গাযালী জগতকে কয় ভাগে ভাগ করেন। এদের সংক্ষিপ্ত বিবরণ দিন।

জগৎ সম্বন্ধে গাযালী যে ধারণা ব্যক্ত করেন তা মূলত পে াটিনাসের দর্শন দ্বারা প্রভাবিত। গাযালী -
জগতকে তিনটি ভাগে বিভক্ত করেন;
(১) আলম আল-মূলক
(২) আলম আল-মালাকুত ও
(৩) আলম আল-জাবারুত।
তাঁর মতে, এই তিনটি জগৎ মূলত একই সত্তার বিভিন্ন স্তর মাত্র। দেশ- কালের দিক থেকে তারা এক
এবং অভিন্ন।
(১) আলম আল-মূলক বলতে তিনি পরিদৃশ্যমান জগতকে বুঝিয়েছেন। এ জগৎ পরিবর্তনশীল।
ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা এ জগতকে জানতে পারি অর্থাৎ এ জগতের ঘটনাবলী ও বস্তুসমূহকে
ইন্দ্রিয়ের মাধ্যমেই জানা যায়।
(২) আলম আল-মালাকুত হল বিকারহীন শাশ্বত জগৎ। এটাই হল আসল জগৎ। এই অনন্ত বা শাশ্বত
জগতের প্রতিফলন-ই হল আলম আল- মূলক।
(৩) আলম আল- জাবারুত হল আলম আল-মূলক ও আলম আল-মালাকুত-এর মধ্যবর্তী এক জগৎ।
এটি এমন এক জগৎ যার অস্তিত্বের প্রতিফলন ঘটে মানুষের জ্ঞানের মাধ্যমে। এটি বাস্তব জগৎ হলেও
প্রত্যক্ষণের আওতাধীন এই জগতেই আত্মার অবস্থান। আলম আল- মালাকুত থেকে মানবাত্মা এ
জগতে আগমন করে এবং এ জগৎ থেকেই আবার ফিরে যায় তার আদি বাসস্থান স্বর্গে। ঘুমন্ত অবস্থায়
ও স্বজ্ঞায় আত্মা বাস্তব জগতের সাথে যোগাযোগ করে। এটা স্বপ্নের মাধ্যমের মূলত ঘটে থাকে।
তিনটি জগৎ জগতের অস্তিত্বের তিনটি ধরন মাত্র, আলাদা আলাদা জগৎ নয়।
গাযালী ঘুমকে মৃত্যুর ভাই মনে করেন। কোরআনে যে বিভিন্ন জিনিসের কথা উল্লেখ করা হয়েছে
সেগুলি যে শুধু রূপক অর্থে গ্রহণ করা হয়েছে তা নয় এদের সবই আলম আল- মালাকুতে রয়েছে। এ
জন্যই এগুলো ইন্দ্রিয় জগতের প্রতীয়মান সব জিনিস থেকে আলাদা। ফেরেস্তাদের মধ্যে কোনো
কোনো ফেরেস্তা আলম আল- মালাকুত এবং কোনো কোনো ফেরেস্তা আলম আল- জাবারুতে বাস
করে। আসলে গাযালীর এই মানবাত্মা একদিকে যেমন আলম আল-মালাকুত এর মতো চিরন্তন
স্বভাবের নয়, অপরদিকে আবার আলম আল-মূলক-এর মতো দেশ- কাল দ্বারা নিয়ন্ত্রিতও নয়।
মানবাত্মা দু’ জগতের অধিবাসী এবং দু’ সত্তারই অংশীদার।
এই আত্মা পরিদৃশ্যমান জগতের সব বস্তু ও ঘটনা থেকে আলাদা। এর উদ্ভব স্বয়ং আল্লাহর আদেশে
এবং এ কারণেই এটি সব জড়ীয় গুণ বিবর্জিত ও আধ্যাত্মিক গুণসম্পন্ন।
অনুশীলনী
রচনামূলক প্রশ্ন
১। জগৎ সম্পর্কে গাযালীর ধারণা বর্ণনা করুন।
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১। গাযালী জগতকে কয় ভাগে ভাগ করেন। এদের সংক্ষিপ্ত বিবরণ দিন।
বহু নির্বাচনী প্রশ্ন
১। গাযালী জগতকে ভাগ করেন
ক) দু’ ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
২। আলম আল-মূলক হল
ক) পরিদৃশ্যমান জগৎ খ) স্বর্গীয় জগৎ
গ) মধ্যবর্তী জগৎ ঘ) কোনটিই নয়
৩। মধ্যবর্তী জগৎ হল
ক) আলম আল-মূলক খ) আলম আল-মালাকুত
গ) আলম আল- জাবারুত ঘ) তিনটিই
৪। ফেরেস্তাদের বাসস্থান হল
ক) আলম আল- মূলক খ) আলম আল-মালাকুত
গ) ওপরের দুটি ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর
১। খ ২। ক ৩। গ ৪। গ

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]