প্রতিবর্তন কাকে বলে? প্রতিবর্তনের নিয়মগুলি কি কি? উদাহরণসহ অ, ঊ, ও, ও ঙ বচনের প্রতিবর্তন দেখান।

আবর্তনের সংজ্ঞা
যে অমাধ্যম অনুমানে সত্যমূল্য অপরিবর্তিত রেখে একটি বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের পার¯পরিক
স্থান পরিবর্তন করে অন্য একটি বচনে উপনীত হওয়া যায় তাকে আবর্তন বলে। যে বচনটি দেয়া থাকে
তাকে ‘আবর্তনীয়’ এবং আবর্তন করে যে বচন পাওয়া যাবে তাকে বলা হয় ‘আবর্তিত’।
আবর্তনের নিয়মাবলী
আবর্তনের নিয়মগুলি নিæরূপ
১। আবর্তনীয়ের উদ্দেশ্য আবর্তিতের বিধেয় হবে।
২। আবর্তনীয়ের বিধেয় আবর্তিতের উদ্দেশ্য হবে।
৩। আবর্তনীয় ও আবর্তিতের গুণ একই হবে। অর্থাৎ আবর্তনীয় ইতিবাচক হলে আবর্তিতও ইতিবাচক
হবে এবং আবর্তনীয় নেতিবাচক হলে আবর্তিতও নেতিবাচক হবে।
৪। আবর্তনীয়ে যে পদ ব্যাপ্য হয়নি আবর্তিতে সে পদ ব্যাপ্য হবে না।
আবর্তনের প্রকার
আবর্তন দু’প্রকার। যথা ১. সরল আবর্তন ২. ও অসরল আবর্তন।
যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক থাকে তাকে সরল আবর্তন বলে।
যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। অ বচনের
আবর্তনকে অ-সরল আবর্তন বলে। কারণ অ বচনের আবর্তন করলে ও বচন পাওয়া যায়। অ সার্বিক
বচন আর ও বিশেষ বচন। তাই তাদের পরিমাণ ভিন্ন।
অ, ঊ, ও ও ঙ বচনের আবর্তন
এখন অ, ঊ, ও ও ঙ এই চার রকমের শর্তনিরপেক্ষ বচনকে আবর্তিত করে দেখা যাক কি সিদ্ধান্ত
পাওয়া যায়।
ঊ বচনের আবর্তন
আবর্তনের যে নিয়ম রয়েছে তাতে ঊ ও ও বচনের আবর্তন সব সময়ই বৈধ। বৈধ বলার অর্থ এদের
আশ্রয়বাক্য ও সিদ্ধান্তউভয়ের সত্যমূল্য এক। যেমন
ঊ ‘কোন কাক নয় গরু।’ আবর্তনীয়
ঊ  ‘কোন গরু নয় কাক।’ আবর্তিত
এখানে আবর্তনীয় ঊ বচনের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। কাজেই উদ্দেশ্য ও বিধেয়ের
পার¯পরিক স্থান পরিবর্তনের ফলে ব্যাপ্যতা স¤পর্কিত নিয়ম লঙ্ঘিত হচেছ না। ফলে আশ্রয়বাক্য ও
সিদ্ধান্তের সত্যমূল্যও এক।
ও বচনের আবর্তন
ও ‘কোন কোন ছাত্র হয় কবি।’ আবর্তনীয়
ও ‘কোন কোন কবি হয় ছাত্র।’ আবর্তিত
এখানে আবর্তনীয় ও বচনের কোন পদই ব্যাপ্য নয়। কাজেই উদ্দেশ্য ও বিধেয়ের পার¯পরিক স্থান
পরিবর্তনের ফলে ব্যাপ্যতা স¤পর্কিত নিয়ম লি ঘত হচেছ না। তাছাড়া এখানে আশ্রয়বাক্য ও
