কমন্স সভার বিশেষ অধিকারগুলো কি? বৃটেনের কমন্স সভার স্পীকারের কার্যাবলী আলোচনা করুন।

কথা বলার অধিকারঃ
ষোড়শ শতাব্দীতে স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে পার্লামেন্ট নিজ অধিকার আদায়
করে নেয়। ১৬৮৯ সালে অধিকারের বিল (ঞযব ইরষষ ড়ভ জরমযঃং) গৃহীত হলে কমন্স সভার এই বিশেষ
অধিকারটি চ‚ড়ান্তভাবে স্বীকৃতি পায়। এ বিল অনুযায়ী পার্লামেন্টের সদস্যদের বাক্-স্বাধীনতা, বিতর্ক করার
ও কার্যনির্বাহে অংশগ্রহণ করার স্বাধীনতা রয়েছে। পার্লামেন্টের অনুমতি ছাড়া আদালতে এ সব অধিকারের
বিষয়ে কোন অভিযোগ আনা যাবে না। পার্লামেন্টে যে সব সদস্য তাঁদের বক্তব্য উপস্থাপনের সময় যে
সকল কাগজপত্র বা গোপনীয় তথ্য প্রকাশ করেন তাঁর জন্য সরকারী গোপন বিষয়-সংক্রান্তআইন অনুসারে
তাঁকে শাস্তিদেয়া যাবে না। অবশ্য কমন্স সভা তার নিয়ম নীতি ভঙ্গের কারণে কোন সদস্যকে বহিস্কার
বা বন্দী করার নির্দেশ দিতে পারে।
গ্রেপ্তার না হওয়ার বিশেষ অধিকারঃ
কমন্স সভার অধিবেশন চলাকালীন সময়ে কোন সদস্যকে গ্রেপ্তার বা আটক করা যায় না। তবে
নিরাপত্তামূলক আটক বা ফৌজদারী আইনে কমন্স সভার যে কোন সদস্যকে কক্ষের বাইরে গ্রেপ্তার করা
যায়।
স্বাধীনভাবে কার্যপদ্ধতি নিয়ন্ত্রণের অধিকারঃ
পার্লামেন্টের সার্বভৌমত্বের নীতি অনুযায়ী এর প্রতিটি কক্ষ নিজ নিজ গঠন, কার্যক্রম, কার্যপদ্ধতি প্রভৃতি
স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে। সভার কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং নিজস্ব কার্যধারা
নিয়ন্ত্রণের জন্য নিয়ম কানুন প্রণয়ন করা ও সেগুলোকে কার্যকর করার অধিকার কমন্স সভার সদস্যদের
রয়েছে।
শাস্তিদানের অধিকারঃ
অধিকার ভঙ্গ ও সভা অবমাননার দায়ে কমন্স সভার স্পীকার কোন সদস্যকে তিরস্কার বা সভাকক্ষ থেকে
বহিষ্কার করতে পারে। সভার শান্তি-শৃংখলা ভঙ্গ কিংবা সভার প্রতি অশোভন আচরণ প্রদর্শনের জন্য
স্পীকার যে কোন ব্যক্তিকে কারাগারে প্রেরণ করতে পারে। এরূপ ক্ষেত্রে সভার অধিবেশন সমাপ্তির সঙ্গে
সঙ্গে উক্ত ব্যক্তি মুক্তি লাভ করে থাকেন।
বক্তব্য প্রদানের অধিকারঃ
কমন্স সভার সদস্যগণ রাজা বা রানীর নিকট বক্তব্য পেশ করার অধিকার রাখেন তবে সদস্যগণ
ব্যক্তিগতভাবে এ সুযোগ পান না। সমষ্টিগতভাবে স্পীকারের মাধ্যমে এই অধিকারটি প্রয়োগ করে থাকেন।
স্পীকার
গ্রেট ব্রিটেনের সাংবিধানিক ইতিহাসে স্পীকার পদটি অত্যন্তগুরুত্বপূর্ণ ও মর্যাদাবান । আইন সভার কার্য
পরিচালনার আইনগত ও রাজনৈতিক সমস্যার বুদ্ধিদীপ্ত সমাধানে স্পীকার অগ্রণী ভ‚মিকা পালন করে
থাকেন। স্পীকার ছাড়া অন্যকোন প্রতিষ্ঠান ব্রিটিশ সংবিধানকে এত সুষ্ঠু ও সুন্দরভাবে প্রকাশ করতে পারে
না। প্রত্যেক সাধারণ নির্বাচনের পর কমন্স সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ একজন গ্রহণযোগ্য সদস্যকে
স্পীকার হিসেবে মনোনীত করে থাকেন। পূর্ববর্তী স্পীকার সকলের কাছে গ্রহণযোগ্য হলে তিনি স্বপদে
বহাল থাকতে পারেন। তবে সাধারণত সরকারী দল ও বিরোধী দলের সদস্যদের পারস্পরিক সমঝোতার
মাধ্যমে স্পীকার মনোনীত হন। সাধারণত এ পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় না। তবে ১৯৩৫, ১৯৪৫
ও ১৯৫১ সালে স্পীকার পদের জন্য পার্লামেন্টে নির্বাচন হয়েছিল। অবশ্য এটি নেহায়েতই ব্যতিক্রম
ঘটনা। কমন্স সভার স্পীকার মনোনয়ন ঠিক হলে রাজা বা রানীর অনুমোদন অত্যাবশ্যকীয়।
কমন্স সভার স্পীকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। নতুন স্পীকার নির্বাচিত না হওয়া পর্যন্ত
পুরাতন স্পীকার স্বপদে বহাল থাকেন। স্পীকার নির্বাচনের পূর্বে রাজা বা রানী কমন্স সভার নব-নির্বাচিত
