জাপানের দলীয় ব্যবস্থায় বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন।

মেইজি সংবিধান চালু হওয়ার আগেই জাপানে দলীয় রাজনীতি শুরু হয়েছিল। সেই সময় থেকে জাপানের
রাজনৈতিক দলগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, জাপানের প্রধান প্রধান দলই বিভিন্ন
পর্বে ভাঙন ও সংযুক্তির মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। জাপানের রাজনীতিতে বহুদলীয়
ব্যবস্থা স্বীকৃত। এ প্রসঙ্গে এখন বিস্তারিত আলোচনা করা যাক।
জাপানের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য
জাপানের দলীয় ব্যবস্থায় সাধারণত নি¤œলিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায় -
 জাপানে রক্ষণশীল বা প্রগতিশীল কোন রাজনৈতিক দলই প্রকৃতপক্ষে গণসদস্যপদের সংগঠন নয়
এবং এদের কর্মকেন্দ্র হলো টোকিও এবং তাদের কার্যকলাপ পেশাদার রাজনীতিবিদ ও প্রশাসকদের মধ্যেই সীমাবদ্ধ।
 দলগুলো একমাত্র নির্বাচনের সময় জনগণের সাথে সংযোগ স্থাপন করে। কারণ জনপ্রতিনিধি সভায়
সদস্যপদ লাভই তাদের মূখ্য উদ্দেশ্য থাকে।
 জাপানের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ ঐক্য নেই। লিবারেল ডেমোক্রেটিক ও সমাজতন্ত্রী দলগুলো প্রকৃতপক্ষে বিভিন্ন উপদলের সমষ্টি এবং ডায়েটের নির্বাচনকালে এরা সংযুক্তভাবে কাজ করে। এছাড়া প্রধান দলগুলোর অভ্যন্তরে উপগোষ্ঠীগুলোর মধ্যে মৌলিক কর্মসূচী নেই। ১৯৫৫ সাল
থেকে দেশের ক্ষমতায় দু’টি দল (লিবারেল ডেমোক্রেটিক ও সমাজতান্ত্রিক দল) প্রাধান্য বিস্তার
করলেও জাপানে যে দ্বি-দলীয় ব্যবস্থা কার্যকর তা বলা যায় না। সমাজতন্ত্রী দল ইতিমধ্যেই বিভক্ত
হয়ে পড়েছে এবং এ দল ১৯৪৭ সালের মে থেকে ১৯৪৮ সাল পর্যন্তএকবারই ক্ষমতায় যেতে
পেরেছে। এরপর অবশ্য ১৯৯৩ -এ সমাজতন্ত্রী দলসহ শরীকদল ক্ষমতায় গেছে। কিন্তু বাকী সময়টা
জুড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি নিরঙ্কুশ বা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলীয় বা কোয়ালিশন
সরকার গঠন করেছে। এসব কারণে রবার্ট ই ওয়ার্ড জাপানের দলীয় ব্যবস্থার
নাম দিয়েছেন-
 লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটানা ক্ষমতা দখল করার প্রেক্ষিতে ম্যাকনেলি জাপানের দলীয়
ব্যবস্থাকে ' বলেছেন।
 জাপানের দলীয় ব্যবস্থায় মতাদর্শের পার্থক্যকে ( যথেষ্ট গুরুত্ব দেয়া হয়।
প্রধান দল দু’টি সুস্পষ্টভাবে বিরোধী মতাদর্শ অনুসরণ করে। লিবারেল ডেমোক্রেটিক দল রক্ষণশীল
এবং সমাজতন্ত্রী দল প্রগতিশীল ও আমূল সংস্কারপন্থী। রক্ষণশীল দল পুঁজিবাদ অক্ষুণœ রাখতে চায়
এবং সম্রাটের পদকে যথাযথ গুরুত্ব দেয়। এরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে
আগ্রহী কিন্তু বাম দলগুলো ঠিক এর বিপরীত মতাদর্শ গ্রহণ করেছে।
 জাপানের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর ভাঙন লক্ষ্যণীয়।
 দক্ষিণপন্থী দলগুলো সমর্থন ও সাহায্য লাভ করে ব্যবসায়ী গোষ্ঠী ও সমাজের বিত্তশালী অংশের কাছ
থেকে এবং অর্থ সংগ্রহ করে বিত্তশালী ব্যবসায়ী, বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থাগুলো
থেকে, এ কারণে এ দলগুলোর সাথে জাপানের বৃহৎ ব্যবসা ও শিল্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
অপরদিকে বামপন্থী দলগুলো মূখ্য সমর্থন ভিত্তি হলো শ্রমিক বুদ্ধিজীবী, লেখক ও ছাত্রদের একাংশ।
 জাপানের রাজনীতিতে আঞ্চলিকতা গড়ে উঠেনি। রাজনৈতিক দলগুলো জাতীয় দল হিসেবেই গড়ে উঠেছে।
 এখানে রাজনৈতিক দলের ডায়েটের সদস্যদের মধ্যে দলীয় শৃংখলাবোধ ও আনুগত্য দেখা যায় না।
তারা নেতাকে কেন্দ্র করে বিভিন্ন উপগোষ্ঠীতে বিভক্ত হন এবং যার যার উপগোষ্ঠীর
প্রতি বেশী আনুগত্য প্রদর্শন করেন। অর্থাৎ জাতীয় দলের নীতির স্থলে তারা ব্যক্তির প্রতি অনুগত থাকেন।
জাপানের প্রধান প্রধান রাজনৈতিক দল ঃ
জাপানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে সর্বপ্রধান দল হলো লিবারেল ডেমোক্রেটিক দল।
এছাড়া আরো যে দলগুলো আছে তা হলো - সমাজতন্ত্রী দল, গণতান্ত্রিক দল, কম্যুনিষ্ট দল এবং। জাপানের প্রধান দু’টি রাজনৈতিক দল সম্পর্কে নিচে কিছুটা সংক্ষিপ্ত আলোচনা
করা যেতে পারে।
লিবরেল ডিমোক্র্যাটিক পার্টিঃ
এ দলের পূর্বসূরী গঠিত হয় ১৮৭০ সালের শেষ পর্বে। ১৯৫৫ সালেমিলে খগঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
১৯৯৩ পর্যন্তপ্রায় একটানা এ দলটি শাসন ক্ষমতায় থেকেছে। দারুন নির্বাচনী সাফল্য সত্তে¡ও দলটির
সদস্যসংখ্যা খুব বেশী নয়। লিবারেল ডেমোক্রেটিক দলের নির্বাচনী সমর্থনের উৎস গ্রামীণ অঞ্চল,
মধ্যবয়সী এবং প্রবীন ভোটাররা। অবশ্য দলটি শহরাঞ্চলে এবং যুব সম্প্রদায়ের মধ্যে প্রভাব বৃদ্ধি করার
চেষ্টা করছে।
এ দলটির প্রধান লক্ষ্য হলো সমাজতন্ত্রী দলকে শাসনকর্তৃত্ব থেকে দূরে রাখা, দেশে পুঁজিবাদী ব্যবস্থাকে
অক্ষুণœ রাখা এবং এর স্বার্থে দেশের ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর সংগে সুসম্পর্ক বজায় রেখে চলা। ১৯৫৫
সালে এ দল গঠিত হবার সময় সংসদীয় গণতন্ত্রের পথ অনুসরণ করার কথা ঘোষণা করা হয়। এ উদ্দেশ্যে
বল প্রয়োগ ও হিংসার পথ ও পদ্ধতি বর্জন করার কথা বলা হয়। দলটি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। স্বৈরতন্ত্র
ও বিপ্লবের পথ সমর্থন করে না। এর নীতি হলো জাতীয় নৈতিকতাকে নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থা
রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা ও রীতির সংস্কার সাধন করা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা প্রতিষ্ঠিত করা,
এক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করা, দেশের সার্বভৌমত্বকে দৃঢ় করা ইত্যাদি।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দলটি মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখার পক্ষপাতী এবং
চীনের সংগেও সম্পর্কের উন্নতি সাধনের চেষ্টা করছে। দলটির নেতৃত্বে প্রাক্তন আমলাদের প্রাধান্য খুব
