সরল ও যৌগিক বচনের উদাহরণসহ সংজ্ঞা দিন। এই দুই প্রকার বচনের পার্থক্য প্রদর্শন

বচন
বিবৃতিমূলক বাক্যে যা প্রকাশিত হয় তাই বচন। অর্থাৎ যে বাক্য সত্য বা মিথ্যা হতে পারে তাই বচন।
বচন যখন বাস্তবের অনুরূপ হয় তখন তা সত্য হয়, আর যখন বাস্তবের অনুরূপ হয় না তখন তা মিথ্যা
হয়। যেমন ‘দুধ হয় সাদা’ এবং ‘দুধ হয় লাল’। প্রথম বচনটি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ, তাই এটি সত্য;
আর দ্বিতীয় বচনটি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণনয় তাই তা মিথ্যা। বচন দু’প্রকার
(১) সরল বচন ও
(২) যৌগিক বচন
সরল বচন
যে বচনের উপাদান বা অঙ্গ হিসেবে অন্য কোন বচন থাকে না তাকে সরল বচন বলে। সরল বচনকে
প্রকাশ করার জন্য আমরা ইংরেজি ছোট হাতের অক্ষর ঢ়, য়, ৎ প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি।
সরল বচনে একটিমাত্র অবস্থা বা ঘটনার উল্লেখ থাকে। এই ধরনের বচন ভাঙ্গলে পূর্ণঅর্থজ্ঞাপক কোন
বচন পাওয়া যায় না। যেমন সক্রেটিস একজন দার্শনিক। রহিম নয় বুদ্ধিমান। এই বাক্য দু’টিকে আমরা
প্রতীকের সাহায্যে এভাবে প্রকাশ করতে পারি (১) ঢ় ও (২) ূ য় ।
যৌগিক বচন
যে বচনের উপাদান বা অঙ্গ হিসেবে একাধিক বচন থাকে তাকে যৌগিক বচন বলে।
যৌগিক বচনকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক সরল বচন পাওয়া যায়। যেমন ‘কাজী নজরুল
ইসলাম একজন বিদ্রোহী কবি এবং তিনি বাংলাদেশের অধিবাসী।’ ‘রহিম ও করিম দুই ভাই’। দ্বিতীয়
বচনটি দেখতে সরল মনে হতে পারে, কিন্তু প্রথমটির মত দ্বিতীয়টিও দু’টি সরল বচনের সমষ্টিমাত্র। যেমন
‘রহিম করিমের ভাই’ এবং
‘করিম রহিমের ভাই’।
সুতরাং কোন বচন আপাতদৃষ্টিতে সরল মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা যৌগিকও হতে পারে এবং
কোন বচনের যথার্থ রূপ তার যৌক্তিক বিশ্লেষণের ওপরই নির্ভর করে।
দুই বা ততোধিক সরল বচন সংযুক্ত হয়ে যৌগিক বচন গঠিত হয়। সরল বচন নানাভাবে সংযুক্ত হতে
পারে। অর্থাৎ তাদের মধ্যে নানা রকমের সম্বন্ধ গড়ে ওঠতে পারে। সে অনুসারে যৌগিক বচনও নানা
রকমের হয়। যেসব সম্বন্ধবাচক শব্দ (‘এবং’, ‘ অথবা’, ‘যদি-তবে’ ইত্যাদি) দ্বারা সরল বচন যুক্ত হয়ে
যৌগিক বচন গঠিত হয় তাদেরকে ‘সংযোজক’ (ঈড়হহবপঃরাব) বা ‘যৌক্তিক সংযোজক’ (খড়মরপধষ
ঈড়হহবপঃরাব) বলে। প্রত্যেক শ্রেণীর সম্বন্ধের জন্য একটা আলাদা সংযোজক রয়েছে এবং প্রতীকী
যুক্তিবিদ্যায় তার জন্য একটা আলাদা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। সংযোজকের ভিন্নতার জন্য
যৌগিক বচনকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তা নি¤েœর ছকের মাধমে আমরা প্রকাশ করতে পারি বচনের নাম উদাহরণ সংযোজক
১) সংযৌগিক বচন করিম মেধাবী এবং রহিম মূর্খ।
ঢ় . য়
ও, আর, এবং
প্রতীক ‘ . ’
২) প্রাকল্পিক বচন যদি তুমি আস তাহলে আমি যাব।
ঢ়  য়
যদি-তাহলে/তবে
প্রতীক ‘’
৩) বৈকল্পিক বচন সে বাসে যাবে অথবা ট্রেনে যাবে।
ঢ় া য়
বা, অথবা, কিংবা, হয়-নয়তো