সিদ্ধান্তের সত্যমূল্য এক। এ দু’টি বচনের যৌক্তিক মূল্য এক হওয়ায় এদের যে কোন একটি বচন থেকে
অন্যটি বৈধভাবে অনুমান করা যায়।
অ বচনের আবর্তন
আবর্তন প্রক্রিয়ার সাহায্যে অ থেকে বৈধভাবে অ বচন পাওয়া যায় না। যেমন
অ ‘সকল গরু হয় চতু®পদ প্রাণী।’ আবর্তনীয়
অ ‘সকল চতু®পদ প্রাণী হয় গরু’। আবর্তিত
এ অনুমান বৈধ নয় কেননা দু’টি বচন সমমানের নয়। এখানে প্রদত্ত আশ্রয়বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত
মিথ্যা। কেননা সব চতু®পদ প্রাণী ¯পষ্টতই গরু নয়। তাছাড়া এখানে ব্যাপ্যতার নিয়মও লঙ্ঘন করা
হয়েছে। ‘চতু®পদ প্রাণী’ আশ্রয়বাক্যে ব্যাপ্য ছিল না কিন্তু সিদ্ধান্তেতা ব্যাপ্য হয়েছে।
প্রাচীন যুক্তিবিদগণ এজন্য অ বচনকে একটু ভিন্ন পদ্ধতিতে আবর্তন করেন এবং একে বৈধ মনে করেন।
এই আবর্তনকে ‘সীমায়িত আবর্তন’ বা ‘অসরল আবর্তন’ বলা হয়। এ ধরনের আবর্তনে আবর্তনের সকল
নিয়ম ঠিক রেখে শুধু পরিমাণের পরিবর্তন করে আবর্তন করা হয়। এ আবর্তন নিæরূপ
অ ‘সকল গরু হয় চতু®পদ প্রাণী।’ আবর্তনীয়
ও  ‘কোন কোন চতু®পদ প্রাণী হয় গরু।’ আবর্তিত
আধুনিক যুক্তিবিদগণ অ বচনের এ ধরনের আবর্তনকে বৈধ বলেন না। কেননা অ এবং তার আবর্তিত ও
বচন সমমানের বচন নয়।
ঙ বচনের আবর্তন
ঙ বচনের আবর্তন বৈধ নয়। একটি ঙ বচন নিয়ে দেখা যাক কেন ঙ বচনের আবর্তন বৈধ নয়।
ঙ ‘ কোন কোন প্রাণী নয় বিড়াল।’ আবর্তনীয়
ঙ ‘কোন কোন বিড়াল নয় প্রাণী।’ আবর্তিত
এখানে আবর্তনীয় বচন সত্য কিন্তু আবর্তিত বচনটি মিথ্যা। সুতরাং ঙ বচনের আবর্তনের বেলায় কোন
ক্ষেত্রেই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সত্যমূল্য এক হয় না।
এসএসএইচএল
সাবেকী যুক্তিবিদ্যা পৃষ্ঠা- ৫৪
সারাংশ
এই পাঠের আলোচনা থেকে আমরা যে বৈধ আবর্তন পেলাম তার একটি তালিকা দেয়া হল
বৈধ আবর্তন
আবর্তনীয় আবর্তিত
অ সকল ঝ হয় চ ও  কোন কোন চ হয় ঝ (অসরল আবর্তন)
ঊ কোন ঝ নয় চ ঊ  কোন চ নয় ঝ
ও কোন কোন ঝ হয় চ ও  কোন কোন চ হয় ঝ
ঙ কোন কোন ঝ নয় চ আবর্তিত বচন পাওয়া যায় না
রচনামূলক প্রশ্ন
১। আবর্তনের সংজ্ঞা দিন। এর নিয়মগুলি উল্লেখ করুন এবং ঙ বচনের আবর্তন সম্ভব নয় কেন? ব্যাখ্যা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। আবর্তনের নিয়মগুলি লিখুন।
২। অ বাক্যের আবর্তন করুন।
৩। ঙ বাক্যের আবর্তন সম্ভব নয় কেন?