বেশী এবং সাংগঠনিক দিক থেকে দলটি বহু উপদলীয় গোষ্ঠীতে বিভক্ত। লিবারেল ডেমোক্রেটিক দলের
সদর দপ্তর টোকিওতে অবস্থিত।
জাপান সমাজতন্ত্রী দল (নিহন সাকাইতো) ঃ
জাপানের প্রধান বিরোধী দল জাপান সমাজতন্ত্রী দলের পূর্বসূরী সমাজতন্ত্রীদের উদ্ভব হয় ১৯২৫ সালে।
এরপর ১৯৫৫ সালে দলটি পুনরায় বিভিন্ন গোষ্ঠীর সমাজতন্ত্রীদের সাথে সংযুক্ত হয়ে জাপান সমাজতান্ত্রিক
দল হিসাবে আবিভর্‚ত হয়।
দলটি জাপানে সমাজতান্ত্রিক বিপ্লবের অনিবার্যতায় বিশ্বাস করে। এবং মনে করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ
পথে এবং ডায়েটের মাধ্যমে এ বিপ্লব ঘটানো সম্ভব। দলের কর্মসূচী হলো- দেশের গুরুত্বপূর্ণ শিল্পের
সামাজিকীকরণ ভ‚মি সংস্কার সাধন, পরিকল্পিত উৎপাদন, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন ইত্যাদি।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত নিরাপত্তা চুক্তি এবং মার্কিন সামরিক
ঘাটিগুলোর অপসারণ দাবী করে। এছাড়া দলটি গণতন্ত্রও নিরপেক্ষতার নীতি অনুসরণে আগ্রহী। দলটির
সাহায্য বেশীর ভাগই আসে শ্রমিক সংঘগুলো থেকে। তবে বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীও এদের সাহায্য করে,
যদিও খুব কম।
জাপান সমাজতন্ত্রী দলের নেতৃত্বে তারুণ্যের প্রাধান্য বেশী এবং এরা প্রায়ই শ্রমিক সংঘের সাথে যুক্ত।
দলটির ভেতরে বেশ কয়েকটি উপগোষ্ঠী ক্ষমতার লড়াইতে পরস্পরের সংগে লিপ্ত এবং এদের মধ্যে
দক্ষিণপন্থী, মধ্যপন্থী ও বামপন্থী সব ধরনেরই গোষ্ঠীর সমাজতন্ত্রীরাই আছে। এর সদর দপ্তর টোকিওতে অবস্থিত।
সারকথা
জাপানে দলীয় ব্যবস্থার ইতিহাস মোটামুটি পুরানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে দু’টি দল
রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে। দল দু’টি হলো- লিবারেল ডেমোক্রেটিক দল, যেটি জাপানের মুখ্য
দল এবং অন্যটি হলো জাপান সমাজতান্ত্রিক দল। পরস্পর ভিন্ন মতাবলম্বী দল দুটোর সমর্থনও সমাজের
ভিন্ন অংশ থেকে এবং এদের নীতি, আদর্শ ও কার্যাবলীর ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যায়। তবে প্রত্যেকটি
দলের মূখ্য উদ্দেশ্য সমৃদ্ধ জাপান গঠন।
পাঠোত্তর মূল্যায়ন
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক ( ) চিহ্ন দিন।
১. জাপানে প্রধান দু’টি রাজনৈতিক দল প্রাধান্য বিস্তার করেছেক. ১৯৫৫ সাল থেকে;
খ. ১৯৮৯ সাল থেকে;
গ. ১৯৪৭ সাল থেকে;
ঘ. ১৮৯০ সাল থেকে।
২. জাপান সমাজতন্ত্রী দলের পূর্বসূরী দলের উদ্ভব হয়েছিলক. ১৮৭০ সাল;
খ. ১৮৯০ সাল;
গ. ১৯২৫ সাল;
ঘ. ১৯৫৫ সাল।
৪. লিবারেল ডেমোক্রেটিক দলের নির্বাচনের সমর্থনের উৎস নয়ক. গ্রামীণ অঞ্চলের ভোটার;
খ. তরুন ভোটার;
গ. মধ্যবয়সী ভোটার;
ঘ. প্রবীন ভোটার।
উত্তরমালাঃ ১। ঘ ২। ক ৩। গ
সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন
১. 'ঙহব ধহফ ধ যধষভ ঢ়ধৎঃু ংুংঃবস'- কি?
২. জাপান সমাজতন্ত্রী দলের আদর্শ ও কর্মসূচীগুলো কি?
রচনামূলক প্রশ্ন
১. জাপানের দলীয় ব্যবস্থায় বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]