পরিচিতি অর্থে জানা বলতে কী বুঝায়? সামর্থ্য অর্থে জানা বলতে কী বুঝায়?

জানা কথাটি তিনটি অর্থে ব্যবহৃত হয়। আমরা সাধারণত বলি, আমি জানি বা আমি জানি না।
কিন্তুজানি বা জানি না বলতে কী বুঝায়, সে বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
‘জানা' কথাটি সব সময় একই অর্থে ব্যবহৃত হয় না। অন্ততঃ তিনটি অর্থে এর ব্যবহার খুবই প্রচলিত।
পরিচিতি অর্থে জানা
কখনও কখনও জানা বলতে আমরা পরিচয় বুঝি। দৃষ্টান্তস্বরূপ বলা যায়,
যখন আমরা প্রশ্ন করি- তুমি কি মিতুকে জান? তখন আমরা আসলে বুঝাতে চাই- তোমার
সাথে মিতুর পরিচয় আছে কি? মিতুর সাথে পরিচয় না থাকলেও কোন লোক মিতুসম্বন্ধে
অনেক কথা জানতে পারে। আবার মিতুর সাথে পরিচয় থাকলেও কোন লোক মিতুসম্বন্ধে
বিশেষ কিছুনাও জানতে পারে। মিতুসম্বন্ধে অনেক কিছুজানলেও মিতুর সাথে কখনও দেখা
না হলে মিতুর সাথে পরিচয় আছে, একথা বলা যায় না।
সামর্থ্য অর্থে জানা (কহড়ষিবফমব ধং অনরষরঃু)
কখনও কখনও আমরা জানা বলতে কিভাবে করতে হয় (শহড়-িযড়)ি তা জানাও বুঝি।
যেমন-যদি প্রশ্ন করা হয়- তুমি কি ঘোড়ায় চড়তে জান? তুমি কি সাঁতার দিতে জান? তুমি কি
রান্না করতে জান? তখন আমরা ঘোড়ায় চড়ারূপ কাজ, সাঁতার দেয়ারূপ কাজ এবং রান্না
করারূপ কাজ তুমি জান কিনা তাই জিজ্ঞাসা করি। কিভাবে করতে হয় তা জানা এক প্রকার
সামর্থ্য (ধনরষরঃু) বুঝায়। সাঁতার দিতে জান কিনা? এ প্রশ্ন যদি করা হয়, তবে প্রয়োজনে সাঁতার দেবার সামর্থ্য তোমার আছে কিনা, তাই জিজ্ঞাসা করা হয়।
বাক্য অর্থে জানা
অধিকাংশ সময় আমরা জানা বলতে কোন একটি বাক্য জানা বুঝি। যেমন- আমি জানি যে,
আমার কলমটি সাদা রঙের। এখানে ‘আমার কলমটি সাদা রঙের’- একটি বাক্য। আমি জানি
যে, আমি একজন মুসলমান। এখানে আমি যা জানি তা একটি বাক্য- আমি একজন
মুসলমান। আমরা এখানে জানা বলতে বাক্য জানাই বোঝাবো এবং আধুনিক কালের পাশ্চাত্য
দার্শনিকরা তাই বোঝান।
জানার যে তিনটি অর্থ তা সম্পূর্ণ সম্পর্কহীন নয়। আমি মিতুর সাথে পরিচিত হলে তার সম্বন্ধে
কিছুই না জেনে পারি না। অর্থাৎ মিতুর সাথে পরিচিত হলে আমি তার সম্বন্ধে সত্য এমন কিছু
বাক্য অবশ্যই জানি। আবার আমি যখন রান্না করতে জানি, তখন রান্না করা সম্বন্ধে কোন
বাক্যই জানি না, এমন হতে পারে না। অন্ততঃ কয়েকটি জিনিস কিভাবে রান্না করতে হয় সে
বিষয়ে কিছু বাক্য জানি। তবে একথা ঠিক যে, একজন ব্যক্তি ঢাকায় গিয়ে ঢাকার সাথে
পরিচিত হতে পারে, কিন্তুএকজন ব্যক্তি ঢাকায় না গিয়ে ঢাকার ইতিহাস পাঠ করে, ঢাকার
ভৌগোলিক অবস্থা জেনে যত কথা জানবে, সে (ঢাকায় গিয়ে) তত কথা নাও জানতে পারে।
আবার একজন লোক ভালো রান্না করতে পারে বলে সে রান্না সম্বন্ধে বই লিখতে পারবে, এমন কোন কথা নেই। জানা কথাটির তৃতীয় অর্থই, অর্থাৎ জানা বলতে বাক্য জানা, সর্বাধিক গুরুত্বপূর্ণ।
রচনামূলক প্রশ্ন
১। জানা কথাটির বিভিন্ন অর্থ ব্যাখ্যা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। পরিচিতি অর্থে জানা বলতে কী বুঝায়? ব্যাখ্যা করুন।
২। সামর্থ্য অর্থে জানা বলতে কী বুঝায়? আলোচনা করুন।
৩। জানা বলতে বাক্য জানা বুঝায়- ব্যাখ্যা করুন।
নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তর লিখুন।
১। জানা কথাটি ব্যবহৃত হয়
(অ) দুটি অর্থে (আ) তিনটি অর্থে
(ই) চারটি অর্থে (ঈ) একটি অর্থে
২। জানা কথাটি বুঝায়
(অ) পরিচিতি অর্থে জানা (আ) সামর্থ্য অর্থে জানা
(ই) বাক্য জানা (ঈ) উপরের সবগুলো
৩। ‘জানা'র সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্থ
(অ) পরিচিতি অর্থে জানা (আ) বাক্য অর্থে জানা
(ই) সামর্থ্য অর্থে জানা (ঈ) উপরের সবগুলো
৪। ‘জানা'র তিনটি অর্থ পরস্পর
(অ) বিচ্ছিন্ন (আ) সম্পর্কহীন
(ই) সম্পর্কযুক্ত (ঈ) বিরোআত্মক
সঠিক উত্তর
১। (আ) তিনটি অর্থে ২। (ই) বাক্য জানা ৩। (আ) বাক্য অর্থে জানা
৪। (ই) সম্পর্কযুক্ত

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]