নৈতিক মূল্যবোধ বলতে কি বুঝায়? নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝায়? সামাজিক মূল্যবোধ কিভাবে মানুষের জীবনে গঠিত

জীবন কি নিজেই একটি মূল্য? প্রশ্নটি কৌত‚হলোদ্দীপক ও গুরুত্বপূর্ণ। জীববিজ্ঞানের দৃষ্টিতে
জীবন হচ্ছে, কতকগুলো অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত একটি জীবন্ত অস্তিত্ব। আর আদর্শগত
দিক থেকে জীবন হচ্ছে, একটি বৌদ্ধিক, অর্থপূর্ণ, ফলপ্রসূও গতিময় জীবন্ত অস্তিত্ব। প্রথম
অর্থে জীবন মূল্য নয়। কেননা মূল্যের সাথে সচেতনভাবে মূল্যায়নের প্রক্রিয়ার ধারণাটি
জড়িত। এই অর্থে অচেতন জড়বস্তু ও নি¤œ পর্যায়ের প্রত্যঙ্গ মূল্যায়ন প্রক্রিয়ার সাথে জড়িত
নয়। তাই এরা মূল্যবান নয়। তবে এদের বৈষয়িক মূল্য থাকতে পারে, আর তাছাড়া অর্থহীন
জীবন শুধুমাত্র অস্তিত্বের কারণে মনুষ্যত্বের মূল্য ধারণ করতে পারে না। এ ধরনের জীবন
মূল্যসম্পন্ন মানুষের মূল্যবান জীবন অর্জনের নিমিত্তক হিসেবে ব্যবহৃত হতে পারে।
কিন্তু দ্বিতীয় অর্থে, জীবন স্পষ্টতই একটি মূল্য। এটি একটি অন্তর্নিহিত মূল্য এবং এখানে এই
মূল্য ধারণকারী জীবন্ত অস্তিত্ব একটি নিমিত্তক বা বাহক হিসেবে কাজ করেছে। জীবনের
নিজস্ব এ ধরনের মূল্য থাকতে পারে কিনা তা নিয়ে দার্শনিকদের মধ্যে মতবিরোধ আছে।
মূল্য ও জীবন : বিভিন্ন দার্শনিক ও দার্শনিক সম্প্রদায়
গ্রিসের ‘সিনিক’ ও ‘স্টোয়িক’ নামক দার্শনিক সম্প্রদায় জীবন সম্পর্কে নৈরাশ্যবাদী মত প্রচার
করেন এবং জীবনের নিজস্ব ম‚ল্যের কথা অস্বীকার করেন। আধুনিককালে ব্রিটিশ দার্শনিক
ডেভিড হিউম এবং দুঃখবাদী জার্মান দার্শনিক আর্থার শোপেন হাওয়ারও জীবনের মূল্য
সম্পর্কে অনুরূপ মত পোষণ করেছেন। তবে আধুনিককালেরই অপর এক জার্মান দার্শনিক,
ইমানুয়েল কান্ট জীবনের মূল্য সম্পর্কে সুন্দর যুক্তি দাঁড় করিয়েছেন। কান্টের যুক্তিটা এই যে,
“নৈতিক বিধি সম্পূর্ণ ‘স্বশাসিত’, অর্থাৎ নিজের অধিকার প্রয়োগের জন্য সে অন্য কিছুর
মুখাপেক্ষী নয়। কিন্তু এরকম একটা বিধি থাকতে হলে জগতে এমন একটা কিছু থাকা চাই
যার নিজস্ব বা অন্তর্নিহিত মূল্য আছে। সে মূল্য আছে বুদ্ধিসম্পন্ন
জীবক‚লের এবং মানুষ সে শ্রেণীর অন্তর্গত। অন্যকথায়, প্রত্যেক নরমাল বা স্বাভাবিক মানুষ
এক একটি স্বনির্ভর ‘মূল্য’; তার অস্তিত্বের যৌক্তিকতার জন্য আর কিছুর উপর সে নির্ভরশীল
নয়। সুতরাং প্রত্যেক মানুষের উচিত নিজেকে এবং অপরাপর প্রতিটি মানুষকে কেবল ‘উপায়’
(সবধহ) হিসেবে বিবেচনা না করে ‘উদ্দেশ্য’ (বহফ) হিসেবে বিবেচনা করা।”
মূল্য ও জীবন : সামাজিক পরিপ্রেক্ষিত
সামাজিক প্রেক্ষাপটে জীবনকে বিবেচনা করে আমরা বলতে পারি, জীবন প্রকাশিত হয়
সামাজিক ব্যক্তির মাধ্যমে। আর ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশিত হয় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। ব্যক্তি
তার পারিপার্শি¦ক অবস্থার উপর অন্ধভাবে নির্ভর করে না। তার পরিবেশকে সে নিজের
প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে। সমাজের প্রতি দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করে
সামাজিক ব্যক্তি হিসেবে জীবনের মূল্যকে প্রতিষ্ঠিত করতে পারে।
মানুষ মূলত সামাজিক জীব। পারস্পরিক নির্ভরশীলতার কারণেই মানুষ সৃষ্টি করেছে সমাজ।
জীবনের ন্যূনতম চাহিদা মেটাবার জন্যই প্রয়োজন হয় একে অপরের। এই প্রয়োজনের উপর
ভিত্তি করেই মানুষের মাঝে সমষ্টিগত জীবনের উপলব্ধি আসে। প্রেম, দয়া, করুণা, সহানুভ‚তি
ইত্যাদির ন্যায় অন্তর্নিহিত বোধ ও চেতনা দিয়ে ব্যক্তি নিজস্ব যে স্বকীয়তা গড়ে তোলে তাই মূল্যবোধ।
