KEU NA JANUK|কেউ না জানুক Lyrics by Tahsan


স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে , তোমার কাছে বারেবার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । – [ ২ বার ]
সব লেনাদেনা হয় না কভু শেষ ,
আজীবন কিছু কিছুর থেকে জায় রেশ । – [ ২ বার ]
ভালোবাসা ফুরায় না , প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । – [ ২ বার ]
সব জানাশোনার লাগেনা পরিচয়ে ,
দূর থেকে কারো কারো ছায়া কথা কয় । – [ ২ বার ]
ভালোবাসা ফুরায় না , প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । – [ ২ বার ]
স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে , তোমার কাছে বারেবার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । – [ ২ বার ]
Lyric- Robiul Islam Jibon



FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]