প্রতীকায়নের মাধ্যমে সাধারণ ভাষার অ¯পষ্টতা ও দ্ব্যর্থকতা দূর করা সম্ভব- ব্যাখ্যা করুন।

প্রতীকী যুক্তিবিদ্যায় সাধারণ ভাষায় প্রকাশিত যুক্তিগুলোকে প্রতীকায়িত করে তার বৈধতা নিরূপণ করা
হয়। বৈধ যুক্তির সাধারণ নিয়মগুলোকে যথাসম্ভব প্রতীকায়িত করে বিবৃত করা হয়। যুক্তিবিদ্যায়
প্রতীকের এই ব্যবহারের নানাবিধ উপকারিতা রয়েছে। প্রথমত চিন্তার ক্ষেত্রে শ্রম লাঘব হয়, ফলে কোন
জটিল অনুমানের ব্যাপারে অগ্রগমন সহজ হয়। দ্বিতীয়ত প্রতীকায়নের ফলে বচনের আকারটি সহজে
বুঝা যায়; এর ফলে কেবলমাত্র চোখে দেখে যান্ত্রিকভাবে এবং উচচতর বুদ্ধির প্রয়োগ ছাড়াই যুক্তির বৈধতা নিরূপণ করা যায়।
সাধারণ ভাষার সীমাবদ্ধতা পরিহার
প্রতীক ব্যবহারের মাধ্যমে সাধারণ ভাষার অনেক দোষ-ত্রæটি বা সীমাবদ্ধতা পরিহার করা সম্ভব হয়।
সাধারণ ভাষায় অনেক শব্দের অর্থ অ¯পষ্ট থাকে কিংবা দ্ব্যর্থক অর্থাৎ শব্দের একাধিক অর্থ থাকে।
শব্দের অ¯পষ্টতা ও দ্ব্যর্থকতার কারণে যুক্তিবিন্যাস ভ্রান্তবা বিচ্যুত হতে পারে। প্রতীক
ব্যবহার করলে শব্দের অ¯পষ্টতা ও অর্থের বিভিন্নতা সু¯পষ্ট হয়। ফলস্বরূপ যুক্তিবিন্যাস যথার্থ হওয়ার > সম্ভাবনা থাকে।
বাক্য বা বচনের আকারগত অ¯পষ্টতা দূর করার ক্ষেত্রেও প্রতীকের ব্যবহার গুরুত্বপূর্ণ। নিচের বাক্যগুলো দেখে মনে হয় এসব বাক্স একই আকারবিশিষ্ট
ক. মারুফ মরণশীল।
খ. মানুষ মরণশীল।
গ. মানুষ অস্তিত্বশীল।
কিন্তু প্রকৃতপক্ষে এসব একই আকারের বাক্য নয়। প্রথমটি একটি উদ্দেশ্য- বিধেয়মূলক বাক্য, যেখানে
মারুফ নামক ব্যক্তির অস্তিত্ব স্বীকার করে নিয়ে তাঁর প্রতি একটি গুণ আরোপ করা হয়েছে। দ্বিতীয়টিতে
কোন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব স্বীকার বা অস্বীকার না করে কেবল মনুষ্যত্ব ও মরণশীলতার মধ্যে একটি
সম্বন্ধকে উল্লেখ করা হয়েছে। তৃতীয়টিতে কোন গুণও আরোপ করা হয়নি, মানুষের অস্তিত্বও স্বীকার
করে নেয়া হয়নি; কেবল মানুষের অস্তিত্বকে ঘোষণা করা হয়েছে। বাক্য তিনটির এই যে আকারগত বা
যৌক্তিক ভিন্নতা তা সাধারণ ভাষায় প্রকাশের কারণে ¯পষ্ট হয়ে ওঠেনি। কিন্তু প্রতীক ব্যবহার করলে
আলোচ্য বাক্য তিনটির ভিন্নতা সহজে ফুটে ওঠে
ক  গস এখানে, গ = মরণশীল
খ  (ী) (ঐী  গী) ঐ = মানুষ
গ  (ী) ঐী স = মারুফ
