ন্যায় অনুমানে দু’টি আশ্রয়বাক্য থাকে এবং ন্যায় অনুমানের দু’টি আশ্রয়বাক্যের প্রত্যেকটিতে হেতুপদ
একবার করে থাকে। এই হেতুপদের অবস্থানের ওপরই সংস্থান নির্ভর করে। তাহলে আমরা বলতে
পারি যে ন্যায় অনুমানের আশ্রয়বাক্য দু’টিতে হেতুপদের অবস্থানের ফলে ন্যায় অনুমানের যে আকার
হয় তাকে ন্যায় অনুমানের সংস্থান বলে।
হেতুপদটি সাধ্য আশ্রয়বাক্যে উদ্দেশ্য কিংবা বিধেয়ের স্থানে থাকতে পারে। আবার পক্ষ আশ্রয়বাক্যে
উদ্দেশ্য কিংবা বিধেয়ের স্থানে থাকতে পারে। উভয় আশ্রয়বাক্যে হেতুপদটি এরূপ চারভাবে থাকতে
পারে। তাই ন্যায় অনুমানের মোট ৪টি সংস্থান আছে।
১। হেতুপদটি সাধ্য আশ্রয়বাক্যে উদ্দেশ্য এবং পক্ষ আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে থাকতে পারে। হেতু
পদ এভাবে থাকলে তাকে ন্যায় অনুমানের প্রথম সংস্থান বলে। যেমন
গ চ সকল মানুষ হয় প্রাণী।
ঝ গ কোন গরু নয় মানুষ।
ঝ চ সুতরাং কোন গরু নয় প্রাণী।
২। হেতুপদ উভয় আশ্রয়বাক্যে বিধেয় হিসেবে থাকলে তাকে ন্যায় অনুমানের দ্বিতীয় সংস্থান বলে।
যেমন
চ গ সকল মানুষ হয় প্রাণী।
ঝ গ সকল গরু হয় প্রাণী।
ঝ চ সুতরাং সকল গরু হয় মানুষ।
৩। হেতুপদ উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য হিসেবে থাকলে তাকে ন্যায় অনুমানের তৃতীয় সংস্থান বলে।
যেমন
গ চ সকল মানুষ হয় প্রাণী।
গ ঝ কোন মানুষ নয় গরু।
ঝ চ সুতরাং কোন গরু নয় প্রাণী।
৪। হেতুপদ সাধ্য আশ্রয়বাক্যে বিধেয় এবং পক্ষ আশ্রয়বাক্যে উদ্দেশ্য হিসেবে থাকলে তাকে ন্যায়
অনুমানের চতুর্থ সংস্থান বলে। যেমন
চ গ সকল মানুষ হয় প্রাণী।
গ ঝ কোন প্রাণী নয় অমর।
ঝ চ সুতরাং কোন অমর (জীব) নয় মানুষ।
আমরা নিæলিখিত ছকের মাধ্যমে হেতুপদের অবস্থান দেখাতে পারি
প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান
চ চ গ গ চ চ
গ
ঝ
গ গ ঝ
গ
গ গ
ঝ ঝ
রচনামূলক প্রশ্ন
১। সংস্থানের সংজ্ঞা দিন। বিভিন্ন প্রকার সংস্থান বর্ণনা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। সংস্থান কত প্রকার ও কি কি?
২। চতুর্থ সংস্থান ব্যাখ্যা করুন।
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন
১। সংস্থান নির্ণিত হয়
ক) সাধ্য পদের অবস্থান অনুযায়ী খ) পক্ষ পদের অবস্থান অনুযায়ী
গ) হেতুপদের অবস্থান অনুযায়ী ঘ) সিদ্ধান্তের অবস্থান অনুযায়ী।
সঠিক উত্তর
১। গ) হেতু পদের অবস্থান অনুযায়ী।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত