আমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
বাজে কিঙ্কিনী রিনিঝিনি–
তোমারে যে চিনি চিনি–
মনে মনে কত ছবি এঁকেছি।।
আমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল।
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল।
ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল।
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল।
ওই রূপের মাধবী মোর সঞ্চয়ে রেখেছি।।
দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
কস্তুরী মৃগ তুমি–
(যেন) কস্তুরী মৃগ তুমি–
আপন গন্ধ ঢেলে–
এ হৃদয় ছুঁয়ে গেলে,
সে মায়ায় আপনারে ঢেকেছি।
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য।
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য।
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি।।
দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
বাজে কিঙ্কিনী রিনিঝিনি–
তোমারে যে চিনি চিনি–
মনে মনে কত ছবি এঁকেছি।।
আমি দূর হতে তোমারেই দেখেছি,
আর মুগ্ধ এচোখে চেয়ে থেকেছি।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