মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নামতে
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নামতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সেতো আসে নি
তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়
ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