শ্রাবন্তী
তুমি আমার মা, আমি তোমার মেয়ে।
বলো না মা কি পেয়েছ আমায় কোলে পেয়ে-
মা গো আমায় কোলে পেয়ে?
তুমি আমার মা, আমি তোমার মেয়ে।
বলো না মা কি পেয়েছ আমায় কোলে পেয়ে-
মা গো আমায় কোলে পেয়ে?
সন্ধ্যা
যেদিন আমার কোলে এলি, প্রথম হলাম মা-
আঁতুরঘরে শাঁখটা সেদিন কেউ বাজাল না।
বলল সবাই, “মেয়ে হল, হল না তো ছেলে!” ঠানদি একাই উলু দিল সবাইকে ফেলে।
শুধু ঠানদি একাই উলু দিল সবাইকে ফেলে।
শ্রাবন্তী
তুমি আমার মা, আমি তোমার মেয়ে।
দুঃখ শুধুই পেলে কি মা তুমি আমায় পেয়ে?
বাবার ভাগ্য যখন বদলে গেল আমার আসার পরে-
বলল সবাই লক্ষ্মী আমি এসেছি সংসারে।
পৃথিবীতে সবাই যা চায় তুমিও তাই পেলে।
মেয়ে হয়েও সবই দিলাম, নাই বা হলাম ছেলে।
আনন্দ কি পাও নি তুমি আমায় বুকে পেয়ে?
মাগো, আনন্দ কি পাও নি তুমি আমায় বুকে পেয়ে?
সন্ধ্যা
ওরে আমার মেয়ে, আমার সোনা মেয়ে।
মেয়ে যে তুই, লালন শুধুই-
করছি আমি রে,
পরের ঘরে যাওয়ার জন্যে, তাকি বুঝিস নে?
সময় হলেই এঘর ছেড়ে যাবি রে তুই চলে।
থাকবি না রে চিরটাকাল তোর মায়ের এই কোলে।
শ্রাবন্তী
ভাবছ কেন মা, আমি বলছি তোমার মেয়ে-
পরকে আপন করব আমি তোমার আশিষ পেয়ে।
মাগো তুমিও তো মা এসেছিলে তোমার মাকে ছেড়ে।
শুভদিনে স্বামীর হাতে সোহাগ সিঁদুর পড়ে।
তোমায় নিজের ঘরে পাঠিয়েছিলেন তোমারও সেই মা।
বলেছিলেন এমন মেয়ের হয়না তুলনা।
তেমনি করেই নিজের ঘরে দিও মা পাঠিয়ে।
আমায় এমনি করেই নিজের ঘরে দিও মা পাঠিয়ে।
সন্ধ্যা
ওরে আমার মেয়ে, মিষ্টি সোনা মেয়ে।
নতুন যুগের মেয়ে রে তুই, বলব তবু আমি।
ভালবাসার চেয়ে আজো নেই তো কিছুই দামী।
যুগটা না হয় পালটে গেছে, বদলে গেছে কাল।
তবু সুখী মেয়ের সিঁথির সিঁদুর তেমনি আছে লাল।
শ্রাবন্তী
যেন তোমার কথাই রাখতে পারি ফোটাই তোমার হাসি।
কাউকে যদি ভালই বাসি সত্যি যেনই বাসি।
জীবন-মরণ দিয়ে যেন চাইব ভাল তার।
স্নেহ মায়া মমতাতে জড়াব সংসার।
ওগো আমার মা তোমায় কথা দিল মেয়ে-
সুখী করেই সুখী হব মনের মানুষ পেয়ে।
হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে।
ওই হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে।
সন্ধ্যা
ওরে আমার মেয়ে, আমার পাগল সোনা মেয়ে।
শ্রাবন্তী
ওগো আমার মা, তোমার নেই যে তুলনা।
সন্ধ্যা
ওরে আমার মেয়ে, আমার মিষ্টি সোনা মেয়ে।
শ্রাবন্তী
তুমি আমার মা, আমি তোমার মেয়ে-
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