প্রতারণামূলক অনুপপত্তিসমূহ, অর্থের পরিবর্তন অনুপপত্তি ব্যাখ্যা করুন।

যুক্তিতে জয় লাভের জন্য এরূপ অনুপপত্তি ধূম্রজাল’ সৃষ্টির চেষ্টা চালায়। এসব অনুপপত্তি
সত্যতা বা যুক্তির সাথে সম্পর্কযুক্ত বা প্রাসঙ্গিক নয় এমন বিষয় বা জিনিসের প্রতি আবেদন
জানায়।
ব্যক্তিগত আক্রমণ বা নিন্দা দোষ
গতানুগতিক যুক্তিবিদ্যায় এই অনুপপত্তিকে বলা হয় অৎমঁসবহঃঁস ধফ ঐড়সরহবস, যার
আক্ষরিক অনুবাদ হলো, ব্যক্তির দিকে চালিত যুক্তি। এরূপ অনুপপত্তি তখনই ঘটে যখন
ঘোষিত বিষয়ের সত্যতা আক্রমণের চেষ্টা না করে বরং ঘোষণাকারীকে আক্রমণ করা হয়।
যদি কেউ যুক্তি সহকারে বলেন যে, সাবেক রাষ্ট্রপতি অমুকের কথা বিশ্বাসযোগ্য নয়, কেননা
তিনি ছিলেন স্বৈরাচারী শাসক। অথবা কেউ যদি যুক্তি দিয়ে বলেন, অমুকের বক্তব্য বা প্রস্তাব
গ্রহণযোগ্য নয় বা মিথ্যা, কেননা সে হলো স্বাধীনতা-বিরোধী (বা মৌলবাদী বা কমুনিস্ট),
তাহলে তা হবে অনুপপত্তি দুষ্ট। কারণ, কোনো ব্যক্তির ব্যক্তিগত চরিত্র, আচরণ বা অবস্থান ঐ
ব্যক্তির বক্তব্যের সত্যতা বা মিথ্যাত্বের ক্ষেত্রে অথবা ঐ ব্যক্তির যুক্তির সঠিকতা বা বেঠিকতার
ক্ষেত্রে যৌক্তিকভাবে অপ্রাসঙ্গিক। আমাদের উচিত আমাদের প্রতিপক্ষের যুক্তি, তত্ত¡ বা
মতাদর্শকে আক্রমণ করা; ব্যক্তিগতভাবে তাদেরকে নয়।
সকলেই এটি করে অনুপপত্তি
আমাদের প্রায় সকলেই সম্ভবত এই যুক্তিটি প্রয়োগ করেছেন এবং কোনো না কোনো সময়ে
এই অনুপপত্তি ঘটিয়েছেন। আমরা যদি বলি, রাজনীতিতে মিথ্যা কথা বলা যায়, কেননা
সকলেই তা করে; অথবা ‘উপরি’ নেয়া অন্যায় নয়, কেননা সকলেই তা নেয়; অথবা
প্রত্যেকেই জানে যে, সকল মৌলবাদী হয় সন্ত্রাসী, তাহলে তা হবে অনুপপত্তি দুষ্ট। প্রত্যেকেই
বা অধিকাংশ মানুষই বা সকলেই কোনো কিছু করলে বা জানলে তা যথার্থ বা ন্যায্য হয়ে যায়
না। ১৪৯২ সালের আগে অধিকাংশ মানুষই বিশ্বাস করতো যে, পৃথিবী হলো সমতল। কিন্তু
এই বিশ্বাস বা মতামত সত্য বা বাস্তব অবস্থার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারেনি।
কৃপা উদ্রেক দোষ
কৃপা উদ্রেক দোষ তখনই ঘটে যখন পোষিত বা
গৃহীত সিদ্ধান্ত প্রতিষ্ঠার স্বার্থে দয়া বা কৃপার আবেদন করা হয়। এরূপ যুক্তির ক্ষেত্রে প্রার্থিত
দয়া বা ভাবপ্রবণতা যুক্তিকে আচ্ছন্ন করে ফেলে এবং প্রতিপক্ষ বা পাঠক বা শ্রোতাকে
প্রাসঙ্গিক ঘটনা থেকে সরিয়ে দেয়। নিচের যুক্তিটি কৃপা উদ্রেক দোষে দুষ্ট।
আমার সন্তানদের পিতামাতা বলতে আমি একাই, আমিই কেবল তাদের আর্থিক দায়ভারের
জন্য দায়ী।
তুমি যদি এই ট্রাফিক টিকিট আমাকে দাও, তাহলে আমি আমার লাইসেন্সটি হারাবো এবং
কাজের জন্য গাড়ি চালাতে পারবো না।
আমি যদি কাজ করতে না পারি, সন্তানাদিসহ আমি গৃহহীন হয়ে পড়বো এবং ক্ষুধায় মরে যেতে পারি।
সুতরাং আমাকে এই ট্রাফিক টিকিট দেয়া তোমার উচিত নয়।
এরূপ যুক্তির ব্যবহার সচরাচর আদালতে ঘটতে দেখা যায়। আইনজীবী যখন মামলার
ঘটনাকে উপেক্ষা করার নিমিত্তে এবং তার মক্কেলকে খালাস করার জন্য বিচারকদের মাঝে
দয়া বা কৃপা জাগাতে প্রয়াস পান তখন এরূপ অনুপপত্তি ঘটে।
আবেগ উদ্দীপক দোষ
এই অনুপপত্তিটি গ্যালারীর প্রতি আবেদন বা জনতার প্রতি আবেদন নামেও পরিচিত। এ
ধরনের অনুপপত্তি তখনই ঘটায় যখন আমরা একটি বৃহৎ জনগোষ্ঠীর প্রতি আবেদন জানিয়ে
কোনো ঘোষণা বা দাবির স্বীকৃতি লাভের চেষ্টা করি। এরূপ অনুপপত্তির ক্ষেত্রে প্রায়শ
আবেগধর্মী ভাষা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ,
“পর্ণোগ্রাফী অবশ্যই নিষিদ্ধ করা উচিত। এটি হলো মহিলাদের প্রতি হিংস্রতা।”
“হাজার বছর ধরে মানুষ যীশুখ্রিস্ট ও বাইবেলে বিশ্বাস করে আস্ছে। এই বিশ্বাসের একটি
প্রবল প্রভাব রয়েছে ঐ সমস্ত বিশ্বাসী মানুষদের জীবনে। যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বরেরই পুত্র - এর
সমর্থনে তুমি আর কি সাক্ষ্য চাও? তুমি কি ঐ সমস্ত মানুষদের বলতে চাচ্ছ যে, তারা সকলেই
বোকা এবং ভুলের মধ্যে আছে?”