সদস্যদের মধ্য থেকে প্রবীণতম সদস্যকে স্পীকার প্রোটেম (ঝঢ়বধশবৎ চৎড়ঃবস) নিয়োগ করেন। তাঁর
দায়িত্ব হল স্পীকার নির্বাচন পরিচালনা করা।
স্পীকারের কার্যাবলীঃ
কমন্স সভার সভাপতি হিসেবে স্পীকার তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দলীয় রাজনীতির
উর্দ্ধেথেকে সরকারী ও বিরোধী দলের মধ্যে সমঝোতা অর্জনের ব্যাপারে তাঁর ভ‚মিকা সর্বোচ্চ । তাঁর
সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আদালতে কোন মামলা করা যায় না। তার কার্যাবলী নি¤œরূপঃ
 সুষ্ঠু এবং সু-শৃংখলভাবে কমন্স সভার কার্য পরিচালনার ব্যাপারে স্পীকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে
থাকেন। সভায় কোন সদস্য শৃংখলা ভঙ্গ করলে স্পীকার কমন্স সভার অনুমতি নিয়ে তাকে কমন্স
সভা থেকে বরখাস্ত, বহিষ্কার অথবা সাময়িকভাবে কমন্স সভার কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ থেকে
বঞ্চিত করতে পারেন। সভায় কোনরূপ বিশৃংখলা দেখা দিলে স্পীকার সভা মূলতবী রাখতে পারেন।
 কমন্স সভায় আলোচনা ও বিতর্কচলাকালে শৃংখলা রক্ষার জন্য স্পীকার দায়িত্ব পালন করে থাকেন।
সভায় বক্তব্য বা বিতর্কের সময় অপ্রয়োজনীয় কথা বলার জন্য একই বিষয়ের পুনরাবৃত্তির জন্য কিংবা
অশালীন মন্তব্য ও আপত্তিকর আচরণের জন্য তিনি যে কোন সদস্যকে সংযত হওয়ার নির্দেশ প্রদান
করতে পারেন।
 কমন্স সভার যে কোন সম্মানিত সদস্য স্পীকারের নিকট সভার কোন কার্য পদ্ধতির যথাযথ ব্যাখ্যা
জানতে চাইলে স্পীকার সংশ্লিষ্ট বিষয়ে নিজের অভিমত জ্ঞাপন করতে পারেন। এ সব বিষয়ে তাঁর
সিদ্ধান্তভবিষ্যতে নজির হিসেবে বিবেচিত হয়। কোন বিষয়ে ভোট গ্রহণের নির্দেশ কেবলমাত্র
স্পীকারই প্রদান করতে পারেন এবং ভোটের ফলাফল তিনিই ঘোষণা করতে পারেন।
 কমন্স সভার সদস্যদের অধিকার ভঙ্গের ব্যাপারে কোন ব্যক্তি বা অন্য কোন সংস্থা জড়িত থাকলে
স্পীকার সংশ্লিষ্ট ব্যক্তি বা সদস্যের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সভার অবমাননার
জন্য, তিনি যে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন।
 অর্থবিল নিয়ে কোন বির্তকের সৃষ্টি হলে সে ক্ষেত্রে স্পীকারের সিদ্ধান্তচ‚ড়ান্তবলে বিবেচিত হয়। কোন
বিলকে অর্থ বিল বলে চিহ্নিত করলে স্পীকার সেক্ষেত্রে সার্টিফিকেট প্রদান করে থাকেন।
সারকথাঃ
১৬৮৯ সালে কমন্সসভায় বিল অব রাইটস গৃহীত হলে বিশেষ অধিকারগুলো চুড়ান্তভাবে স্বীকৃতি পায়।
বিল অনুযায়ী পার্লামেন্টের সদস্যদের বাক-স্বাধীনতা, বিতর্ক করার ও কার্যানির্বাহে অংশগ্রহণ করার
স্বাধীনতা রয়েছে। যুক্তরাজ্যের সাংবিধানিক ইতিহাসে স্পীকার পদটি অত্যন্তগুরুত্বপূর্ণ। পার্লামেন্টের কাজ পারিচালনায় স্পীকার অগ্রণী ভ‚মিকা পালন করে থাকেন।
সঠিক উত্তরে টিক দিন
১. অধিকার বিল গৃহীত হয় কত সালে ?
ক. ১৬৮৯ সালে;
খ. ১৬৯২ সালে;
গ. ১৬৯৫ সালে;
ঘ. ১৭০৫ সালে।
২. কমন্স সভার স্পীকার মনোনয়ন ঠিক হলে কার অনুমোদন আবশ্যক ?
ক. লর্ড সভার;
খ. বিচারপতির;
গ. রাজা বা রানীর;
ঘ. প্রধানমন্ত্রীর।
৩. কমন্স সভায় সভাপতি হিসেবে কে দায়িত্ব পালন করেন ?
ক. প্রধানমন্ত্রী;
খ. রাজা বা রানী;
গ. স্পীকার;
ঘ. প্রধান বিচারপতি।
৪. কোন বিলকে অর্থ বিল বলে চিহ্নিত করলে সে ক্ষেত্রে সার্টিফিকেট প্রদান করেন কে ?
ক. রাজা বা রানী;
খ. বিচারপতি;
গ. প্রধানমন্ত্রী;
ঘ. স্পীকার।
উত্তরমালাঃ ১, ক ২, গ ৩, গ ৪ ঘ
রচনামূলক প্রশ্নঃ
১. কমন্স সভার বিশেষ অধিকারগুলো কি?
২. বৃটেনের কমন্স সভার স্পীকারের কার্যাবলী আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]