প্রতীক ‘াদ
৪) সমমান পার্ল পাস করবে যদি এবং কেবল যদি
সে ভাল পরীক্ষা দিয়ে থাকে।
ঢ়  য়
যদি এবং কেবল যদি
প্রতীক ‘দ
সত্যমান বা সত্যিক মান
বিভিন্ন সংযোজকের জন্য আমরা যে বিভিন্ন প্রকার যৌগিক বচন পেলাম এই সমস্তবচন এবং সরল বচন
অর্থাৎ সব বচনেরই ‘সত্যমান’ বা ‘সত্যিক মান’ আছে। বচন সরল হোক আর যৌগিক হোক, তা হয়
সত্য না হয় মিথ্যা হবে। বচনের এই সত্য বা মিথ্যা হওয়ার ক্ষমতাকে বচনের ‘সত্যমান’ বা
‘সত্যিকমান’ বলে। যেমন ঢ় হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। ূ ঢ় হয় সত্য হবে না হয় মিথ্যা হবে।
আবার ঢ়ায় হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। এরূপ সব যৌক্তিক বচনই হয় সত্য না হয় মিথ্যা হবে।
সত্যাপেক্ষী যৌগিক
দুই বা ততোধিক উপাদান বচন থেকে কোন সংযোজকের সাহায্যে যে যৌগিক বচনের উদ্ভব হয় তাকে
‘সত্যাপেক্ষী যৌগিক’, ‘সত্যাপেক্ষক’ বা ‘অপেক্ষক’ বলে। এগুলোকে অপেক্ষক বলা হয় এজন্য যে,
প্রতি ক্ষেত্রেই যৌগিক বচনটি তার নিজ সত্য-মিথ্যার জন্য উপাদান বচনের সত্য-মিথ্যার অপেক্ষা করে;
অর্থাৎ যৌগিক বচনের সত্য-মিথ্যা উপাদান বচনের সত্যিক মানের ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ
যদি আমাদের ঢ় ও য় এর মান জানা থাকে, তবে আমরা ঢ়ায় এর সত্যিক মান বের করতে পারব।
আর এই যৌগিক বচন ঢ়ায় হবে ‘সত্যাপেক্ষী যৌগিক’ এবং ‘া’ টি হবে ‘সত্যাপেক্ষী সংযোজক’
উপরোক্ত ছকে আমরা যে চারটি সংযোজক (, া,  ও ) পেয়েছি সেগুলোই হল ‘সত্যাপেক্ষক’ বা
‘সত্যাপেক্ষী সংযোজক’। ‘ ূ ’ ও একটি সত্যাপেক্ষক সংযোজক। এই চারটি সত্যাপেক্ষক সংযোজক
এবং ‘ ূ ’ বচনের মধ্যে স¤পর্ক স্থাপন করে। আমরা এই স¤পর্ক সত্য সারণীর মাধ্যমে প্রকাশ করতে পারি। পরবর্তী পাঠে আমরা সত্যসারণী নিয়ে আলোচনা করব।
রচনামূলক প্রশ্ন
১। সরল ও যৌগিক বচনের উদাহরণসহ সংজ্ঞা দিন। এই দুই প্রকার বচনের পার্থক্য প্রদর্শন করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। সরল বচনের উদাহরণসহ সংজ্ঞা দিন।
২। যৌগিক বচনের সংজ্ঞা দিন এবং প্রতীকের মাধ্যমে একটি উদাহরণ দিন।
৩। সত্যমান, সত্যাপেক্ষী যৌগিক ও সত্যাপেক্ষক সংযোজক এর সংজ্ঞা ও উদাহরণ দিন।
১। নিচের বচনগুলোর মধ্যে কোন্টি সরল বচন এবং কোন্টি যৌগিক বচন?
ক) করিম এবং রহিম বুদ্ধিমান ছেলে।
খ) করিম এবং রহিম যমজ ভাই।
গ) পার্ল ঢাকা অথবা যশোর যাবে।
ঘ) যদি সে গান গায় তাহলে পুরস্কার পাবে।
ঙ) মিতু খুব ভাল মেয়ে।
২। বড় হাতের চ ও ছ ব্যবহার করে নিচের বচনগুলি প্রতীকায়িত করুন।
ক) নাহিদা খুব সুন্দর নাচে।
খ) সাজেদা এবং মাজেদা দুই বোন।
গ) জলিল সুনাগরিক যদি এবং কেবল যদি সে দেশপ্রেমিক।
ঘ) যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে।
ঙ) টিপু বোকা অথবা বুদ্ধিমান।
সঠিক উত্তর
১। (ক) যৌগিক (খ) সরল (গ) যৌগিক (ঘ) যৌগিক (ঙ) সরল
২। (ক) চ (খ) চ. ছ (গ) চ  ছ (ঘ) চ  ছ (ঙ) চ ঠ ছ

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]