পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়,
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়।
আয়, আরেকটি বার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি,
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি,
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি,
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা,
প্রাণের মাঝে আয়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি,
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা,
প্রাণের মাঝে আয়।
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়।
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়,
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