> প্রতীকী যুক্তিবিদ্যায় যৌগিক বচনের সত্যমান বা সত্যমূল্য নির্ণয়ের জন্য ‘সত্যাপেক্ষক’ শব্দটি ব্যবহার
করা হয়। সরল বচনের যেমন সত্যমূল্য আছে যৌগিক বচনেরও তেমনি সত্যমূল্য আছে। একটি যৌগিক
বচনের সত্যমূল্য নির্ভর করে তার অন্তর্গত অঙ্গ বচনের সত্যতা বা মিথ্যাত্বের ওপর। তাই অঙ্গ বচনের
সত্যমূল্য জানা গেলে যৌগিক বচনেরও সত্যমূল্য নির্ণয় করা যায়।
সত্যসারণী
প্রতীকী যুক্তিবিদগণ যৌগিক বচন বা সত্যাপেক্ষী যৌগিক এবং যুক্তি বা যুক্তি আকারের বৈধতা বা
অবৈধতা (সত্যমূল্য) নির্ণয়ের জন্য এক বিশেষ কৌশল প্রবর্তন করেছেন। এটাই সত্যসারণী পদ্ধতি
নামে পরিচিত। সত্যসারণী প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তির আকারের বৈধতা ও অবৈধতা নির্ধারনের এক
গুরুত্বপূর্ণ, মৌলিক ও অনন্য পদ্ধতি।
সত্য সারণীর কাজ
সারণী শব্দের সাধারণ অর্থ হচেছ ছক বা তালিকা। কাজেই সত্যসারণী কথাটির অর্থ দাঁড়ায় সত্যমূল্য
নির্ণয়ের ছক বা তালিকা। প্রতীকী যুক্তিবিদ্যায় এসব ছক যৌক্তিক সংযোজকের অর্থ ও তাৎপর্য অনুসারে
সত্যাপেক্ষী যৌগিক বচনের সত্য মূল্যের ভিত্তিতে যুক্তির আকারের বৈধতা-অবৈধতা নির্ণয় করে।
মানবিন্যাস
সত্যসারণী মূলত দু’ভাবে প্রতীকী যুক্তিবিদ্যায় কাজ করে। প্রথমত সত্য সারণীতে যৌগিক বচনের
অন্তর্গত প্রতিটি অঙ্গ বচনের সত্যমূল্য পৃথকভাবে দেখিয়ে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য নির্ণয় করা
হয়। দ্বিতীয়ত প্রাপ্ত সামগ্রিক যৌগিক বচনের সত্যমূল্যের ভিত্তিতে যুক্তির আকারের বৈধতা বা অবৈধতা
নির্ণয় করে। এই প্রক্রিয়াকে মানবিন্যাস বলা হয়।
সত্য সারণীর সংজ্ঞা
যে সত্যিক মানবিন্যাস ছক বা প্রক্রিয়ার মাধ্যমে যৌক্তিক সংযোজকের অর্থ, যৌগিক বচন, যুক্তি,
বচনাকার বা যুক্তির আকারের প্রকৃতি বা বৈধতা নির্ণয় করা হয় তাকে সত্যসারণী বলে।
সত্যসারণী গঠন প্রণালী
সত্যসারণী গঠনের নিয়মগুলো নি¤œরূপ
১। কোন সত্যাপেক্ষকের অন্তর্গত মূল উপাদান বচনের সংখ্যা যত হবে, তার সত্য সারণীতে নিয়ামক
স্তম্ভের সংখ্যাও তত হবে।
২। সারণীতে উপাদান বচনগুলোর সমুদয় সম্ভাব্য মানশর্ত নিবেশন করতে হবে। স্মরণীয় যে বচনের
সত্যিক মান দুটি মাত্র : সত্য ও মিথ্যা। সুতরাং সমুদয় সম্ভাব্য মানশর্ত নিবেশনের জন্য উপাদান
বচনের সংখ্যাকে ২ এর শক্তি হিসেবে নিয়ে সারি সংখ্যা নির্ণয় করতে হবে। সারণীর উপাদান বচন
যদি তিনটি হয়, তবে সারি সংখ্যা দাঁড়াবে ২৩= ২২২ = ৮। উপাদান বচনের সংখ্যা ৪ হলে
