যদি বলা হয় দর্শন কী তাহলে আমরা সাধারণত বলি, দর্শন হলো এমন একটি বিদ্যা যা জগৎ
ও জীবনের সকল মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে। এখন স্বভাবতঃ প্রশ্ন জাগে যে বিদ্যা
জগৎ ও জীবনের সকল মৌলিক দিক নিয়ে আলোচনা করে তার কাজ কি? আমরা এখানে
দশর্নের কাজ কি ধরনের তা নিয়ে আলোচনা করবো।
দর্শনের কাজ
দর্শনের কাজকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়
১) অনুধ্যানমূলক
২) সমালোচনামূলক
৩) গঠনমূলক
অনুধ্যানমূলক
বুদ্ধিবৃত্তিস¤পন্ন জীব বলেই মানুষ চিন্তা করতে পারে। আর এই চিন্তা তার স্বভাবগত প্রবণতা।
মানুষ যখন বিশ্বজগতের বৈচিত্র্য ও বিশালতা দেখতে পায় তখন বিস্ময়ে তার মন ভরে ওঠে।
এই বিস্ময় থেকে নানা ধরনের প্রশ্ন তার মনে জেগে ওঠে। যেমন, এ বিশ্বজগতের স্রষ্টা কে, এ
জগৎ সৃষ্টির পেছনে তার উদ্দেশ্য কী? মানুষের এ জীবনই শেষ, না কি আরেক জীবন আছে?
আত্মা কি? মৃত্যু কী? সময় কী? কাল কী? জড় কী? ইত্যাদি নানা ধরনের প্রশ্ন মানুষের মনে
জাগে। বুদ্ধির মাধ্যমে সে এগুলোর উত্তর নিজেই দেয়ার চেষ্টা করে। সে চিন্তা করে, সঠিক
উত্তর পাওয়ার জন্য সে হয়ে ওঠে আরও চিন্তাশীল। আর এই জীবন ও জগতের যে বুদ্ধিসম্মত
ব্যাখ্যা দিতে মানুষ চেষ্টা করে তা-ই দর্শনের মূলমন্ত্র। এদিক থেকে বিচার করলে বলা যায়,
দর্শনের কাজ হলো অনুধ্যানমূলক।
মানুষ শুধু জাগতিক বৈচিত্র্যে কিংবা বিস্ময়ে অভিভ‚ত হয় না, সে এই প্রশ্নসমূহের একটা সুষ্ঠু ও
সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা দিতে চায়। আর এসব প্রশ্নের ব্যাখ্যা দেয়ার জন্য সে কান্ডজ্ঞানের আশ্রয়
নেয়। কিন্তু কান্ডজ্ঞানের পক্ষে তা সম্ভব হয় না, বরং উত্তরগুলো হয়ে ওঠে উদ্ভট, ভ্রান্ত, কিংবা
অসঙ্গত। কারণ, কান্ডজ্ঞান নিজেই অসঙ্গতিপূর্ণ। তথাপি মানুষ থেমে থাকে না। কখনও সে
বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। বৈজ্ঞানিক জ্ঞান যদিও
কান্ডজ্ঞানের চেয়ে অনেক উন্নত, তবু বৈজ্ঞানিক জ্ঞান খন্ড ও অপূর্ণ। বিজ্ঞান প্রকৃতির এক
একটি বিভাগ নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করে, তাই জগতের একটি পূর্ণাঙ্গ ধারণা আমাদের
দিতে পারে না। দর্শনের কাজ হলো, অনুধ্যানের মাধ্যমে জগতের একটি সামগ্রিক বা প র্ণাঙ্গ
ব্যাখ্যা দেয়া।
সমালোচনামূলক
দর্শন সব কাজই যে চিন্তা-ভাবনা বা অনুধ্যানের মাধ্যমে করে তা নয়। দর্শনের অনেক কাজই
সমালোচনামূলক। জীবনের মৌলিক প্রশ্ন স¤পর্কে লৌকিক ব্যাখ্যা অনেক সময় মানুষের মনকে
তুষ্ট করতে পারে না। আবার বৈজ্ঞানিক আলোচনার ক্ষেত্রেও কিছু ধারণাকে সত্য বলে ধরে
