মাণকের পরিধি ব্যাখ্যা করুন।

মাণকের পরিধি
মাণক সর্বদা বন্ধনীর অন্তর্গত। বচনাপেক্ষকের যে অংশ জুড়ে মাণকের প্রভাব বিস্তৃত থাকে তাকে
মাণকের পরিধি বলা হয়। মাণক পরবর্তী বন্ধনী মাণকের পরিধি সূচিত করে। যেমন
(ী) (ঐী  গী)
মাণক পরিধির ভিন্নতার দৃষ্টান্ত
(১) (ী) (ঐী  গী)
(২) (ী) (ঐী . গী)
(৩) (ী) ঐী  গী
(৪) (ী) ঐী . গী
(৫) (ী) (ঐী  গী) . (ু) ঐু
(৬) (ী) [(ঐী  গী) . ইী 
এখানে ১ম ও ২য় দৃষ্টান্তেমাণক পরবর্তী গোটা বচনাপেক্ষকটি যথাক্রমে সার্বিক ও সত্তাবাচক মাণকের
পরিধির মধ্যে আবদ্ধ। ৩য় ও ৪র্থ দৃষ্টান্তেকেবল প্রথম সংযোগী বচনাপেক্ষকটি মাণকের পরিধিভুক্ত,
সংযোজকের পরবর্তী বচনাপেক্ষকটি তার বাইরে। ৫ম দৃষ্টান্তেপ্রাকল্পিক বচনাপেক্ষকটি সার্বিক মাণকের
এবং ঐু সংযোগী সত্তাবাচক মাণকের পরিধিভুক্ত। শেষ দৃষ্টান্তেবিন্দু চিহ্ন দ্বারা নির্দেশিত জটিল
বচনাপেক্ষকের পুরোটিই সার্বিক মাণকের পরিধিভুক্ত। এভাবে মাণকের পরিধির জটিল থেকে জটিলতর দৃষ্টান্তদেয়া যায়।
মাণকের পরিধির প্রভাব ‘ূ’ এর প্রভাবের মত
নিচের দৃষ্টান্তগুলো লক্ষ্য করলে দেখা যায় মাণকের প্রভাব ূ এর প্রভাবের মতো
(ী) ঐী ূ ঢ়
(ী) (ঐী  ূ গী) ূ ( ঢ়  য়
(ী) ঐী  গী ূ ঢ়  গী
পরিধির ভিন্নতার কারণে অর্থের ভিন্নতা সু¯পষ্ট
(ী) (ঐী  গী) বচন (ী) ঐী  গী বচনাপেক্ষক
ঐধ  গধ প্রতিস্থাপন (ী) ঐী  গধ প্রতিস্থাপন
ঐন  গন দৃষ্টান্ত (ী) ঐী  গন দৃষ্টান্ত
অতএব মাণকের পরিধির ধারণা অত্যন্তগুরুত্বপূর্ণ। কারণ পরিধির ভিন্নতার অনুষঙ্গী হিসেবে অর্থের
ভিন্নতা দেখা দেয়। যুক্তি গঠন ও তার বৈধতা পরীক্ষায় তাই মাণকের পরিধি খুবই লক্ষণীয় বিষয়
রচনামূলক প্রশ্ন
১। মাণকের পরিধি ব্যাখ্যা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
২। মাণকের পরিধি ূ এর প্রভাবের মতো ব্যাখ্যা করুন।
নি¤œলিখিত বচনগুলির মাণকের পরিধি নির্দেশ করুন
ক) (ী) [ঝী  (ওী . চী)]
খ) (ী) [(ঈী . খী)  (ঐী . গী)]
গ) (ী) [ঝী .(চী . ূ খী)]
ঘ) (ী) (জী . ঐী) . ইী
ঙ) (ী) চী .ূ ঐী
চ) (ী) (গী  কী) . (ু) ঘু
ছ) (ী) খী  চী
জ) (ী) ূ জী . গু
ঝ) (ী) ূ উী  ঈী
ঞ) (ী) এী  ূ জী
সঠিক উত্তর
ক) গোটা বচনাকারটিই সার্বিক মাণকের পরিধিভুক্ত।
খ) গোটা বচনাকারটিই সার্বিক মাণকের পরিধিভুক্ত।
গ) গোটা বচনাকারটিই অস্তিত্ববাচক মাণকের পরিধিভুক্ত।
ঘ) বন্ধনীভুক্ত বাক্যাংশটি অস্তিত্ববাচক মাণকের পরিধিভুক্ত।
ঙ) কেবল প্রথম বচনাপেক্ষকট অস্তিত্ববাচক মাণকের পরিধিভুক্ত।
চ) প্রাকল্পিক বচনাপেক্ষকটি সার্বিক মাণকের এবং ঘু সংযোগীটি অস্তিত্ববাচক মাণকের
পরিধিভুক্ত।
ছ) শুধু প্রথম সংযোগীটি সার্বিক মাণকের পরিধিভুক্ত।
জ) শুধু প্রথম নেতিবাচক বচনাকারটি অস্তিত্ববাচক মাণকের পরিধিভুক্ত।
ঝ) প্রথম নেতিবাচক বচনাকারটি সার্বিক মাণকের পরিধিভুক্ত।
ঞ) প্রথম বচনাকারটি সার্বিক মাণকের পরিধিভুক্ত।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]