অর্থের পরিবর্তন অনুপপত্তি
কোনো যুক্তি-প্রক্রিয়ার মধ্যে মৌল পদ -এর অর্থের পরিবর্তন ঘটালে এই
অনুপপত্তি ঘটে। উদাহরণস্বরূপ কেউ যদি বলেন যে, যেহেতু যীশুখ্রিস্ট বলেছিলেন, “আমি
যেমনটি তোমাকে ভালবাসি সেভাবে তোমরা একে অপরকে ভালবাসিও” সেহেতু তিনি বিয়ের
মধ্যে বা বাইরে যে কোনো প্রকার অসমকামী বা সমকামী ক্রিয়াকলাপকে মার্জনা করেন,
তাহলে তা ‘ভালবাসা’ শব্দটির সংজ্ঞার পরিবর্তন ঘটাবে। যীশুখ্রিস্ট সম্ভবত পদটিকে
আধ্যাত্মিকতা, বন্ধুত্ব ও প্রযতেœর অর্থে ব্যবহার করেছিলেন। অবশ্য, এরূপ অর্থ যে যৌনতা
সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আলোচিত পদটির ব্যবহারের বেলায় আবশ্যকীয়ভাবে অনুপস্থিত থাকে
এমন নয়। তবে এ থেকে অনুসৃত হয় না যে, তিনি অবৈধ অসমকামী বা সমকামী সম্বন্ধতা বা
ক্রিয়াকলাপকে মার্জনা করেছিলেন। কেননা তিনি মানুষদের একে অপরকে ভালবাসতে
বলেছিলেন। যদি যুক্তি দিয়ে বলা হয় যে, তিনি এমনটিই করেছিলেন (অর্থাৎ মার্জনা
করেছিলেন) তাহলে তা হবে ‘ভালবাসা’ শব্দটির অর্থের পরিবর্তনসাধন।
রচনামূলক প্রশ্ন
১। প্রতারণামূলক অনুপপত্তিসমূহ বর্ণনা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। কৃপা উদ্রেগ অনুপপত্তি ও আবেগ উদ্দীপক অনুপপত্তির পার্থক্য নির্দেশ করুন।
২। অর্থের পরিবর্তন অনুপপত্তি ব্যাখ্যা করুন।
ক) বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তর লিখুন।
১। যুক্তিকে আক্রমণ না করে যুক্তিদাতাকে আক্রমণ করলে
র) আবেগ উদ্দীপক অনুপপত্তি ঘটে
রর) অর্থের পরিবর্তন অনুপপত্তি ঘটে
ররর) নিন্দা দোষ ঘটে
রা) কৃপা উদ্রেক দোষ ঘটে
২। যদি বলা হয় প্রত্যেকেই জানে যে, সকল নাস্তিক হয় কম্যুনিস্ট তাহলে তা হবে
র) নিন্দা অনুপপত্তি
রর) অজ্ঞানতা অনুপপত্তি
ররর) স্টেরিওটাইপিং অনুপপত্তি
রা) সকলেই এটি করে অনুপপত্তি
৩। “আমি আমার মাতা-পিতাকে কুড়াল দ্বারা হত্যা করি! দয়া করে আমাকে দোষী সাব্যস্ত
করবেন না, এতিম হওয়ার কারণে আমি যথেষ্ট যন্ত্রণাভোগ করছি”। এটি একটি
র) নিছক উক্তি অনুপপত্তি
রর) আবেগ উদ্দীপক অনুপপত্তি
ররর) অজ্ঞানতা অনুপপত্তি
রা) কৃপা উদ্রেক দোষ
৪। ইন্টারন্যাশনাল লাক্স হলো তারকাদের পছন্দের সাবান, সুতরাং আপনিও এটি ব্যবহার
করুন। -এটি একটি
র) কৃপা উদ্রেক দোষ
রর) নিছক উক্তি অনুপপত্তি
ররর) আবেগ উদ্দীপক অনুপপত্তি
রা) সকলেই এটি করে অনুপপত্তি
সঠিক উত্তর
ক)
১। ররর) নিন্দা দোষ ঘটে
২। রা) সকলেই এটি করে অনুপপত্তি
৩। রা) কৃপা উদ্রেক দোষ
৪। ররর) আবেগ উদ্দীপক অনুপপত্তি

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]