বাক্য বা বচনের আকারগত ভিন্নতা ¯পষ্ট হলেই যুক্তির আকারগত বৈধতা নিরূপণ সম্ভব।
বক্তব্যের সারকথার প্রতি মনোযোগ
প্রতীক ব্যবহারের মাধ্যমে আমরা বক্তব্য বিষয়ের অনাবশ্যক অংশ বাদ দিতে পারি এবং আবশ্যক
অংশের প্রতি মনোযোগী হতে পারি। ফলস্বরূপ আমাদের চিন্তা ও শ্রম লাঘব হয়। যুক্তির মূর্ত রূপের
চেয়ে বিমূর্ত রূপের দিকে তাকালে তার আকারটি সহজে বুঝা যায়। বিমূর্ত রূপকে কথায় বা লেখার
মাধ্যমে প্রকাশ করতেও সময় ও শ্রম কম ব্যয় হয়। উদাহরণস্বরূপ একই যুক্তির নি¤োক্ত দু’টি রূপ লক্ষণীয় মূর্ত রূপ বিমূর্ত রূপ সকল মানুষ হয় মরণশীল। মারুফ একজন মানুষ। অতএব, মারুফ হয় মরণশীল। (ী) (ঐী  গী) ঐস গস
জটিল যুক্তির আকার অনুধাবন
প্রতীক ব্যবহারের মাধ্যমে আমরা জটিল যুক্তিগুলির আকার সহজে অনুধাবন করতে পারি। সহজে
এসবের প্রমাণ দাঁড় করাতে এবং প্রদত্ত প্রমাণের বৈধতা পরীক্ষা করতে পারি। এমন অনেক দীর্ঘ ও
জটিল যুক্তি আছে যাদের বৈধতা একমাত্র প্রতীকায়ন দ্বারাই নিরূপণ করা সম্ভব।
রচনামূলক প্রশ্ন
১। প্রতীক ব্যবহারের উপযোগিতা বর্ণনা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। প্রতীকায়নের মাধ্যমে সাধারণ ভাষার অ¯পষ্টতা ও দ্ব্যর্থকতা দূর করা সম্ভব- ব্যাখ্যা করুন।
২। প্রতীকায়নের ফলে বক্তব্যের সারকথার প্রতি মনোযোগী হওয়া যায়- ব্যাখ্যা করুন।
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন
১। প্রতীকায়নের মাধ্যমে
ক) শব্দের অ¯পষ্টতা দূর হয় খ) শব্দের দ্ব্যর্থকতা দূর হয়
গ) বচনের আকার ¯পষ্টতর হয় ঘ) উপরের সবগুলোই সত্য।
২। প্রতীকায়নের মাধ্যমে
ক) বক্তব্যের অনাবশ্যক অংশ বর্জন করা যায়
খ) আবশ্যক অংশের প্রতি মনোযোগী হওয়া যায়
গ) যুক্তির আকারটি সহজে বুঝা যায়
ঘ) উপরের সবগুলোই সত্য।
৩। প্রতীকায়নের মাধ্যমে আমরা
ক) জটিল যুক্তির আকার সহজে অনুধাবন করতে পারি
খ) জটিল যুক্তির প্রমাণ দাঁড় করাতে পারি
গ) জটিল যুক্তির প্রমাণের বৈধতা পরীক্ষা করতে পারি
ঘ) উপরের সবগুলোই সত্য।
৪। প্রতীকায়নের ফলে
ক) যুক্তির মূর্তায়ন ঘটে খ) যুক্তির বিমূর্তায়ন ঘটে
গ) যুক্তি জটিল রূপ ধারণ করেঘ) উপরের সবগুলোই সত্য।
সঠিক উত্তর
১। ঘ) উপরের সবগুলোই সত্য। ২। ঘ) উপরের সবগুলোই সত্য।
৩। ঘ) উপরের সবগুলোই সত্য। ৪। খ) যুক্তির বিমূর্তায়ন ঘটে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]