সামাজিক জীবন ও মূল্যবোধ
বর্তমান সামাজিক জীবনে যে সংকট দার্শনিক বিশ্লেষণে তা মূলত মূল্যবোধেরই সংকট। আর
এজন্যই জীবনকে মার্জিত, সুশৃংখল ও আচার-আচরণে পরিশুদ্ধ করে তোলার জন্য মূল্যবোধের
অনুশীলন প্রয়োজন। কেননা যদি মানুষের সচেতন সত্তায় প্রকৃত জীবনের আদর্শ, উদ্দেশ্য ও
মূল্যবোধের কোনো সুস্পষ্ট ছক না থাকে কিংবা পরিকল্পিত কোনো ধরন না থাকে, তাহলে
অনুরূপ অবক্ষয়িত কাঠামোই মূল্যবোধের ধ্বসকে তরান্বিত করবে। তাই বর্তমান জীবনে
মূল্যের প্রশ্নটিকে অত্যধিক গুরুত্বের সাথে বিবেচনা করা হয়ে থাকে। বিভিন্ন প্রকার
মূল্যবোধের মাঝে নৈতিক ও সামাজিক মূল্যবোধ -এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। কেননা সমাজের ও
ব্যক্তির নিয়ন্ত্রিত ও শৃংখলিত জীবনের জন্য এই দু’ধরনের মূল্যবোধই গুরুত্বপূর্ণ। এই
মূল্যবোধসমূহ ব্যক্তির সদাচারণ, উৎকর্ষ জীবন ও জীবন ব্যবস্থার গতিশীল দিকগুলোকে
এগিয়ে নিয়ে যায়। ব্যক্তির নিজস্ব যে চেতনা ও বোধ রয়েছে, তার মাধ্যমেই ব্যক্তি নিজে ঠিক
করে নেয় কোনো কাজটি ঠিক বা বেঠিক। ব্যক্তির মাঝে এটি স্বকীয়ভাবেই থাকে।
সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, যুক্তিপ্রবণতা তাই চেতনাগত স্ফুরণেরই বহিঃপ্রকাশ। আর তাই
নৈতিক মূল্যের প্রতি ব্যক্তির বিশ্বাস ও প্রতিক্রিয়া স্থান-কাল-পাত্রভেদে একই রকম হয়ে থাকে।
পারিপার্শ্বিক পরিবেশ, সামাজিক রীতি-নীতি, আচার-আচরণ এসবের উপর ভিত্তি করে ব্যক্তি
গড়ে তোলেন সামাজিক নৈতিকতা। এ ধরনের নৈতিকতা মানুষকে মানুষের প্রতি সদ্ভাব,
ভ্রাতৃত্ব, করুণা ও মানবিকতার প্রতি আগ্রহী করে থাকে। ফলে সমাজের প্রত্যেকটি মানুষ
অন্যান্য মানুষের প্রতি সদয় হয়ে থাকেন। নৈতিকতার এ ধরনটি মূলত সামাজিক মূল্যবোধেরই
নামান্তর। আর নৈতিক নিয়ম সমূহের সংবিধিবদ্ধ আদর্শের ভিত্তিতে যে মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় তাহলো নৈতিক মূল্যবোধ। মানুষের জীবনে এই দু’ধরনের নৈতিকতার বিন্যাসে গড়ে তোলা সম্ভব মূল্যবোধের ইতিবাচকতা।
রচনামূলক প্রশ্ন
১। মূল্যের গুরুত্ব আলোচনা করুন। ‘মূল্য হিসেবে জীবন’- কথাটির তাৎপর্য ব্যাখ্যা করুন।
সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন
১। নৈতিক মূল্যবোধ বলতে কি বুঝায়? মানুষের জীবনে কিভাবে নৈতিক মূল্যবোধ গঠিত হতে > পারে?
২। সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝায়? সামাজিক মূল্যবোধ কিভাবে মানুষের জীবনে গঠিত
হয়?
ক) বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন।
১। সামজিক জীবনে যে সংকট মূলত তা
র) যোগ্য নেতার সংকট
রর) অপরাধ বৃদ্ধিজনিত সংকট
ররর) মূল্যবোধের সংকট
রা) উপরের সবগুলোই
২। বিভিন্ন প্রকার মূল্যবোধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
র) নৈতিক ও সামাজিক মূল্যবোধ
রর) পারিবারিক ও সামাজিক মূল্যবোধ
ররর) পারিবারিক ও অর্থনৈতিক মূল্যবোধ
রা) সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ
৩। নৈতিক মূল্যের প্রতি ব্যক্তির বিশ্বাস ও প্রতিক্রিয়া স্থান-কালভেদে
র) পরিবর্তিত হয়
রর) একই থাকে
ররর) কখনো একই থাকে আবার কখনো পরিবর্তিত হয়
রা) উপরের কোনটিই নয়
৪। কোন্ োদার্শনিক সম্প্রদায় জীবন সম্পর্কে নৈরাশ্যবাদী মত প্রচার করেন
র) সিনিক সম্প্রদায়
রর) অভিজ্ঞতাবাদী সম্প্রদায়
ররর) বুদ্ধিবাদী সম্প্রদায়
রা) যৌক্তিক প্রত্যক্ষবাদী সম্প্রদায়
সঠিক উত্তর
ক)
১। ররর) মূল্যবোধের সংকট
২। র) নৈতিক ও সামাজিক মূল্যবোধ
৩। রর) একই থাকে
৪। র) সিনিক সম্প্রদায়

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]