তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোন বিষণ্ণ সুর
সন্ধ্যেবেলার যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়
বুকে রাখে যেসব পাহাড়
আমি তাদের ছায়ার মত
তোমার খোঁজে অবিরত
শুন্যে হাটি শুন্যে ভাসি
না পাওয়া এক আজব ক্ষত
রাতের তারায় একলা হাসি
তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিল না
তোমার দেওয়া আমার কোন
নাম ছিল না, নাম ছিল না।
তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিল না
তোমার দেওয়া আমার কোন
নাম ছিল না, নাম ছিল না
নাম ছিল না , নাম ছিল না।
শুন্য নামে যখন তখন
তোমার খোঁজে কি অকারণ
আমার আশার মৃত্যু হলে
তোমার কি তা জানতে বারণ
তোমার কি তা জানতে বারণ। (২)
তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিল না
তোমার দেওয়া আমার কোন
নাম ছিল না, নাম ছিল না।
তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিল না
তোমার দেওয়া আমার কোন
নাম ছিল না, নাম ছিল না
নাম ছিল না , নাম ছিল না।
Baba|বাবা Lyrics by James
posted in আধুনিক, ব্যান্ড by banglaganlyrics
ছেলে আমার বড় হবে
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাস এর পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত ও খোকা
যখন আমি থাকব না
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে কোথায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়লো
বাবা কত দিন কত দিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়
(music)
চশমাটা তেমনি আছে,
আছে লাঠি ও পাঞ্জাবি তোমার
ইজি চেয়ারটাও আছে
নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধবনি আজও শুনি
ভাঙাবে না ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া
পবিত্র কোরআন এর বাণী
বাবা কত দিন কত দিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা
ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়
(music)
ছেলে আমার বড় হবে
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাস এর পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত খোকা ও খোকা
যখন আমি থাকব না
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক ঊর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল
বাবা কত দিন কত দিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়
Snger: James
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