সারি সংখ্যা দাঁড়াবে ২৪ = ২ ২ ২ ২ = ১৬ । সুতরাং সার্বিকভাবে উপাদান বচনের সংখ্যা
হ হলে সারি সংখ্যা হবে ২হ
৩। প্রত্যেকটি বর্ণ ও মূল সত্যাপেক্ষকের পাশাপাশি উলম্ব রেখা এবং বর্ণগুলোর নিচে আনুভ‚মিক রেখা
টানতে হবে। এই উলম্ব রেখা ‘স্তম্ভ’ এবং আনুভ‚মিক রেখা ‘সারি’ নামে পরিচিত।
৪। অঙ্গবচন নির্দেশকারী স্তম্ভগুলির নাম প্রাথমিক বা নিয়ামক স্তম্ভ (রহরঃরধষ বা মঁরফব পড়ষঁস),
আর মূল সত্যাপেক্ষক নির্দেশকারী স্তম্ভটির নাম চ‚ড়ান্তস্তম্ভ। এই দু’প্রকার স্তম্ভের মাঝখানে আর এক
প্রকারের স্তম্ভ থাকে যাকে বলা হয় মাধ্যমিক স্তম্ভ। অবশ্য সব সারণীতে মাধ্যমিক স্তম্ভ থাকে না।
৫। নিয়ামক স্তম্ভগুলির নিচে ঞ (ঃৎঁব) ও ঋ (ভধষংব) বসানোর সময় ডান দিক থেকে শুরু করতে
হবে। প্রথম স্তম্ভটির নিচে পর্যায়ক্রমে একটি করে ঞ ও ঋ এবং দ্বিতীয়টির নিচে পর্যায়ক্রমে দু’টি
করে ঞ ও দু’টি ঋ বসাতে হবে। এভাবে বাঁ দিকে উপাদান বচনের স্তম্ভে ঞ ও ঋ এর সংখ্যা
পর্যায়ক্রমে দ্বিগুণ হতে থাকবে। এর ফলে বাঁ দিকের প্রথম স্তম্ভগুলির নিচে মোট সারিসংখ্যার প্রথম
অর্ধেকের নিচে ঞ এবং শেষ অর্ধেকের নিচে ঋ বসবে। উল্লেখ্য বাঁ দিক থেকেও শুরু করা যেতে
পারে।
৬। বচন বর্ণগুলিকে বর্ণমালার ক্রমানুসারে (যেমন ঢ়, য়, ৎ, অথবা ৎ, ং, ঃ,) না সাজালেও চলে। তবে
এভাবে সাজালেই ভালো হয়। সরল উপাদান বচনগুলি থেকে উৎপন্ন আঙ্গিক বচনগুলিকে
মাধ্যমিক স্তম্ভের শীর্ষে বসানোর সময়ও এমনটি করা উচিত।
৭। মাধ্যমিক ও চ‚ড়ান্তস্তম্ভে ঞ ও ঋ বসাতে হবে ‘মূল’ সংযোজকের নিচে।
নিচে একটি বচনাকারের সত্য সারণী প্রদত্ত হল
স্তম্ভ নিয়ামক বা প্রাথমিক স্তম্ভ মাধ্যমিক স্তম্ভ চ‚ড়ান্তস্তম্ভ
সারি ঢ় য় ৎ ঢ়.য় য়.ৎ (ঢ়.য়) (য়.ৎ)
১ম সারি ঞ ঞ ঞ ঞ ঞ ঞ
২য় সারি ঞ ঞ ঋ ঞ ঋ ঋ
৩য় সারি ঞ ঋ ঞ ঋ ঋ ঞ
৪র্থ সারি ঞ ঋ ঋ ঋ ঋ ঞ
৫ম সারি ঋ ঞ ঞ ঋ ঞ ঞ
৬ষ্ঠ সারি ঋ ঞ ঋ ঋ ঋ ঞ
৭ম সারি ঋ ঋ ঞ ঋ ঋ ঞ
৮ম সারি ঋ ঋ ঋ ঋ ঋ ঞ
রচনামূলক প্রশ্ন
১। সত্য সারণীর উদ্দেশ্য কী? এর গঠন প্রণালী বর্ণনা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। সত্য সারণীর সংজ্ঞা দিন।
২। সত্য সারণীর সারি সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়?
৩। চ‚ড়ান্তস্তম্ভ কাকে বলে ? এটি কোথায় অবস্থান করে?
৪। প্রাথমিক স্তম্ভগুলোর মান নিবেশন কিভাবে করা যায়?
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত