উন্মেষবাদ কিভাবে জড়বাদ ও প্রাণবাদের মধ্যে সমন¦য় সাধন করে? তা বর্ণনা করুন।

জড়বাদ, সচল জড়বাদ ও প্রাণবাদ সম্পর্কে আমরা বিগত পাঠসমূহে আলোচনা করেছি। এসব
পরস্পর বিরোধী মতবাদ প্রাণের উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে যেসব মতবাদ পেশ করে তা যে
ত্রæটিমুক্ত নয় তাও আমরা জেনেছি। এসব দেখেই কিছুদার্শনিক এ দু' মতবাদের মধ্যে সমন¦য়
করে যে মতবাদ দিয়েছেন তার নাম উন্মেষবাদ বা স্তরবাদ।
উন্মেষবাদ (ঊসবৎমবহপব ঞযবড়ৎু)
প্রাণ জড়শক্তি থেকে উন্মেষিত একটি গুণ
উন্মেষবাদ অনুসারে, জড় হলো আদিম উপাদান। প্রাণ এই জড়শক্তি থেকেই একটি উন্মেষিত
গুণ। কিন্তুপ্রাণশক্তি জড়শক্তি থেকে উন্মেষিত হলেও প্রাণ জড় নয়। এটি একটি সত্তাবিশেষ।
উন্মেষিত গুণগুলোর মধ্যে প্রাণ একটি উন্নততর গুণ। উন্মেষবাদী দার্শনিকদের মতে, জড়
থেকে প্রাণের উৎপত্তি ঘটলেও প্রাণ জড়ের জটিল রূপমাত্র নয়। প্রাণ হলো নতুন গুণ
শক্তিসম্পন্ন এমন এক সত্তা যা এর উৎপত্তির আগে জড়ের মধ্যে নিহিত ছিল না। উন্মেষিত গুণ
হিসেবে প্রাণের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে জন হস্পার্স তাঁর 'ওহঃৎড়ফঁপঃরড়হ ড়ভ
চযরষড়ংড়ঢ়যরপধষ অহধষুংরং' গ্রন্থে একটি বাস্তব উদাহরণের অবতারণা করেন। তিনি বলেন,
হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণের ফলে পানি পাওয়া যায়। হাইড্রোজেন সাধারণ মাত্রায়
একটি বাষ্ট্রীয় পদার্থ যা খুবই দহন করতে পারে। আর অক্সিজেন বাষ্ট্রীয় হয়েও দহন করে না।
এ দুটি গ্যাস থেকে প্রাপ্ত পানি সাধারণ তাপমাত্রায় বাষ্পাকার না হয়ে হয় তরল এবং এই পানি
দাহ করে না এবং দহনের শর্ত হিসেবেও কাজ করে না বরং উল্টো পানি দহন বন্ধ করে। এর
থেকে হস্পার্স বলেন, মিশ্রফল, পানির উপাদান দুটি থেকে সম্পূর্ণ নতুন গুণবিশিষ্ট। ৯
একইভাবে জড় থেকে উৎপত্তি হলেও প্রাণ একটি নতুন গুণ যা জড় থেকে স্বভাবগতভাবে
ভিন্ন।
উন্মেষবাদ : সেলার্স, মর্গান, আলেকজান্ডার ও প্যাট্রিক
প্রাণ সম্পর্কে উন্মেষবাদী ব্যাখ্যা পাওয়া যায় সেলার্সের এবং
আলেকজান্ডারের গ্রন্থসমূহে। মর্গান একটি পিরামিডের সাহায্যে
প্রাণের উৎপত্তির ব্যাখ্যা দেন। তাঁর মতে, পিরামিডের প্রাথমিক উপাদান হিসেবে রয়েছে দেহজ
পরমাণুযা স্থান-কালিকভাবে সংযুক্ত। এর পরবর্তী স্তরে রয়েছে জড় পদার্থ (গধঃঃবৎ), এর
পরবর্তী স্তরে রয়েছে প্রাণ (খরভব)। উন্মেষিত গুণ হিসেবে আলেকজান্ডারের ব্যাখ্যা একটু
ভিন্নতর। তাঁর মতে, দেশ-কাল হলো জগতের আদি উপাদান। এ উপাদান থেকে জড়দ্রব্য
(গধঃবৎরধষ ঝঁনংঃধহপব) এর উন্মেষ ঘটে। আবার এ জড়দ্রব্য থেকেই প্রাণের উৎপত্তি।
চধঃৎরপশ-এর মতে, সাধারণভাবে বিবর্তনের অর্থ হলো এই : “বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে নতুন
গুণ, নতুন কার্যক্রম এবং গুণগতভাবে নতুন বস্তুর সৃষ্টি হয়, যখন দৈহিক সংগঠন হয় জটিল হতে জটিলতর ও সমনি¦ত”
হোয়াইটহেডের অভিমত
অধ্যাপক হোয়াইটহেড তাঁর 'ঝপরবহপব ধহফ ঃযব গড়ফবৎহ ডড়ৎষফ' গ্রন্থে পদার্থবিদ্যা ও
জীববিদ্যার সম্পর্কের কথা আলোচনা করতে গিয়ে বলেন, “বিজ্ঞান এমন এক নতুন
আলোচনায় নিজেকে নিয়োজিত করছে যা সম্পূর্ণ দৈহিক নয় এবং সম্পূর্ণ জৈবিকও নয়। এটি
[বিজ্ঞান] ক্রমশ জৈবিক আলোচনায় পরিণত হচ্ছে। জীববিদ্যা হলো বৃহত্তর অবয়বের
আলোচনা, আর পদার্থবিদ্যা হলো ছোট অবয়বের আলোচনা”
মূল্যায়ন
উপরোক্ত আলোচনা থেকে একথা প্রায় স্পষ্ট যে, উন্মেষবাদ যন্ত্রবাদ ও প্রাণবাদের মধ্যে একটি
সমন¦য় সাধনের চেষ্টাবিশেষ। এ মতবাদে কিছুটা অভিনবত্ব লক্ষ্য করা গেলেও এর কিছুদোষত্রæটি রয়েছে যা উপেক্ষা করা যায় না। প্রাণের উন্মেষ বা উৎপত্তি সম্পর্কে উন্মেষবাদী
দার্শনিকরাও একমত নন। মর্গানের মতে, উন্মেষবাদের সূত্রপাত জড় বা ভৌত দ্রব্য থেকে।
অপরপক্ষে আলেকজান্ডারের মতে, দেশ-কাল হলো মূলসত্তা। এর থেকেই প্রাণের উৎপত্তি
ঘটেছে। মর্গানের মতে, স্রষ্টাই উন্মেষের প্রেরণা; পক্ষান্তরে আলেকজান্ডার স্রষ্টাকে একটি
উন্মোচিত সত্তা হিসেবে মনে করেন। তাছাড়া প্রাণ যে জড়ের তুলনায় একটি উন্নততর সত্তা তা
নিয়েও উন্মেষবাদীদের মধ্যে মতবিরোধ রয়েছে। এরা প্রাণের প্রকৃতি সম্পর্কে যান্ত্রিক ও
উদ্দেশ্যমূলক এ দু'রকম ব্যাখ্যাও দিয়ে থাকেন। এ কারণে অনেক সমালোচক উন্মেষবাদকে জড়বাদের এক নতুন সংস্করণ হিসেবে অভিহিত করে থাকেন।
রচনামূলক প্রশ্ন
১। উন্মেষবাদের সাথে জড়বাদের তুলনা করুন।
২। উন্মেষবাদ কিভাবে জড়বাদ ও প্রাণবাদের মধ্যে সমন¦য় সাধন করে? তা বর্ণনা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। উন্মেষবাদ প্রসঙ্গে মর্গান, আলেকজান্ডার ও প্যাট্রিকের মত উল্লেখ করুন।
নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তর লিখুন।
১। আলেকজান্ডারের মতে, জগতের আদি উপাদান হলো
(অ) পরমাণু (আ) বায়ু
(ই) স্থান-কাল (ঈ) প্রাণশক্তি
২। জীববিদ্যা হলো বড় অবয়বের আলোচনা -এ কথা বলেন
(অ) আলেকজান্ডার (আ) মর্গান
(ই) হোয়াইটহেড (ঈ) প্যাট্রিক
৩। পানির উন্মেষিত গুণ হলো
(অ) তরল হওয়া (আ) দাহ করা
(ই) দহন বন্ধ করা (ঈ) বাষ্পে পরিণত হওয়া
৪। 'ঝঢ়ধপব, ঞরসব ধহফ উবরঃু' গ্রন্থের লেখক
(অ) সেলার্স (আ) মর্গান
(ই) আলেকজান্ডার (ঈ) হোয়াইটহেড
সত্য হলে ‘স', মিথ্যা হলে ‘মি' লিখুন।
১। উন্মেষবাদ অনুসারে, জড় হলো আদিম উপাদান।
২। উন্মেষবাদের মতে, প্রাণ ও জড় এক নয়।
৩। মর্গানের মতে, দেশ-কাল হলো আদি উপাদান।
৪। গুণগতভাবে নতুন বস্তুর সৃষ্টি হয়, যখন দৈহিক সংগঠন হয় সহজ ও সরল।
সঠিক উত্তর
১। (ই) স্থান-কাল ২। (ই) হোয়াইটহেড ৩। (ই) দহন বন্ধ করা ৪। (ই) আলেকজান্ডার
১। স ২। স ৩। মি ৪। মি

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]