নেয়া হয়। দর্শন কোনো কিছুকে নির্বিচারে সত্য বলে ধরে নেয় না। তাই সব কিছুই
সমালোচনার মাধ্যমে যাচাই-বাছাই করে যা গ্রহণ করা যুক্তিযুক্ত তা-ই মেনে নেয়। যুক্তির
কষ্টিপাথরে যা প্রমাণিত সত্য বলে প্রতীয়মান হয়, তা-ই কেবল দর্শন সত্য বলে মেনে নেয়।
আর যা বিচার-বিশ্লেষণের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয় না, তা বর্জন করে। এভাবেই দর্শন
বিভিন্ন মৌলিক ধারণাবলীর যৌক্তিক ব্যাখ্যা ও মূল্যায়ন করে।
সংগঠনমূলক
খন্ড খন্ড সত্যকে সমন্বিত করে একটি সামগ্রিক সত্য তুলে ধরাও দর্শনের কাজ। দর্শন শুধু
অনুধ্যান ও সমালোচনাতেই সীমাবদ্ধ থাকে না। দর্শনের একটি গঠনমূলক দিকও আছে।
বিভিন্ন মৌলিক প্রশ্নের উত্তরের একটা সংগঠনমূলক ধারণা দেয়ার প্রচেষ্টা চালায় দর্শন। তাই
বলা যায়, দর্শনের ভান্ডার হলো জ্ঞানের একটা পূর্ণ ভান্ডার। দর্শন শুধু পরিদৃশ্যমান জগৎ নয়,
এর অন্তরালে যে অতীন্দ্রিয় জগৎ আছে, তার স¤পর্কেও আলোচনা করে। দর্শন জীবনের পরম
আদর্শ সত্য, সুন্দর ও মঙ্গল এর যৌক্তিকতা ও স্বরূপ বিচার করে। স্রষ্টার সাথে সৃষ্টির
স¤পর্কের স্বরূপ বিচার করে। এভাবে দর্শন জগৎ ও জীবনের একটি সামগ্রিক রূপ তুলে ধরতে
চায় ।
রচনামূলক প্রশ্ন
১। দর্শনের কাজ সংক্ষেপে বর্ণনা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। দর্শনের অনুধ্যানমূলক কাজ বর্ণনা করুন।
২। ‘দর্শনের কাজ সমালোচনামূলক’ ব্যাখ্যা করুন।
৩। দর্শনের সংগঠনমূলক কাজ বর্ণনা করুন।
ক) বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন
১। দর্শনের কাজ কয় ভাগে বিভক্ত
র) ২ ভাগে
রর) ৩ ভাগে
ররর) ৪ ভাগে
রা) ৫ ভাগে
২। দর্শন হলো জ্ঞানের একটি
র) খন্ড ভান্ডার
রর) আংশিক ভান্ডার
ররর) অপ র্ণাঙ্গ ভান্ডার
রা) প র্ণাঙ্গ ভান্ডার
৩। দর্শনের কাজ
র) অনুধ্যানমূলক
রর) সমালোচনামূলক
ররর) সংগঠনমূলক
রা) ওপরের সব কয়টি
৪। দর্শন চায়
র) জগৎ ও জীবনের একটি সামগ্রিক রূপ
তুলে ধরতে
রর) বজ্ঞানের ত্রæটিগুলো তুলে ধরতে
ররর) কান্ডজ্ঞানের বা লৌকিক জ্ঞানের
অসারতা তুলে ধরতে
রা) সুন্দরের প্রকৃত রূপ তুলে ধরতে।
খ) সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লিখুন।
১। মানুষ বুদ্ধিবৃত্তিস¤পন্ন জীব বলেই চিন্তা করতে পারে।
২। দর্শন কোনো কিছুকে নির্বিচারে মেনে নেয় না।
৩। লৌকিক ব্যাখ্যা সবসময় যুক্তিযুক্ত হয়।
৪। দর্শন শুধু পরিদৃশ্যমান জগৎ নিয়েই আলোচনা করে।
সঠিক উত্তর
ক)
১। রর) ৩ ভাগে ২। রা) পূর্ণাঙ্গ ভান্ডার ৩। রা) ওপরের সব কয়টি ৪। র) জগৎ ও
জীবনের একটি সামগ্রিক রূপ তুলে ধরতে
খ) ১। স ২। স ৩। মি ৪। মি
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত