ন্যায় অনুমানের মূর্তি
প্রত্যেকটি ন্যায় অনুমানের একটি মূর্তি আছে। ন্যায় অনুমানের বচনগুলোর গুণ ও পরিমাণ অনুসারে
মূর্তিগঠিত হয়। ন্যায় অনুমানে বচনের গুণ ও পরিমাণের বিভিন্নতার জন্য আমরা বিভিন্ন মূর্তিপাই।
মূর্তিকথাটি দু’টি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন
ব্যাপক অর্থে
১। আশ্রয়বাক্য দু’টি ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায় অনুমান যে আকার ধারণ করে তাকে
ন্যায় অনুমানের মূর্তিবলে।
সংকীর্ণ অর্থে
২। মূর্তিবলতে শুধু ন্যায় অনুমানের বৈধ মূর্তিবোঝায়।
গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য বা বচনকে চার ভাগে ভাগ করা হয়েছে অ, ঊ, ও ও ঙ। এই
বাক্যগুলো ন্যায় অনুমানের আশ্রয়বাক্য হিসেবে ব্যবহৃত হয়। সাধ্য আশ্রয়বাক্যটি এই চার প্রকার
বাক্যের যে কোন একটি হতে পারে। আবার পক্ষ আশ্রয়বাক্যটি এই চার প্রকার বাক্যের যে কোন একটি
হতে পারে।
সুতরাং আশ্রয়বাক্য দু’টির গুণ ও পরিমাণের ভিন্নতার ফলে ন্যায় অনুমানের মূর্তিহতে পারে ১৬টি।
যেমন
ক্রমিক
সংখ্যা
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
সাধ্য
আশ্রয়বাক্য
অ অ অ অ ঊ ঊ ঊ ঊ ও ও ও ও ঙ ঙ ঙ ঙ
পক্ষ
আশ্রয়বাক্য
অ ঊ ও ঙ অ ঊ ও ঙ অ ঊ ও ঙ অ ঊ ও ঙ
ন্যায় অনুমানের এই ১৬টি মূর্তিচারটি সংস্থানে বসালে মোট (১৬ ৪) = ৬৪টি মূর্তিপাওয়া যাবে।
কিন্তু আশ্রয়বাক্যগুলোর সাথে সিদ্ধান্তের গুণ ও পরিমাণ বিবেচনা করলে মূর্তির সংখ্যা আরো বেড়ে
যাবে। তখন মূর্তির সংখ্যা হবে (৬৪ ৪) = ২৫৬ টি। যদি মূর্তিবলতে শুধু বৈধ মূর্তিধরা হয়
তাহলে চারটি সংস্থানে প্রাথমিকভাবে মূর্তির সংখ্যা হবে ১৯টি। বৈধ মূর্তিবলতে যেসব মূর্তিতে বৈধ
সিদ্ধান্তঅনুমিত হতে পারে সেসব মূর্তিকে বুঝায়।
আশ্রয়বাক্য দু’টির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায় অনুমানে যে ১৬টি মূর্তিপাওয়া যায় তাতে ন্যায়
অনুমানের নিয়মগুলো প্রয়োগ করলে দেখা যাবে যে ৮টি মূর্তিথেকে কোন বৈধ সিদ্ধান্তঅনুমান করা যায়
না। যেমন ঊঊ, ঊঙ, ঙঊ, ঙঙ এই চারটি মূর্তিথেকে কোন সংস্থানেই সিদ্ধান্তঅনুমান করা যায়
না; কেননা এদের উভয় আশ্রয়বাক্যই নেতিবাচক। আবার উভয় আশ্রয়বাক্যই বিশেষ বলে ওও, ওঙ, ঙও
থেকেও কোন সিদ্ধান্তঅনুমান করা যায় না এবং ওঊ মূর্তিথেকেও কোন বৈধ সিদ্ধান্তঅনুমান করা যায়
না; কারণ সাধ্য আশ্রয়বাক্য বিশেষ এবং পক্ষ আশ্রয়বাক্য নেতিবাচক। অবশিষ্ট আটটি মূর্তিহচেছ বৈধ
মূর্তি। এই আটটি হচেছ অঅ, অঊ, অও, অঙ, ঊঅ, ঊও, ওঅ এবং ঙঅ। এগুলোর মধ্যেও সব
সংস্থানে বৈধ সিদ্ধান্তপাওয়া যায় না। সব সংস্থান মিলিয়ে যে কয়টি বৈধ মূর্তি(প্রচলিত যুক্তিবিদ্যা
অনুসারে) পাওয়া যায় তা নিæে তুলে ধরা হল
বৈধ মূর্তিসমূহ
প্রথম সংস্থানের বৈধ মূর্তি অঅঅ, ঊঅঊ, অওও, ঊওঙ
দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি ঊঅঊ, অঊঊ, ঊওঙ, অঙঙ
তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি অঅও, ওঅও, অওও, ঊঅঙ, ঙঅঙ, ঊওঙ
চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি অঅও, অঊঊ, ওঅও, ঊঅঙ, ঊওঙ
কিন্তু আধুনিক যুক্তিবিদরা অঅও ৩, ঊঅঙ ৩, অঅও ৪ এবং ঊঅঙ ৪ কে বৈধ মূর্তিবলে স্বীকার
করেন না। এ চারটি মূর্তির ক্ষেত্রে ন্যায় অনুমানের ষষ্ঠ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এদের উভয়
আশ্রয়বাক্য সামান্য বচন এবং এসব সামান্য বচন থেকে বিশেষ বচনকে সিদ্ধান্তটানার জন্য এ চারটি
মূর্তির বেলায় ‘অস্তিত্বমূলক দোষ’ হয়েছে। কাজেই আধুনিক যুক্তিবিদ্যায় চারটি সংস্থানে মোট ১৫টি বৈধ
মূর্তিস্বীকার করা হয়েছে। প্রথম সংস্থানে চারটি, দ্বিতীয় সংস্থানে চারটি, তৃতীয় সংস্থানে চারটি এবং
চতুর্থসংস্থানে তিনটি বৈধ মূর্তিরয়েছে
অঅঅ ১ ঊঅঊ ২ ওঅও ৩ অঊঊ ৪
ঊঅঊ ১ অঊঊ ২ অওও ৩ ওঅও ৪
অওও ১ ঊওঙ ২ ঙঅঙ ৩ ঊওঙ ৪
ঊওঙ ১ অঙঙ ২ ঊওঙ ৩
বিশেষ নিয়ম
প্রতিটি সংস্থানের আবার কিছু বিশেষ নিয়ম রয়েছে। এই নিয়মগুলো মেনে চললে আমরা বৈধ মূর্তিগুলো
পাই। এই নিয়মগুলো নিæরূপ
প্রথম সংস্থানের বিশেষ নিয়ম
১. সাধ্য আশ্রয়বাক্যটি অবশ্যই সার্বিক বাক্য হবে এবং
২. পক্ষ আশ্রয়বাক্যটি অবশ্যই ইতিবাচক হবে।
দ্বিতীয় সংস্থানের বিশেষ নিয়ম
১. সাধ্য আশ্রয়বাক্যটি অবশ্যই সার্বিক হবে এবং
২. একটি আশ্রয়বাক্য অবশ্যই নেতিবাচক হবে।
তৃতীয় সংস্থানের বিশেষ নিয়ম
১. পক্ষ আশ্রয়বাক্যটি অবশ্যই ইতিবাচক হবে এবং
২. সিদ্ধান্তটি বিশেষ যুক্তিবাক্য হবে।
চতুর্থ সংস্থানের বিশেষ নিয়ম
১.সাধ্য আশ্রয়বাক্যটি ইতিবাচক হলে পক্ষ আশ্রয়বাক্যটি অবশ্যই সার্বিক বাক্য হবে এবং
২. পক্ষ আশ্রয়বাক্যটি ইতিবাচক হলে সিদ্ধান্তটি বিশেষ যুক্তিবাক্য হবে।
রচনামূলক মূল্যায়ন
১। মূর্তিকাকে বলে? বৈধ মূর্তিসমূহ উল্লেখ করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। মূর্তিকাকে বলে? প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি।
২। চতুর্থ সংস্থানের দু’টি মূর্তির নাম লিখুন। উদাহরণসহ মূর্তিদু’টি ব্যাখ্যা করুন।
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন
১। সব সংস্থান মিলিয়ে (প্রচলিত যুক্তিবিদ্যায়) বৈধ মূর্তি
ক) ১০টি খ) ১৫টি
গ) ১৯টি ঘ) ২০টি।
২। মূর্তিগঠিত হয়
ক) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে
খ) হেতুপদের অবস্থান অনুসারে
গ) আশ্রয়বাক্যের গুণ অনুসারে
ঘ) সিদ্ধান্তের পরিমাণ অনুসারে।
সঠিক উত্তর
১। গ) ১৯টি ২। ক) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত