্ন দিন
১. হাদীস গ্রন্থসমূহকে ক’টি স্তরে ভাগ করা হয়েছে ?
ক. ৫ টি খ. ৬ টি
গ. ৪ টি ঘ. ৩ টি
২. হাদীস গ্রন্থসমূহের দ্বিতীয় স্তরের একটি গ্রন্থ হলক. বুখারী খ. মুয়াত্তা মালিক
গ. আবু দাউদ ঘ. বায়হাকী
৩. ইমাম বুখারী কত হিজরী সালে ইনতিকাল করেন ?
ক. ১৯৪ হিজরী সালে খ. ২৫৬ হিজরী সালে
গ. ২০৪ হিজরী সালে ঘ. ২৭০ হিজরী সালে
৪. সহীহ ইবনে হিব্বান কত সালে রচিত হয় ?
ক. ৩১১ হিজরী সালে খ. ৪২০ হিজরী সালে
গ. ৩৫৪ হিজরী সালে ঘ. ৩৫০ হিজরী সালে
নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর ঃ ১. গ, ২. গ, ৩. খ, ৪. গ
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
১. হাদীস সংকলনের স্তর বিন্যাস করুন।
২. ৪র্থ স্তরের হাদীস গ্রন্থসমূহের বিবরণ দিন।
৩. কয়েকটি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ ও তার লেখকের নাম উল্লেখ করুন।
৪. ৩ টি সুনান গ্রন্থ ও এর সংকলকের নাম লিখুন।
ইসলামিক স্টাডিজ-১ : উলূমুল কুরআন ও উলূমুল হাদীস বিএ/বিএসএস প্রোগ্রাম
বিশদ উত্তর-প্রশ্ন
১. হাদীস গ্রন্থসমূহের স্তর বিন্যাস বিশদভাবে আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]