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন
১। আবর্তন কত প্রকার
ক) দু’প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার।
২। ঊ বচনের আবর্তিত বচন
ক) অ বচন খ) ঊ বচন
গ) চ বচন ঘ) ঙ বচন।
৩। ‘কোন কোন বিড়াল হয় গৃহপালিত প্রাণী’ বচনটির আবর্তিত রূপ
ক) কোন গৃহপালিত প্রাণী নয় বিড়াল। খ) কোন কোন বিড়াল নয় গৃহপালিত প্রাণী।
গ) কোন কোন গৃহপালিত প্রাণী হয় বিড়াল। ঘ) সকল গৃহপালিত প্রাণী হয় বিড়াল।
সঠিক উত্তর
১। ক) দু’প্রকার ২। খ) ঊ বচন ৩। গ) কোন কোন গৃহপালিত প্রাণী হয় বিড়াল। প্রতিবর্তনের সংজ্ঞা
প্রতিবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান। যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে
সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে এবং গুণ পরিবর্তন করে কিন্তু অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত
অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে।
প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে প্রতিবর্তনীয় এবং অনুমিত সিদ্ধান্তকে প্রতিবর্তিত বলে।
প্রতিবর্তনের নিয়মাবলী
প্রতিবর্তনের নিয়মাবলী নিæরূপ
১। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের উদ্দেশ্য একই পদ হবে।
২। প্রতিবর্তনীয়ের বিধেয়ের বিরুদ্ধ পদ প্রতিবর্তিতের বিধেয় পদ হবে।
৩। প্রতিবর্তনীয়ের ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় ইতিবাচক হলে প্রতিবর্তিত
নেতিবাচক হবে আর প্রতিবর্তনীয় নেতিবাচক হলে প্রতিবর্তিত ইতিবাচক হবে।
৪। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের পরিমাণ একই হবে।
অ, ঊ, ও, ও ঙ বচনের প্রতিবর্তন
এখন আমরা অ, ঊ, ও ও ঙ এই চারটি বচনের প্রতিবর্তন কিরূপ হয় তা দেখব
অ- সকল মহিলা হয় নাগরিক। প্রতিবর্তনীয়
ঊ  কোন মহিলা নয় অ-নাগরিক। প্রতিবর্তিত
এ দু’টি বচন সমমানের বচন এবং এদের যে কোন একটি বচন থেকে অন্য বচনটি বৈধভাবে অনুমান
করা যায়। যে কোন আদর্শ আকারের শর্তনিরপেক্ষ বচনের ক্ষেত্রেই প্রতিবর্তনকে বৈধভাবে প্রয়োগ করা
যায়।
ঊ কোন কুকুর নয় বিড়াল। প্রতিবর্তনীয়
অ  সকল কুকুর হয় অবিড়াল। প্রতিবর্তিত।
অনুরূপভাবে
ও কোন কোন কুকুর হয় গৃহপালিত। প্রতিবর্তনীয়
ঙ কোন কোন কুকুর নয় অগৃহপালিত। প্রতিবর্তিত।
ঙ কোন কোন মহিলা নয় কবি। প্রতিবর্তনীয়
ও  কোন কোন মহিলা হয় অ-কবি। প্রতিবর্তিত।
সারাংশ
এই পাঠে আমরা আমাদের আলোচনা থেকে বিভিন্ন বচনের যে প্রতিবর্তন পেলাম তা একটি তালিকার
মাধ্যমে প্রকাশ করতে পারি
প্রতিবর্তন
প্রতিবর্তনীয় প্রতিবর্তিত
অ সকল ঝ হয় চ ঊ  কোন ঝ নয় অ চ
ঊ কোন ঝ নয় চ অ  সকল ঝ হয় অ চ
ও কোন কোন ঝ হয় চ ঙ কোন কোন ঝ নয় অ চ
ঙ কোন কোন ঝ নয় চ ও  কোন কোন ঝ হয় অ চ
রচনামূলক প্রশ্ন
১। প্রতিবর্তন কাকে বলে? প্রতিবর্তনের নিয়মগুলি কি কি? উদাহরণসহ অ, ঊ, ও, ও ঙ বচনের প্রতিবর্তন দেখান।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। প্রতিবর্তনের উদাহরণসহ সংজ্ঞা দিন।
২। প্রতিবর্তনের নিয়মগুলি লিখুন।
৩। অ, ঊ, ও ও ঙ বচনের প্রতিবর্তন দেখান।
ই) বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন
১। অ বচনের প্রতিবর্তন করলে বচন পাওয়া যায়
ক) ঊ বচন খ) ও বচন
গ) ঙ বচন ঘ) অ বচন।
২। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে বলা হয়
ক) আশ্রয় বচন খ) প্রতিবর্তিত
গ) প্রতিবর্তনীয় ঘ) প্রতিবর্তন।
৩। ‘কোন কোন কুকুর হয় বিশ্বস্তপ্রাণী’ এই বচনটির প্রতিবর্তিত রূপ
ক) কোন কোন বিশ্বস্তপ্রাণী হয় কুকুর। খ) কোন কোন অ-বিশ্বস্তপ্রাণী হয় কুকুর।
গ) কোন কোন অ-কুকুর হয় বিশ্বস্তপ্রাণী। ঘ) কোন কোন কুকুর নয় অ-বিশ্বস্তপ্রাণী।
সঠিক উত্তর
১। ক) ঊ বচন ২। গ) প্রতিবর্তনীয় ৩। ঘ) কোন কোন কুকুর নয় অ-বিশ্বস্তপ্রাণী।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]