খবর উঠেছে ওই পত্রিকায়
জীবন নাকি অতি সাধারন,
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে,
পাল তোলা ছোই এর নিচে
শীতলক্ষ্যার গান শুনেছি,
মুগ্ধ নয়নে ওকে দেখেছি!
বঙ্গোপসাগরে সূর্য ডুবছিল,
যখন স্রোতের সাথে দুই পা খেলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
খবর উঠেছে ওই পত্রিকায়
প্রেমিক প্রেমিকা নাকি স্বার্থপর
লিখেছে যেই বোকাটা প্রেমে পরেনি
বোঝে বেশি বেশি অকারণ!
লিখেছে ওই বোকাটা
সবার নাকি ঘুরে ফিরে একি জীবন
শোনেনি গল্প সে আমার প্রেমের
অলৌকিক অসাধারন!
আমি অতি সাধারন..
আমার প্রেম অসাধারন!
ওই প্রেম আমার
বিনিদ্র রাত জেগে থাকার আনন্দ,
আজো ওই প্রেম আমার
ধুসর বাতাস নিঃশ্বাস নেবার আনন্দ
আজো ওই প্রেম আমার
কাদা জমা পথ, পথ চলার আনন্দ
আজো ওই প্রেম আমার
গোলাপের কাঁটা বেঁচে থাকার আনন্দ
ওর কোলে মাথা রেখে
ছাদের কোনে ছোট্ট ঘরে
অমাবস্যায় তারা গুনেছি
আর জ্যোৎস্না রাতে ওর ছবি একেছি
ঢাকার রাজপথে বৃষ্টি পড়ছিল,
রিক্সার ভেতরে শিকটা জলছিল,
তখন জরিয়ে ওকে ধরেছি
স্নিগ্ধ অসাধারন!
আর আমি কখনো
ওর দেখা পাবোনা,
জানি আমি আর কখনো
ফিরে পাবোনা সেই মেয়েটি..
অসাধারন..
স্বার্থপর ও তুচ্ছ এই জীবন
সে অসাধারন
আমি পেয়েছি আমি দেখেছি..
আমি শুনেছি আমি বুঝেছি
আমার অসাধারন.
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